Suryakumar Yadav: দক্ষিণ আফ্রিকা সিরিজের আগে বিরাট পদক্ষেপ সূর্যকুমারের, মুম্বইয়ের হয়ে খেলবেন এই টুর্নামেন্ট!
Indian Cricket Team: আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের জার্সিতে দুরন্ত ছন্দে ছিলেন। তবে আন্তর্জাতিক ক্রিকেটে টি-২০-তে সূর্যকুমারের সময় ভাল যাচ্ছে না।

মুম্বই: তিনি টি-২০ ক্রিকেটে বিশ্বের অন্যতম সেরা ব্যাটার। উইকেটের চারধারে শট খেলতে পারেন বলে তাঁর নামই হয়ে গিয়েছে নতুন মিস্টার থ্রি সিক্সটি ডিগ্রি। সেই সূর্যকুমার যাদব টি-২০ ক্রিকেটে ভারতীয় দলের অধিনায়কও। সামনেই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দেশের মাটিতে টি-২০ সিরিজ। তার আগে বিরাট পদক্ষেপ নিলেন ভারতীয় দলের অধিনায়ক।
সদ্য তাঁর নেতৃত্বে এশিয়া কাপ টি-২০ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে ভারত। তবে ব্যাটে খুব একটা সফল হননি স্কাই। সামনের বছর দেশের মাটিতে টি-২০ বিশ্বকাপ। ভারতের সামনে আবার খেতাব রক্ষা করার লড়াই। ২০২৪ সালে রোহিত শর্মার নেতৃত্বে টি-২০ বিশ্বকাপ জিতেছিল ভারত। এবার সেই মুকুট ধরে রাখার জন্য নামবে টিম ইন্ডিয়া। আর রোহিত শর্মার টি-২০ থেকে অবসরের পর যাঁর কাঁধে নেতৃত্বের গুরুভার, সেই সূর্যকুমারও প্রমাণ করতে মরিয়া।
তাই প্রস্তুতিতে কোনও ফাঁক রাখতে চান না তিনি। এশিয়া কাপে নিজে বড় রান পাননি। ৯ ডিসেম্বর থেকে দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-২০ সিরিজ। তার আগে ঘরোয়া ক্রিকেটে দেখা যাবে স্কাইকে। মুম্বইয়ের হয়ে সৈয়দ মুস্তাক আলি টি-২০ টুর্নামেন্টে খেলবেন তিনি। শুক্রবার মুম্বই দল ঘোষণা করা হয়েছে। সেখানে অজিঙ্ক রাহানে, শিবম দুবে, আয়ূষ মাত্রে, সরফরাজ খানদের পাশাপাশি রাখা হয়েছে সূর্যকুমারকে।
আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের জার্সিতে দুরন্ত ছন্দে ছিলেন। তবে আন্তর্জাতিক ক্রিকেটে টি-২০-তে সূর্যকুমারের সময় ভাল যাচ্ছে না। ২০২৫ সালে ১৫ ইনিংসে মাত্র ১৮৪ রান করেছেন। ১৫.৩৩ গড়ে। নিজে ছন্দে ফিরতে তাই মরিয়া সূর্যকুমার।
গত বছর টি-২০ বিশ্বকাপের পর সূর্যকুমার যাদবের হাতে নেতৃত্বভার তুলে দেওয়া হয় এই ফর্ম্যাটে। সেই সময় সম্ভাবনা ছিল যে, হার্দিক পাণ্ড্যকে হয়তো এই ফর্ম্য়াটে অধিনায়ক করা হবে। কিন্তু সবাইকে চমকে সূর্যকে দায়িত্ব দেওয়া হয়। এই ফর্ম্য়াটে নেতৃত্বভার পাওয়ার পর যদিও দলকে সাফল্য এনে দিয়েছেন স্কাই। এশিয়া কাপ টি-টোয়েন্টিতে সূর্যর নেতৃত্বেই জয় ছিনিয়ে নেয় ভারতীয় ক্রিকেট দল। কিন্তু গত এক বছরে একেবারেই পারফর্ম করতে পারছেন না সূর্য। ব্যাট হাতে রান পাচ্ছেন না কোনও সিরিজেই। এই পরিস্থিতিতে নেতৃত্বভার কি হারাতে চলেছেন ডানহাতি ব্যাটার? এছাড়া দুটো ফর্ম্য়াটে যেখানে শুভমন গিল নেতৃত্বে, তাহলে কি কুড়ির ফর্ম্যাটও গিলের কাঁধেই নেতৃত্বভার তুলে দেওয়া হবে দ্রুত? জল্পনা তুঙ্গে।
সূর্যকুমার নিজে অবশ্য বলেছেন, ''মাঠে ও মাঠের বাইরে আমার ও গিলের সম্পর্ক দারুণ। ওকে খুব ভাল করে চিনি। দারুণ মানুষ। ক্রিকেটার হিসেবে ও অধিনায়ক হিসেবে যে সাফল্য পাচ্ছে ও, তাতে আমি বেজায় খুশি। আমি নিজে পরিশ্রম করতে চাই। নিজের দায়িত্ব সঠিকভাবে পালন করতে চাই। অন্য় কিছু নিয়ে ভেবে আমার কিছু হবে না। তাই নেতৃত্ব হারানোর কোনও ভয় আমার মধ্যে কাজ করে না।''




















