IND vs SL: পরনে নতুন জার্সি, শ্রীলঙ্কা সিরিজের আগেই নতুন কিট স্পনসর চাহালদের
Indian Cricket Team: ২০২৩ সালের ডিসেম্বর মাস পর্যন্ত চুক্তি হয়ে থাকলেও গত বছরের ডিসেম্বরেই সরে যেতে চেয়েছিল এই সংস্থা।
মুম্বই: আজ থেকে শুরু হতে চলেছে শ্রীলঙ্কার বিরুদ্ধে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। আজ প্রথম ম্যাচে মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে খেলতে নামবে ২ দল। তার আগেই ভারতীয় দল পেয়ে গেল নতুন কিট স্পনসর। টাইটেল স্পনসর বাইজুস থাকলেও কিট প্রস্তুতকারী সংস্থা এমপিএলের সঙ্গে সম্পর্ক ছিন্ন হল। তার বদলে কিট প্রস্তুতকারী সংস্থা হিসেবে ভারতীয় দলের সঙ্গে যুক্ত হল কেকেসিএল (KKCL)। তাদেরই ব্র্যান্ড কিলার-এর লোগো লাগানো জার্সি পরেই মাঠে নামবে আজ থেকে ভারতীয় ক্রিকেটাররা।
উল্লেখ্য, নাইকি ছিল এর আগে কিট স্পনসর ভারতীয় দলের। কিন্তু ২০২০ সালে নভেম্বরে এই আমেরিকান ক্রীড়া সরঞ্জাম প্রস্তুতকারী সংস্থাকে সরিয়ে এমপিএল-এর সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছিল ভারতীয় ক্রিকেট। ফ্যান্টাসি গেম সংস্থা হলেও ক্রীড়া সরঞ্জাম তৈরির দুনিয়ায় পা রাখতে চেয়েছিল এমপিএল। ২০২৩ সালের ডিসেম্বর মাস পর্যন্ত চুক্তি হয়ে থাকলেও গত বছরের ডিসেম্বরেই সরে যেতে চেয়েছিল এই সংস্থা। শেষ পর্যন্ত তারা সরেই গেল।
View this post on Instagram
পন্থকে পরামর্শ কপিলের
নিজের স্বার্থে থাকতে হবে আরকও সতর্ক। ঋষভ পন্থের (Rishabh Pant) ভয়াবহ দুর্ঘটনা নিয়ে কথা বলতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়লেন কপিল দেব (Kapil Dev)। পাশাপাশি নিজের দুর্ঘটনার অভিজ্ঞতা ভাগ করে নিয়ে তরুণ ক্রিকেটারকে দিলেন পরামর্শও। নিজে ড্রাইভ না করে ড্রাইভার রাখার পরামর্শই দিয়েছেন কপিল দেব।
আবেগপ্রবণ কপিল দেব
এবিপি নিউজকে দেওয়া সাক্ষাৎকারে কপিল দেব বলেছেন, 'এই ধরণের দুর্ঘটনা এড়ানো কিন্তু সম্ভব। খেলোয়াড়দের আরও সতর্ক থাকা উচিত। নিজের গাড়ি চালানোর তো কোনও দরকারই নেই। ড্রাইভার হিসেবে কাউকে কাজে রাখার আর্থিক স্বাচ্ছন্দ্য সকলেরই রয়েছে। অনেকেই গাড়ি চালানো পছন্দ করেন। ভালোবাসেন। কিন্তকু সেক্ষেত্রে থাকতে হবে অনেক বেশি সতর্ক। পাশাপাশি নিজের খেয়াল আরও বেশি রাখা উচিত।'
ঋষভ পন্থকে সতর্ক করে পরামর্শ দেওয়ার পাশাপাশি নিজের দুর্ঘটনার কথাও মনে করিয়ে দেন কপিল দেব। ৬৩ বছরের প্রাক্তন ভারত অধিনায়ক জানান, 'খেলোয়াড় হিসেবে একেবারে শুরুর দিনের কথা। বাইক চালানোর সময় একবার দুর্ঘটনার কবলে পড়েছিলাম। সেই ঘটনার পর থেকে আর আমার ভাই কোনও গাড়ি চালাতে দেয় না।'