Indian Cricket Team: স্মরণীয় ইংল্যান্ড সিরিজ়ের পর ঘরের মাঠে প্রতিপক্ষ ইংল্যান্ড, কবে হবে দল ঘোষণা? ফিরবেন শ্রেয়স?
IND vs WI: ২ অক্টোবর থেকে ভারত এবং ওয়েস্ট ইন্ডিজ় দুই টেস্ট ম্যাচে একে অপরের মুখোমুখি হতে চলেছে।

মুম্বই: বর্তমানে রমরমিয়ে চলছে এশিয়া কাপের মহারণ। আজ রাতেই মরুদেশে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান একে অপরের মুখোমুখি হয়েছে। তবে এশিয়া কাপের পরেও কিন্তু ভারতীয় ক্রিকেটারদের বিশ্রামের জো নেই। এশিয়া কাপ শেষ হওয়ার দিনকয়েকের মধ্যে টি-টোয়েন্টি থেকে একেবারে টেস্ট ক্রিকেট খেলতে নামবে টিম ইন্ডিয়া (Indian Cricket Team)। ঘরের মাঠে ভারতীয় দলের প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ় (IND vs WI)। সেই সিরিজ়ের জন্য কবে দল ঘোষণা করা হবে?
রিপোর্ট অনুযায়ী বোর্ড দেবজিৎ সাইকিয়া (Devajit Saikia) জানিয়ে দিয়েছেন ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ়ের জন্য ভারতীয় দলের ঘোষণা আগামী মঙ্গল বা বুধবার হবে। তিনি বলেন, 'ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ়ের জন্য ভারতীয় দলের ঘোষণা ২৩ বা ২৪ সেপ্টেম্বর হবে। অনলাইনে এই নির্বাচন প্রক্রিয়াটি সম্পন্ন হবে।' দুই টেস্ট সিরিজ়ের প্রথম ম্যাচটি খেলা হবে আমদাবাদে। ২ অক্টোবর থেকে সেই ম্যাচ শুরু হবে। ১০ অক্টোবর নয়াদিল্লিতে সিরিজ়ের দ্বিতীয় তথা অন্তিম ম্যাচটি খেলা হবে।
ইংল্যান্ডের বিরুদ্ধে তাদেরই ঘরের মাঠে প্রথমবার টেস্ট অধিনায়কের দায়িত্ব নিয়ে শুভমন গিল কিন্তু বেশ প্রভাবিত করেছিলেন। ইংরেজদের বিরুদ্ধে দুই পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ় ২-২ ড্র করেছিল ভারতীয় দল। তার পরের সিরিজ়ে টিম ইন্ডিয়া কেমন পারফর্ম করে সেইদিকে সকলের নজর থাকবে। পাশাপাশি ইংল্যান্ড সিরিজ়ে চোট পাওয়া ঋষভ পন্থ এই সিরিজ়ে ফিট হয়ে ফিরতে পারেন কি না, শ্রেয়স আইয়ার দলে ফিরবেন কি না, না না বিষয় নিয়ে প্রশ্নচিহ্ন রয়েছে। তাই এই সিরিজ়ের দল নির্বাচনের দিকে অনেকেরই নজর থাকবে।
এই সিরিজ ভারতীয় দল এই সিরিজ়ের জন্য এখনও দল ঘোষণা না করলেও, ওয়েস্ট ইন্ডিজ় কিন্তু তাঁদের দল ঘোষণা করে দিয়েছে। প্রসঙ্গত, আজ আবার ভারতীয় বোর্ডের বিভিন্ন পদে নির্বাচনের জন্য নমিনেশন জমা দেওয়ার দিন ছিল। খবর অনুযায়ী, বিসিসিআইয়ের নতুন সভাপতি হওয়ার দৌড়ে সবার আগে না কি এখন মিঠুন মানহাস (Mithun Manhas)। হ্যাঁ, নামটিও সবার কাছে সেই অর্থে পরিচিত নয়। দিল্লির জার্সিতে ঘরোয়া ক্রিকেটে নেতৃত্বভার সামলেছেন। জম্মু কাশ্মীর ক্রিকেটের দায়িত্বে রয়েছেন বর্তমান সময়ে। বিসিসিআই (BCCI) সূত্রে খবর, গত শনিবার অর্থাৎ ২০ সেপ্টেম্বরই না কি মোটামুটি মিঠুনের নাম পাকা হয়ে গিয়েছে। অফিশিয়াল বিবৃতি আগামী ২৮ সেপ্টেম্বর বোর্ডের এজিএম অর্থাৎ বার্ষিক সাধারণ সভায় ঘোষণা করা হবে।




















