Shardul Thakur: দীর্ঘদিনের চোট সারাতে অবশেষে বাধ্য হয়েই অস্ত্রোপ্রচার সারলেন শার্দুল ঠাকুর
Shardul Thakur Injury: বছরের শুরুর দিকে দক্ষিণ আফ্রিকা সফরে চোট লাগলেও, শার্দুল সেই নিয়েই খেলা চালিয়ে যাচ্ছিলেন এতদিন।
নয়াদিল্লি: বছরের শুরুর দিকে সেই দক্ষিণ আফ্রিকা সফরে চোটের কবলে পড়েছিলেন। এতদিনে সেই চোট সারাতে অস্ত্রোপ্রচার সম্পন্ন হল শার্দুল ঠাকুরের (Shardul Thakur)। ভারতীয় দলের তারকা ক্রিকেটার নিজেই নিজের অস্ত্রোপ্রচারের কথা জানান।
লন্ডনে শার্দুলের অস্ত্রোপ্রচার করা হয়েছে। সোশ্যাল মিডিয়ায় সফল অস্ত্রোপ্রচারের খবর জানিয়ে শার্দুল লেখেন, 'সফলভাবে অস্ত্রোপ্রচার সম্পন্ন হয়েছে। এবার ২০২৪ সালের জুন বনাম ২০১৯ সালের মে।' শার্দুলের পোস্টের শেষে এই সময়টা বেশ তাৎপর্যপূর্ণ। কারণ এর আগে ২০১৯ সালেই শার্দুল আরও একবার ছুড়ি কাঁচির নীচে গিয়েছিলেন। এবারের মতো সেইবারও পায়ের পাতাতেই অস্ত্রোপ্রচার হয়েছিল তাঁর।
View this post on Instagram
বছরের শুরুর দিকে দক্ষিণ আফ্রিকা সফরে চোট লাগলেও, শার্দুল সেই নিয়েই খেলা চালিয়ে যাচ্ছিলেন এতদিন। মুম্বইয়ের হয়ে রঞ্জি ট্রফি জয়ী দলের অংশও ছিলেন তিনি। আইপিএলও খেলেন তারকা ক্রিকেটার। তবে এই চোট নিয়ে খেলা চালিয়ে যাচ্ছিলেন বলে, তাঁকে যেন ম্যাচের মাঝে বাড়তি বিরতি দেওয়া হয়, সেই অনুরোধ করেছিলন শার্দুল। সেই মতোই শার্দুলকে বিরতিও দেওয়া হয়েছিল।
তবে আর খেলা চালিয়ে যাওয়া সম্ভব হচ্ছিল না। তাই বাধ্য হয়েই এবার শার্দুলকে অস্ত্রোপ্রচার করাতে হল। এই অস্ত্রোপ্রচার থেকে সুস্থ হয়ে মাঠে ফিরতে তাঁর মাস তিনেক সময় লাগবে বলেই মনে করা হচ্ছে। ৩২ বছর বয়সি তারকা এর জেরেই ভারতের বিশ্বকাপ দলেরও অংশ হওয়ার দৌড়েও ছিলেন না। শার্দুল এবার কবে মাঠে ফেরেন, সেইদিকেই নজর রাখবেন ভারতীয় সমর্থকরা।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: টি-২০ বিশ্বকাপের মাঝে ফিট থাকা নিয়েই চিন্তায় রোহিতরা, করতে হচ্ছে বাড়তি খরচও!