Watch: প্রথম বলেই ছক্কা মারার আব্দার, রোহিতের জবাব ঝড় তুলল সোশ্যাল মিডিয়ায়
Rohit Sharma: সামনেই নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ। ভারতের জাতীয় দল যখন বাংলাদেশের বিরুদ্ধে টি-২০ সিরিজ খেলতে ব্যস্ত, তখন অনুশীলন শুরু করে দিয়েছেন রোহিত শর্মা।
মুম্বই: সামনেই নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ। ভারতের জাতীয় দল যখন বাংলাদেশের বিরুদ্ধে টি-২০ সিরিজ খেলতে ব্যস্ত, তখন অনুশীলন শুরু করে দিয়েছেন রোহিত শর্মা (Rohit Sharma)। যিনি আন্তর্জাতিক টি-২০ থেকে অবসর নেওয়ার জন্য বাংলাদেশের বিরুদ্ধে সিরিজ খেলছেন না। তবে নিউজ়িল্যান্ড সিরিজের জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছেন হিটম্যান।
আর তার মাঝেই ভাইরাল হল একটি ঘটনার ভিডিও। নেটে রোহিতকে মজা করে বলা হয়, প্রথম বলেই ছক্কা মেরে তিনি অনুশীলন শুরু করতে পারবেন কি না। রোহিত জবাবও দেন মনে রাখার মতো। হাসিতে ফেটে পড়ছেন নেটিজেনরা।
১৬ অক্টোবর থেকে নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ভারতের প্রথম টেস্ট ম্যাচ শুরু হচ্ছে। তার আগে নেটে ব্যাটিং শুরু করে দিয়েছেন রোহিত। সম্প্রতি বাংলাদেশের বিরুদ্ধে কানপুর টেস্টে হইচই ফেলে দিয়েছিলেন হিটম্যান। ইনিংসের প্রথম দুই বলে পরপর দুই ছক্কা মেরে দিয়েছিলেন। ভারত যে বৃষ্টিতে প্রায় আড়াই দিন নষ্ট হওয়ার পরেও সরাসরি জয়ের জন্য ঝাঁপাতে চায়, সেখান থেকেই তা স্পষ্ট হয়ে যায়।
সেই কারণেই রোহিতকে নেটে ব্যাট করতে ঢোকার সঙ্গে সঙ্গেই শুনতে হল আব্দার - প্রথম বলেই কি ছক্কা মারতে পারবে? যদিও রোহিত সেই আব্দারে অবাক হয়ে যান। মজা করে, খানিকটা গলা তুলে বলেন, 'আরে পাগল হয়ে গেলি নাকি!'
গোটা ঘটনার ভিডিও পরে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা হয়। মুহূর্তের মধ্যে তা ভাইরাল হয়ে যায়।
View this post on Instagram
এর মাঝেই একটি খবর নিয়ে চর্চা শুরু হয়েছে। বছরের শেষে অস্ট্রেলিয়া সফরে যাচ্ছে ভারত। সেখানে স্টিভ স্মিথ, প্যাট কামিন্সদের বিরুদ্ধে পাঁচটি টেস্ট ম্যাচ খেলবে ভারত। শোনা যাচ্ছে, ২২ নভেম্বর থেকে পারথে শুরু হতে চলা বর্ডার গাওস্কর ট্রফির (Border-Gavaskar Trophy) প্রথম ম্যাচে রোহিত খেলবেন না। কারও কারও দাবি, তিনি ইতিমধ্যেই ভারতীয় ক্রিকেট বোর্ড ও জাতীয় দলের নির্বাচকদের বিষয়টি প্রাথমিকভাবে জানিয়ে দিয়েছেন। কী কারণে রোহিত অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্টে খেলবেন না? শোনা যাচ্ছে ভারতীয় অধিনায়কের কিছু ব্যক্তিগত কারণে ছুটি চেয়েছেন। ভারতীয় বোর্ডের তরফে অবশ্য আনুষ্ঠানিকভাবে এখনও এ ব্যাপারে কিছু জানানো হয়নি।
আরও পড়ুন: সাহসী, নির্ভীক ক্রিকেটেই ভারতে সাফল্যের চাবিকাঠি, দাবি কিউয়ি অধিনায়ক টম ল্যাথামের
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।