Indian Cricket Team: বিশের বিশ্বকাপপূর্বে আর কয়টি ম্যাচ রয়েছে হাতে? পর্যাপ্ত প্রস্তুতি সারার সুযোগ পাবে ভারতীয় দল?
T20 World Cup 2026: ২০২৬ সালের ৭ ফেব্রুয়ারি থেকে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর বসতে চলেছে।

নয়াদিল্লি: গত বারের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, এবারেও ঘরের মাঠে আয়োজিত বিশের বিশ্বকাপে অন্যতম ফেভারিট হিসাবে মাঠে নামবে ভারতীয় ক্রিকেট দল। ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে বিশ্বকাপের মহারণ। তার আগে সব দলই নিজেদের প্রস্তুতি ঝালিয়ে নিতে ব্যস্ত। ভারতীয় দলও কিন্তু বিশ্বকাপে মাঠে নামার আগে প্রস্তুতিতে কোনও ফাঁকফোকর রাখতে চাইবে না।
একদিকে যেখানে অস্ট্রেলিয়া, জিম্বাবোয়ে, আফগানিস্তান, বাংলাদেশ এবং আয়ার্ল্যান্ডের বিশ্বকাপের পূর্বে আর কোনও ম্যাচই নেই। ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ় এবং পাকিস্তান তিনটি ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ় খেলবে। যেখানে প্রতিপক্ষ দলগুলির অনেকের ম্যাচের সংখ্যাই বেশ কম, সেখানে ভারতীয় দল কিন্তু ঘরের মাঠে একগুচ্ছ ম্যাচ খেলে বিশ্বকাপে মাঠে নামবে।
ভারতীয় দল বর্তমানে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ় খেলছে। এরপরেও কিন্তু সূর্যকুমার যাদবের নেতৃত্বাধীন টিম ইন্ডিয়া আরও একটি সিরিজ় খেলবে। নিউজ়িল্য়ান্ডের সঙ্গে সেই সিরিজ় আয়োজিত হবে। অর্থাৎ বিশ্বকাপেরপূর্বে সবথেকে বেশি বিশ ওভারের ম্যাচ খেলবে ভারত। এই প্রস্তুতি কাজে লাগিয়ে ভারত ব্যাক-টু-ব্যাক বিশের বিশ্বচ্যাম্পিয়ন হতে পারে কি না, সেটাই দেখার বিষয় হতে চলেছে।
আপাতত দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজ় খেলতে ব্যস্ত ভারত। ১০১ রানে প্রথম ম্য়াচ জিতে নিয়ে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ়ে এগিয়ে রয়েছে টিম ইন্ডিয়া। আজ মুল্লানপুরে সিরিজ়ের দ্বিতীয় ম্য়াচে মুখোমুখি হবে দুই দল। নবনির্মিত এই স্টেডিয়ামে এর আগে আইপিএলের ম্যাচ আয়োজিত হলেও, ভারতীয় দল প্রথমবার আন্তর্জাতিক ম্যাচ খেলতে নামবে। এখানকার পিচ সাধারণত ব্যাটিং সহায়ক হয়। তবে ফাস্ট বোলাররাও এই মাঠে সাধারণত অল্পবিস্তর সাহায্য পেয়ে থাকেন। শীতের মরশুমে উত্তর ভারতের ঠান্ডায় এই ম্যাচ খেলা হবে। এমন সময়ে রাতের ম্যাচে শিশিরের প্রভাব খুবই স্বাভাবিক। তাই ম্যাচের আগে টস কিন্তু বেশ গুরুত্বপূর্ণ হতে পারে।
ভারতীয় দলের প্রত্যেকেই কম বেশি ছন্দে রয়েছেন। কিন্তু সূর্যকুমার যাদব ব্যাট হাতে আরও একটি ইনিংসে ব্যর্থ হলেন। তবে একাদশে বদলের সম্ভানা নেই বললেই চলে। অভিষেক শর্মা ও তিলক বর্মা রয়েছেন টপ অর্ডারে। সঞ্জু স্যামসন ও জিতেশ শর্মা দুজনেই উইকেট কিপার ব্য়াটার হিসেবে একাদশে ঢোকার দাবিদার। কিন্তু জিতেশের পাল্লাই ভারী। কারণ গত কয়েকটি ইনিংসে সে দারুণ পারফর্ম করেছেন।
শুভমন গিল প্রথম টি-টোয়েন্টতে একাদশে ছিলেন। কিন্তু তিনিও রান পাননি। মাত্র ৪ রান করে প্যাভিলিয়ন ফেরেন ডানহাতি ব্যাটার। সেক্ষেত্রে দ্বিতীয় ম্যাচে সঞ্জু স্যামসনকে অভিষেকের সঙ্গে জুটি বাঁধতে পারেন। তবে সেই সম্ভাবনা খুবই কম। বোলিং বিভাগেও মাত্র এক ম্যাচ পরে বদলের সম্ভাবনা নেই বললেই চলে। তাই কুলদীপ যাদবকে সম্ভবত এই ম্যাচেও ফের একবার ভারতীয় একাদশের বাইরে বসেই সময় কাটাতে হতে পারে।




















