IND vs ENG: চাপ বাড়ছে তাঁরও, সিরিজ হারলে কী জবাবদিহি করতে হবে গম্ভীরকে?
Gautam Gambhir: লাল বলের ফর্ম্যাটে ১১ টেস্টের মধ্যে ৩ ম্য়াচেই মাত্র জিততে পেরেছে টিম ইন্ডিয়া। প্রাক্তন ভারতীয় ওপেনার বলেছেন, ''গৌতম গম্ভীরের ওপর অনেক চাপ থাকবে।

এজবাস্টন: চাপ বাড়ছে গৌতম গম্ভীরের ওপর। ভারতীয় ক্রিকেট দলের কোচ হিসেবে নিযুক্ত হওয়ার পর থেকে সাদা বলের ফর্ম্য়াটে সাফল্য পেলেও টেস্ট ফর্ম্য়াটে এখনও ভাঁড়ার শূন্য। পারথে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট ম্য়াচ জেতার পর থেকে ছয়টি টেস্ট খেলে ফেলেছে টিম ইন্ডিয়া। কিন্তু এখনও একটি ম্য়াচেও জিততে পারেনি টিম ইন্ডিয়া। ইংল্য়ান্ডের মাটিতে টেস্ট সিরিজের প্রথম ম্য়াচেও হারতে হয়েছে ভারতকে। এই পরিস্থিতিতে অস্ট্রেলিয়া সিরিজের পর যদি এই সিরিজও খোয়াতে হয়, তবে কিন্তু গম্ভীরকে জবাবদিহি করতে হবে বলে মনে করছেন আকাশ চোপড়া।
চলতি বছর চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে ভারছিল ভারতীয় ক্রিকেট দল। গৌতম গম্ভীরের কোচিংয়েই টুর্নামেন্ট জিতেছিল টিম ইন্ডিয়া। লাল বলের ফর্ম্যাটে ১১ টেস্টের মধ্যে ৩ ম্য়াচেই মাত্র জিততে পেরেছে টিম ইন্ডিয়া। প্রাক্তন ভারতীয় ওপেনার বলেছেন, ''গৌতম গম্ভীরের ওপর অনেক চাপ থাকবে। যদি কোচিংয়ের দায়িত্ব পাওয়ার পর থেকে গম্ভীরের রিপোর্টকার্ডের দিকে তাকানো যায় তাহলে দেখা যাবে যে টেস্টে খুব বেশি ম্য়াচ জয় পায়নি ভারত। বাংলাদেশের বিরুদ্ধে দুটো টেস্ট ও অস্ট্রপেলিয়ার বিরুদ্ধে ১টি টেস্ট জয়। কিন্তু তাছাড়া কিউয়িদের বিরুদ্ধে ঘরের মাঠে তিনটি ম্য়াচ। অজিদের বিরুদ্ধে তিনটি ম্য়াচ ও ইংল্যান্ডের বিরুদ্ধে এক ম্য়াচ হারতে হয়েছে।''
চোপড়া আরও বলেন, ''নির্বাচকদের তরফে গম্ভীরের কাছে প্রশ্ন করা হতে পারে যেমন দল তিনি চেয়েছেন, তেমন দলই দেওয়া হয়েছে। তাহলে ভুল কোথায় হচ্ছে। যেমন ধরণের প্লেয়ার পছন্দ করেছেন। দলের প্রয়োজনে সব কথাই শোনা হয়েছে। এই পরিস্থিতিতে ইংল্য়ান্ডে সিরিজ জিতলে তো ভাল। কিন্তু যদি ফল অন্য় কিছু হয়, তবে কিন্তু পরিস্থিতি বদলে যাবে। কোনও অজুহাতও খাটবে না।''
ইতালিতে ছুটি কাটাচ্ছেন রোহিত
বছরের শুরুতেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ়ে টিম ইন্ডিয়ার হারের পর সমালোচনার মুখে পড়েছিলেন রোহিত। তবে ইংল্যান্ড সিরিজ়ের আগেই তিনি টেস্ট থেকে অবসর ঘোষণা করেন। তাই আপাতত টিম ইন্ডিয়ার অধিনায়কত্বের চাপের থেকে বেশ খানিকটা দূরে ছুটি কাটাচ্ছেন রোহিত। অবশ্য টিম ইন্ডিয়ার বর্তমান আস্তানা ইংল্যান্ডের থেকে তিনি খুব দূরে নন।
রোহিতকে ইতালির মিলানের রাস্তায় দেখা গেল। রোহিত নিজেও অবশ্য স্ত্রী, পরিবারের সঙ্গে ছুটি কাটানোর বেশ কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন। তাঁর মিলানে ছুটি কাটানোর বেশ কিছু ছবি সোশ্যাল মিডিয়ায়ও ভাইরাল হয়। মিলানের রাস্তায়ও অনুরাগীদের সঙ্গে তাঁকে ছবি তুলতে দেখা যায়।




















