Indian Cricket Team: মহম্মদ শামি, সূর্যকুমারের চোট নিয়ে উদ্বেগ, কবে মাঠে ফিরবেন ভারতের দুই তারকা ক্রিকেটার?
Team India: গত বছরের বিশ্বকাপের পর আর মাঠে নামেননি শামি। ভারতীয় দলের হয়ে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে গোড়ালিচে চোট পান সূর্যকুমার যাদব।
নয়াদিল্লি: সদ্যই আফগানিস্তানের বিরুদ্ধে আসন্ন তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ়ের জন্য দল ঘোষণা করেছে বিসিসিআই। সেই দলে সূর্যকুমার যাদব (Suryakumar Yadav) এবং মহম্মদ শামি (Mohammed Shami) নেই। দুই তারকা ক্রিকেটারই চোটের কবলে। সেই কারণেই তাঁরা আফগানদের বিরুদ্ধে ভারতীয় দলের (Indian Cricket Team) জার্সি গায়ে মাঠে নামতে পারবেন না। শুধু আফগানদের বিরুদ্ধে সিরিজ়ই নয় ভারতীয় সমর্থকদের এই দুই তারকাকে ২২ গজে দেখার জন্য কিন্তু আরও খানিকটা অপেক্ষা করতে হবে বলেই মনে করা হচ্ছে।
শামি বিশ্বকাপের পর থেকে আর ভারতের হয়ে খেলেনইনি। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজ়ের জন্য শামিকে দলে নেওয়া হলেও, তিনি বিসিসিআইয়ের থেকে ফিটনেস ক্লিয়ারেন্স না পাওয়ায় সিরিজ় থেকে সরে দাঁড়াতে বাধ্য হন। শামি নিজের চোট সারানোর জন্য জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে রিহ্যাব চালাবেন। তবে খবর অনুযায়ী, তিনি এনসিএ-তে এখনও বোলিং করা শুরুই করেননি। যা শোনা যাচ্ছে তাতে শামি ইংল্যান্ডের বিরুদ্ধে অন্তত প্রথম দুই টেস্টে খেলতে পারবেন না।
শামির ফিটনেস প্রসঙ্গে এক সূত্র মারফত বলেন, 'শামি তো বল করাই চালু করেননি। ওঁকে আগে এনসিএ-তে গিয়ে নিজের ফিটনেস প্রমাণ করতে হবে। ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম দুই টেস্টে ওঁর খেলা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে।'
অপরদিকে, বিশ্বের এক নম্বর টি-টোয়েন্টি ব্যাটার সূর্যকুমার যাদব দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ়ের তৃতীয় ম্যাচে গোড়ালিতে চোট পান। তাঁর গোড়ালি মুচকে যায়। অপরদিকে তাঁকে বহুদিন ধরেই হার্নিয়ার সমস্যাও ভোগাচ্ছে। উপরন্তু এই নতুন চোটের জেরে সূর্যকে দুই মাস পর্যন্ত মাঠের বাইরে থাকতে হতে পারে। সূর্য শীঘ্রই নিজের হার্নিয়া সারানোর উদ্দেশ্যে মিউনিখে উড়ে যাবেন বলে খবর। তবে আইপিএলের সময় তিনি ফিট হয়ে যাবেন বলে আশা করাই যায়।
'স্কাই সম্প্রতি স্পোর্টস হার্নিয়ায় আক্রান্ত হন। বর্তমানে ও বেঙ্গালুরুতে এনসিএ-তে রয়েছে। দিন দুই-তিনেকের মধ্যে ওঁ জার্মানির মিউনিখে এর চিকিৎসার জন্য উড়ে যাবেন। ও মুম্বইয়ের হয়ে এবারের রঞ্জি ট্রফিতে খেলতে পারবেনই না। পাশাপাশি আইপিএলের শুরুর দিকের কয়েকটা ম্যাচে ওঁ খেলতে নাও পারে। জুনে টি-টোয়েন্টি বিশ্বকাপ। তার আগে ওঁর ফিট হওয়ার জন্য যতটা সময়ের প্রয়োজন, ওঁকে ততটা সময় দেওয়া হবে।'
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে
আরও পড়ুন: ৫৬ বলে শতরান হাঁকিয়ে ইতিহাসের পাতায় নাম লেখালেন রিয়ান পরাগ, তাও ১০ উইকেটে হারল অসম