Rohit Sharma: আন্তর্জাতিক কামব্যাকপূর্বে অভূতপূর্ব বদল, এক, দুই নয়, ১০ কেজি ওজন ঝরিয়ে ফেলেছেন রোহিত শর্মা!
Indian Cricket Team: ১৯ অক্টোবর থেকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম্য়াচের ওয়ান ডে সিরিজ়ে রোহিত শর্মাকে ফের একবার জাতীয় দলের জার্সি গায়ে চাপিয়ে খেলতে দেখা যাবে বলে আশা করা হচ্ছে।

মুম্বই: সাম্প্রতিক অতীতে তাঁর ফিটনেস নিয়ে বারংবার প্রশ্ন উঠেছে। টি-টোয়েন্টি পর হালে টেস্ট থেকেও অবসর নেওয়ার পর রোহিত শর্মার (Rohit Sharma) এই বিষয়টি নিয়ে যে চর্চা আরও বাড়বে, তা অনেকেই মনে করছিলেন। তবে সমালোচকদের যোগ্য জবাব দিতে তৈরি 'হিটম্যান'ও। নিজের আন্তর্জাতিক কামব্যাকের আগেই তিনি এক, দুই নয় ১০ কেজি ওজন ঝরিয়ে ফেলেছেন।
সব ঠিকঠাক চললে পরের মাসে ১৯ অক্টোবর থেকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম্য়াচের ওয়ান ডে সিরিজ়ে রোহিত শর্মাকে ফের একবার জাতীয় দলের (Indian Cricket Team) জার্সি গায়ে চাপিয়ে খেলতে দেখা যাবে। সেই সিরিজ়ের আগে দীর্ঘ সময় মাঠের বাইরে রয়েছেন রোহিত। আইপিএলের পর থেকে কোনওরকম প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলেননি তিনি। ভারতের হয়ে সেই চ্যাম্পিয়ন্স ট্রফিতে তাঁকে শেষবার খেলতে দেখা গিয়েছিল। এমন পরিস্থিতিতে নিজের ম্য়াচ ফিটনেস ফিরে পেতে কিছুদিন আগেই বেঙ্গালুরুতে বিসিসিআইয়ের সেন্টার অফ এক্সিলেন্সে রোহিতকে ঘাম ঝরাতে দেখা গিয়েছিল।
এরই মাঝে ভারতের প্রাক্তন সহকারী কোচ তথা রোহিতের প্রাক্তন সতীর্থ, বন্ধু অভিষেক নায়ারের (Abhishek Nayar) সঙ্গেও ভারতীয় অধিনায়ককে জিমে ঘাম ঝরাতে দেখা গিয়েছিল। নায়ারের সঙ্গে একাধিক জিম সেশনের ছবি, ভিডিও ভাইরালও হয়েছিল। এবার সেই অভিষেক নায়ারের তরফেই রোহিতের কসরতের একটি ছবি পোস্ট করে লেখা হয়েছে, '১০০০০ গ্রাম পরেও আমরা পরিশ্রম চালিয়ে যাচ্ছি।'
Abhishek Nayar Instagram story with Rohit Sharma in gym session.💪❤️
— 𝐑𝐮𝐬𝐡𝐢𝐢𝐢⁴⁵ (@rushiii_12) September 24, 2025
bRO working hard on his fitness.🫡 pic.twitter.com/fYdeECYfTK
দুই ফর্ম্যাট থেকে অবসরের পর মাত্র এক ফর্ম্যাট খেলা রোহিতের ফিটনেস নিয়ে সংশয় ছিল। এরই মধ্যে আবার ভারতীয় ক্রিকেটে চালু হয়েছে ব্রঙ্কো টেস্ট। এই ফিটনেস পরীক্ষা যে বেশ কঠিন, তার পূর্বাভাস আগেভাগেই দিয়ে রেখেছিলেন এবি ডিভিলিয়ার্সের মতো প্রাক্তনীরা।
ভারত তথা বাংলার প্রাক্তন ক্রিকেটার মনোজ তিওয়ারি তো সম্প্রতি এক সাক্ষাৎকারে দাবিই করেছিলেন যে এই ব্রঙ্কো টেস্ট রোহিতদের মতো ক্রিকেটারদের বাদ দেওয়ার লক্ষ্য ২০২৭ বিশ্বকাপের আগে চালু করা হয়েছে। তাঁর দাবি অনুয়ায়ী ছিল রোহিত শর্মার মতো ক্রিকেটারদের দলের বাইরে জন্যই এই ফিটনেস পরীক্ষা চালু করা হচ্ছে। এই পরীক্ষা নিয়ে মনোজ বলেছিলেন, 'আমার মতে বিরাট কোহলিকে ২০২৭ সালের ক্রিকেট বিশ্বকাপ থেকে দূরে রাখাটা বেশ কঠিন হবে। তবে রোহিত শর্মাকে ওরা বিশ্বকাপের পরিকল্পনায় রাখবে কি না, সেই নিয়ে আমার যথেষ্ট সন্দেহ রয়েছে।'
তবে নিউ লুক রোহিত যে সকলকে নিজের ফিটনেসে চমকে দিচ্ছেন, তা কিন্তু বলাই বাহুল্য।
















