Rohit Sharma: 'আবার এসে গিয়েছি', এশিয়া কাপের মাঝেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট অধিনায়ক রোহিত শর্মার
Indian Cricket Team: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ়ের মাধ্যমে রোহিত শর্মার ভারতীয় দলে প্রত্যাবর্তন ঘটবে বলে আশা করা হচ্ছে।

মুম্বই: বর্তমানে রমরমিয়ে চলছে এশিয়া কাপ। বুধবার আমিরশাহিকে দুরমুশ করে ভারতীয় দলের এশিয়া কাপ অভিযানও শুরু হয়ে গিয়েছে। তবে এই দলে রোহিত শর্মা (Rohit Sharma) নেই। এই এশিয়া কাপ টি-টোয়েন্টি ফর্ম্যাটে আয়োজিত হচ্ছে আর রোহিত গত বছরের বিশ্বকাপ জিতেই আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নিয়ে নিয়েছেন। সেই কারণেই মহাদেশের সেরা হওয়ার লড়াইয়ে নামেননি রোহিত। টেস্ট ও টি-টোয়েন্টি থেকে অবসরের পর রোহিতের ওয়ান ডে ভবিষ্য়ত নিয়েও প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে। তবে এশিয়া কাপের মাঝেই রোহিতের সোশ্যাল মিডিয়া পোস্ট ঘিরে হইচই।
বুধবার, ১০ সেপ্টেম্বর ভারতের এশিয়া কাপের প্রথম ম্যাচের দিন রোহিত সোশ্যাল মিডিয়ায় নিজের দুইটি ছবি পোস্ট করেছিলেন। সেখানে তাঁকে এক ছবিতে ফিটনেস ফিরে মাঠে দৌড়তে দেখা যাচ্ছে। পাশাপাশি আরেকটি ছবিতে হেলমেট মাথায় প্যাড পরতে দেখা যায় তাঁকে। বৃহস্পতিবার, রোহিত সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেন। সেখানে ভারতীয় দলের হেলমেট চাপিয়ে 'হিটম্যান'কে অনুশীলন সারতে দেখা যায়। ভিডিও-র শুরুতেই রোহিতকে বলতে শোনা যায়, 'আবার এসে গিয়েছি। এই অনুভূতিটা বেশ ভাল।'
ব্যাটিং অনুশীলনে রোহিতকে ট্রেডমার্ক পুল, হুক মারার পাশাপাশি জমাট ডিফেন্স করতেও দেখা যায়। এই ভিডিওর মাধ্যমে রোহিত নিজের কামব্যাকের প্রস্তুতি তো শুরু করে দিয়েছেন। অনেকের মতে রোহিত আবার এই ভিডিওতে নিজের দুই বাক্যের মাধ্যমেই তাঁর ভবিষ্যৎ নিয়ে সংশয় প্রকাশ করা ব্যক্তিদেরও জবাব দিয়েছেন।
View this post on Instagram
এশিয়া কাপের পর ভারতীয় দল ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে টেস্ট সিরিজ় খেলবে। তারপরে অক্টোবরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়। সেই সিরিজ়েই রোহিতদের আবার জাতীয় দলের জার্সি গায়ে দেখতে পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে। সেই সিরিজ়ের অপেক্ষায় প্রহর গুণছেন রোহিত-কোহলি প্রেমীরা। সেই সিরিজ়ের কথা মাথায় রেখেই রোহিত প্রস্তুতি শুরু করে দিয়েছেন।
তবে এই সিরিজ়ের আগে ভারত 'এ' দল অস্ট্রেলিয়া 'এ' দলের বিরুদ্ধে সেপ্টেম্বরের ৩০ থেকে অক্টোবরের ৫ তারিখ পর্যন্ত তিন ম্য়াচের সিরিজ় খেলবে। দীর্ঘদিন পেশাদার ক্রিকেটের বাইরে থাকা রোহিত ও কোহলিকে ম্যাচ ফিটনেস ফিরে পেতে এই সিরিজ়ে খেলতে দেখা যাবে বলে কোনও কোনও মহলে দাবি করা হচ্ছে। তবে যতক্ষণ না এই সিরিজ়ের দল ঘোষণা হচ্ছে, ততক্ষণ এই জল্পনার অবসান হবে না।




















