ODI World Cup 2023: ভারতের বোলিং আক্রমণই টুর্নামেন্টের সবথেকে শক্তিশালী, মত রিকি পন্টিংয়ের
Indian Cricket Team: ভারতীয় দল নিজেদের শেষ তিন ম্যাচে প্রতিপক্ষদের যথাক্রমে ১২৯, ৫৫ ও ৮৩ রানে অল আউট করেছে।
কলকাতা: রবিবাসরীয় ইডেনে চলতি বিশ্বকাপের (ODI World Cup 2023) দুই সবথেকে শক্তিশালী দল ভারত এবং দক্ষিণ আফ্রিকা (IND vs SA) একে অপরের মুখোমুখি হয়েছিল। মেগা টুর্নামেন্টের ফার্স্ট এবং সেকেন্ড বয়ের মধ্যে এক হাড্ডাহাড্ডি লড়াই দেখার আশায় ছিলেন ক্রিকেটপ্রেমীরা। তবে কোথায় কী! একপেশে এক ম্যাচে প্রোটিয়াদের উড়িয়ে দিয়ে ২৪৩ রানে জয় পায় টিম ইন্ডিয়া (Team India)। বিরাট কোহলির অনবদ্য শতরানের পর বল হাতে ঝড় তোলেন ভারতীয় বোলাররা। ৮৩ রানেই অল আউট হয় যায় দক্ষিণ আফ্রিকা।
ক্রিকেটের নন্দন কাননে রবীন্দ্র জাডেজা পাঁচটি উইকেট নেওয়ার পাশাপাশি দুইটি করে উইকেট নেন মহম্মদ শামি ও কুলদীপ যাদব।চলতি বিশ্বকাপে শামি ১৬টি, যশপ্রীত বুমরা ১৫টি ও জাডেজা ১৪টি উইকেট নিয়েছেন। কথায় আছে ব্যাটাররা ম্যাচ জেতান, কিন্তু বোলাররা টুর্নামেন্ট জেতান। ভারতীয় বোলিং আক্রমণও কিন্তু দলকে একের পর এক ম্যাচ জিতিয়েই যাচ্ছে। টিম ইন্ডিয়ার বোলিং আক্রমণকে টুর্নামেন্টের সেরা বোলিং আক্রমণের তকমা দিলেন বিশ্বজয়ী অধিনায়ক রিকি পন্টিং (Ricky Ponting)।
আইসিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে পন্টিং বলেন, 'আমরা এখনও পর্যন্ত টুর্নামেন্টে যতটুকু যা দেখেছি, তাতে ভারতীয় দলের বোলিং আক্রমণই নিঃসন্দেহে টুর্নামেন্টের সবথেকে সেরা। প্রতিপক্ষ দলগুলিকে বুমরা, সিরাজদের বিরুদ্ধে অনেক পর্যালোচনা করে মাঠে নামতে হবে যাতে শুরু থেকেই প্রতিপক্ষরা ওদের বিরুদ্ধে আগ্রাসীভাবে খেলতে পারে। কারণ তেমনটা করতে না পারলে কিন্তু স্পিনাররা ইনিংসের পরবর্তীতে বল হাতে দাপট দেখাতে শুরু করবে।'
ভারতীয় দল নিজেদের শেষ তিন ম্যাচে প্রতিপক্ষের ব্যাটারদের কার্যত দাঁড়াতেই দেননি। ইংল্যান্ডকে ১২৯, শ্রীলঙ্কাকে ৫৫ ও দক্ষিণ আফ্রিকাকে ৮৩ রানে অল আউট করেছে। টুর্নামেন্টে ভারতীয় বোলিং আক্রমণ যেন নিজেদের ফর্ম ধরে রাখতে পারে, এমন প্রত্যাশাই করবেন টিম ইন্ডিয়ার অনুরাগীরা।এরপর ভারতীয় দল রবিবার, ১২ নভেম্বর নেদারল্যান্ডসের মুখোমুখি হবে। সেই ম্যাচের আগে আজ, সোমবার, ৬ নভেম্বরই শহর ছেড়েছেন কোহলিরা।
প্রোটিয়া ম্যাচ শেষে কিন্তু ভারতীয় দল কলকাতাতেই ধুমধাম করে কোহলির জন্মদিনও পালন করেছে। বাইপাসের ধারে যে হোটেলে ছিলেন ভারতীয় ক্রিকেটারেরা, সেখানে রাতেই আনানো হয়েছিল কেক। সেই কেক কেটেই পালিত হল বিরাটের জন্মদিন। ভারতীয় শিবিরে খোঁজ নিয়ে জানা গেল, কোহলি কেক কেটেছেন। সতীর্থ ও দলের কোচিং স্টাফেরা মিলে গেয়েছেন বার্থ ডে ক্যারল। মোটের উপর আটে আট করে মাঠ এবং মাঠের বাইরে সবজায়গাতেই ভারতীয় দলে এখন খুশির হাওয়া।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
https://t.me/abpanandaofficial
আরও পড়ুন: 'বিন্দুমাত্র অবাক হইনি', ম্যাচের আগে কোহলিকে দেখেই বড় ইনিংসের পূর্বাভাস পেয়েছিলেন ডি ভিলিয়ার্স