Indian Cricket Team: কেকেআর, মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে জিতেছেন আইপিএল, ৩৬ বছর বয়সেই অবসর নিলেন বিশ্বজয়ী ভারতীয় তারকা
Piyush Chawla: ভারতের হয়ে তিন ফর্ম্যাটে মোট ৩৫টি ম্যাচ খেলে ৪৩টি উইকেট নিয়েছেন সদ্য অবসর নেওয়া তারকা ক্রিকেটার।

নয়াদিল্লি: ভারতের (Indian Cricket Team) হয়ে ২০০৭ সালের টি-টোয়েন্টি ও ২০১১ সালের ওয়ান ডে, উভয় বিশ্বকাপেরই অংশ ছিলেন তিনি। তাঁর সিভিতে রয়েছে কলকাতা নাইট রাইডার্স, মুম্বই ইন্ডিয়ান্সের মতো ফ্র্যাঞ্চাইজির হয়ে একাধিক আইপিএল জয়ের কৃতিত্ব। সেই ক্রিকেটারই ৩৬ বছর বয়সে সব ধরনের ক্রিকেট থেকে অবসর নিলেন।
কে তিনি? তিনি আর কেউ নন, তারকা লেগ স্পিনার পীযূষ চাওলা (Piyush Chawla)। ভারতের হয়ে তিনটি টেস্ট, ২৫টি ওয়ান ডে এবং সাতটি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন পীযূষ। সব মিলিয়ে মোট ৪৩টি উইকেট নিয়েছেন তিনি। টিম ইন্ডিয়ার হয়ে মাত্র ১৭ বছর ৭৫ দিনে টেস্ট অভিষেক ঘটান উত্তরপ্রদেশের ক্রিকেটার। ভারতীয় দলের হয়ে ২০১২ সালের পর থেকে আর সুযোগ পাননি তিনি। তবে পেশাদার ক্রিকেটে কিন্তু চাহালের ১০০০-র অধিক উইকেট রয়েছে। আইপিএলে তৃতীয় সর্বোচ্চ ১৯২টি উইকেট নিয়েছেন তিনি। তবে আর নয়, পেশাদার ক্রিকেট থেকে এবার অবসর নিলেন তিনি।
সোশ্যাল মিডিয়ায় নিজের অবসরের কথা ঘোষণা করে পীযূষ চাওলা লেখেন, 'দুই দশকেরও বেশি সময় মাঠে কাটানোর পর এই সুন্দর খেলাটিকে বিদায় জানানোর সময় এসেছে। ভারতের হয়ে শীর্ষ স্তরে প্রতিনিধিত্ব করা থেকে ২০০৭ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ ও ২০১১ সালের বিশ্বকাপজয়ী দলের অংশ হওয়া, গোটা সফরটাই স্বপ্নের মতো ছিল। এই স্মৃতিগুলি আজীবন আমার মনে থাকবে।'
View this post on Instagram
এরপরেই নিজের কোচেদের ধন্য়বাদ দেন পীযূষ। যে চার আইপিএল ফ্র্যাঞ্চাইজির হয়ে তিনি প্রতিনিধিত্ব করেছেন, সেই সকল ফ্র্যাঞ্চাইজিকে তাঁর ওপর আস্থা রাখার জন্য, ভরসা করার জন্য কৃতজ্ঞতা জানান পীযূষ। আইপিএলের অধ্যায়টাকে বিশেষ আনন্দের ছিল বলে জানান পীযূষ চাওলা। তিনি আরও যোগ করেন, 'আজকের দিনটা আমার কাছে অত্যন্ত আবেগের কারণ আজ আমি সব ধরনের ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিচ্ছি।'
পীযূষ ২০২৪ সালের নভেম্বরে নিজের শেষ পেশাদার ম্যাচ খেলেন। সৈয়দ মুস্তাক আলিতে উত্তরপ্রদেশের হয়ে মাঠে নেমে সেই ম্যাচেও তিনি বেশ নজরকাড়া পারফরম্যান্স করেন। ১২ রানের বিনিময়ে চার উইকেট নিয়েছিলেন পীযূষ। তবে এবার আর নয়। ক্রিকেটার হিসাবে বুটজোড়া তুলে রাখলেন তিনি। অবশ্য ইতিমধ্যেই ধারাভাষ্য বক্সে নিজের দ্বিতীয় ইনিংস শুরু করে দিয়েছেন তিনি। সেই ভূমিকাতেই অবশ্য তাঁকে আরও বেশি করে দেখা যাবে।




















