Abhishek Sharma: বড় শর্মাজির জায়গায় এবার ছোট শর্মাজি? ওয়ান ডে স্কোয়াডে রোহিতের জুতোয় পা গলাচ্ছেন কে?
IND vs AUS ODI: বিরাট কোহলি ও রোহিত শর্মা এই দুই অভিজ্ঞ ব্যাটার টি-টোয়েন্টি থেকে ও টেস্ট থেকে অবসর নিয়ে নিয়েছেন। তাঁদের ওয়ান ডে কেরিয়ারও শেষের পথেই।

মুম্বই: কুড়ির ফর্ম্য়াটে দেশের জার্সিতে নিজের জায়গা পাকা করে নিয়েছেন। এশিয়া কাপে এখনও পর্যন্ত ভারতের জার্সিতে সর্বাধিক রানের মালিক। সবচেয়ে বেশি ছক্কাও হাঁকিয়েছেন এই টুর্নামেন্টের ইতিহাসে এক মরশুমে। কিন্তু এবার শুধু কুড়ির ফর্ম্য়াটে নয়, ওয়ান ডে ফর্ম্য়াটেও কি দেখা যাবে অভিষেক শর্মাকে? সম্ভাবনা অন্তত তেমনই। সেক্ষেত্রে রোহিত শর্মার জুতোয় পা গলাতে চলেছেন বাঁহাতি এই তারকা ব্যাটার।
চলতি এশিয়া কাপে দুর্দান্ত ছন্দে রয়েছেন অভিষেক। ৪ ম্য়াচে এখনও পর্যন্ত ১৭৩ রান করে ফেলেছেন। টুর্নামেন্টের সর্বাধিক রান সংগ্রাহকও এখনও পর্যন্ত তিনিই। টানা দুটো ম্য়াচে সুপার ফোরে অর্ধশতরানও পূরণ করেছেন। কিন্তু টি-টোয়েন্টিতে ধারাবাহিকভাবে ভাল খেললেও এখনও পর্যন্ত ওয়ান ডে ফর্ম্যাটে খেলার সুযোগ পাননি। তবে এবার সেই সুযোগ আসতে পারে।
বিরাট কোহলি ও রোহিত শর্মা এই দুই অভিজ্ঞ ব্যাটার টি-টোয়েন্টি থেকে ও টেস্ট থেকে অবসর নিয়ে নিয়েছেন। তাঁদের ওয়ান ডে কেরিয়ারও শেষের পথেই। এই পরিস্থিতিতে রোহিতের মত এক আক্রমণাত্মক ওপেনারের খোঁজ রয়েছে দলের। অভিষেকের থেকে সেরা বিকল্প হয়ত হতেই পারে না। টাইমস অফ ইন্ডিয়ায় প্রকাশিত খবর অনুযায়ী আসন্ন অস্ট্রেলিয়া সফরে অভিষেক শর্মাকে দলে যুক্ত করা হতে পারে।
আগামী অক্টোবর-নভেম্বরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিনটি ওয়ান ডে ও পাঁচটি টি-টোয়েন্টি খেলবে ভারত। অভিষেক যদি ওয়ান ডে স্কোয়াডেও ঢুকে পড়েন, তাহলে তাঁর অভিজ্ঞতাও এই ফর্ম্য়াটে ধীরে ধীরে বাড়বে। শুভমন এই মুহূর্তে ওয়ান ডে ফর্ম্য়াটে অটোমেটিক চয়েস ওপেনার। রোহিতের সঙ্গে তাঁকেই দেখা যাবে সিরিজে। কিন্তু রোহিত সরে গেলেই হয়ত হিটম্যানের জুতোয় পা গলিয়ে ফেলবেন অভিষেক। চলতি এশিয়া কাপেও অভিষেক ও গিল জুটিই ওপেনিংয়ে নামছেন। তবে এখানে প্রশ্ন উঠছে যদি অভিষেককে সুযোগ দেওয়া হয় তবে যশস্বী জয়সওয়ালের ক্ষেত্রে কি হবে।
ঘরোয়া ক্রিকেটে ৫০ ওভারের ফর্ম্যাটে দারুণ রেকর্ড রয়েছে অভিষেকের। এখনও পর্যন্ত ৬১টি লিস্ট এ ম্য়াচে ২০১৪ রান করেছেন। অন্য়দিকে জয়সওয়ালকে অল ফর্ম্য়াট প্লেয়ার মানা হয়। বিশেষজ্ঞরা মনে করছেন যে জয়সওয়ালের আরও সুযোগ পাওয়া উচিৎ ওয়ান ডে ফর্ম্য়াটে।
এছাড়াও ওয়ান ডে ফর্ম্যাটে ওপেনিং স্লটে লড়াইয়ে থাকবেন কে এল রাহুলও। এই পরিস্থিতিতে দৌড়ে থাকলেও প্রথম একাদশে অভিষেকের সুযোগ করে নিতে কিন্তু বেশ লড়াই করতে হবে।




















