Indian Cricekt Team: বুমরা, রোহিত, বিরাট ভারতীয় ক্রিকেটের অ্য়াসেট: নীতীশ রেড্ডি
Nitish On Bumrah:আগামী ১৭ এপ্রিল প্রথমে ওয়াংখেড়েতে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে খেলতে নামবে সানরাইজার্স। এরপর নিজেদের ঘরের মাঠ রাজীব গাঁধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হতে চলেছে ২ দল।

কলকাতা: গত আইপিএলে ধারাবাহিক পারফরম্য়ান্স। তারপরই সুযোগ চলে এসেছিল জাতীয় দলের জার্সিতে পারফর্ম করার। টেস্টেও বর্ডার গাওস্কর ট্রফিতে (Border Gavaskar Trophy) খেলেছেন। মেলবোর্নে গত বছর কেরিয়ারের প্রথম আন্তর্জাতিক শতরান হাঁকিয়ে সবার নজরে চলে এসেছিল। সেই নীতীশ কুমার রেড্ডি বলছেন ভারতীয় দলের অ্য়াসেট বিরাট কোহলি, রোহিত শর্মা ও জসপ্রীত বুমরা।
আগামী ১৭ এপ্রিল প্রথমে ওয়াংখেড়েতে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে খেলতে নামবে সানরাইজার্স। এরপর নিজেদের ঘরের মাঠ রাজীব গাঁধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হতে চলেছে ২ দল। হায়দরাবাদের জার্সিতে গত কয়েক মরশুম ধরে খেলা নীতীশ বলছেন, ''জসপ্রীত বুমরা বিশ্বমানের বোলার। চ্যালেঞ্জ নিতে সবসময় ভাল লাগে। যদি আমি বুমরার বলে কিছু রানও করতে পারি, আমি খুব খুশি হব।''
মাত্র ২১ বছর বয়সেই ভারতীয় ক্রিকেটে ছাপ রেখেছেন নীতীশ রেড্ডি। তাঁর হার্ড হিটিং ক্ষমতা গত মরশুমেই কেকেআর মেন্টর গৌতম গম্ভীরের পচন্দ হয়েছিল। যার জন্য পরবর্তীতে ভারতীয় ক্রিকেট দলের কোচ হওয়ার পর গম্ভীর নিজেই রেড্ডিকে দলে নেওয়ার জন্য সওয়াল করেছিলেন। ডানহাতি তরুণ বলছেন, ''আমাদের প্রজন্মের ক্রিকেটাররা বিরাট কোহলি, রোহিত শর্মার মত কিংবদন্তিদের পেয়েছি পাশে। ওঁদের থেকে প্রতিমুহূর্তে শিখছি প্রচুর কিছু। জসপ্রীত বুমরার মত পেসার থেকে শুরু করে বিরাট ও রোহিতরা সবাই ভারতীয় ক্রিকেটের অ্য়াসেট।''
নীতীশ আরও বলেন, ''ধোনি ভাইয়ের থেকে আমি ওঁর ঠাণ্ডা মাথায় নেতৃত্ব দেওয়ার গুণে মুগ্ধ। আবার অন্যদিকে বিরাট ভাইয়ের আগ্রাসী মেজাজের আমি ভক্ত। রোহিত ভাইয়ের পুল শট খেলার দক্ষতা সম্পর্কে আমরা সবাই জানি।''
সূর্যকুমাররা রামমন্দির দর্শনে
লখনউয়ের একানা স্টেডিয়ামে খেলতে নামবে হার্দিক পাণ্ড্যর দল। তার আগে লখনউয়ের অযোধ্যার রামমন্দির দর্শনে গেলেন মুম্বই ইন্ডিয়ান্সের সূর্যকুমার যাদব, তিলক ভার্মা, দীপক চাহার, করণ শর্মারা। সঙ্গে ছিলেন সূর্যকুমার ও দীপকের স্ত্রীরাও। মুম্বই ইন্ডিয়ান্সের সোশ্যাল মিডিয়ায় বৃহস্পতিবার এই ছবিটি পোস্ট করা হয়েছে। পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স টুর্নামেন্টে নিজেদের প্রথম দুটো ম্য়াচ পরপর হারলেও কেকেআরের বিরুদ্ধে জয় ছিনিয়ে নিয়েছে ওয়াংখেড়ে স্টেডিয়ামে। সেই ম্য়াচে কলকাতার বিরুদ্ধে আট উইকেটে জয় ছিনিয়ে নিয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স। ১১৭ রান তাড়া করতে নেমেছিল মুম্বই। সেখানে ৯ বলে ঝোড়ো ২৭ রানের ইনিংস খেলেন সূর্যকুমার। তাঁর শটেই জয় ছিনিয়ে নেয় মুম্বই ইন্ডিয়ান্স।




















