Tilak Verma: কাউন্টি চ্যাম্পিয়নশিপে অভিষেকেই সেঞ্চুরি হাঁকালেন তিলক বর্মা
Tilak Verma Update: ৩৪ রানের বিনিময়ে ২ উইকেট হারিয়ে বসেছিল হ্যাম্পশায়ার। সেখান থেকেই চার নম্বরে ব্যাটিং করতে নেমে দলের হাল ধরেন তিলক। স্কট মিডলটনের সঙ্গে জুটি বাঁধেন তিলক।

লন্ডন: কাউন্টি অভিষেকেই সেঞ্চুরি হাঁকালেন তিলক বর্মা। হ্যাম্পশায়ারের জার্সিতে খেলতে নেমেছিলেন এসেক্সের বিরুদ্ধে। কাউন্টি চ্যাম্পিয়নশিপের অভিষেকেই শতরান পূরণ করে ফেললেন চেমশফোর্ডে। দ্বিতীয় দিনে ২৩৪ বলে ৯৮ রানের ইনিংস খেলে অপরাজিত ছিলেন। তৃতীয় দিনে শতরান পূরণ করলেন তিলক।
৩৪ রানের বিনিময়ে ২ উইকেট হারিয়ে বসেছিল হ্যাম্পশায়ার। সেখান থেকেই চার নম্বরে ব্যাটিং করতে নেমে দলের হাল ধরেন তিলক। স্কট মিডলটনের সঙ্গে জুটি বাঁধেন তিলক। তৃতীয় উইকেটে ৬২ রান পার্টনারশিপে গড়েন। ৬১ রান করে মিডলটন আউট হলেও তিলক সেঞ্চুরি পূরণ করেন। সিমন হার্মারের বলে ডিন এলগারের হাতে ক্যাচ দিয়ে তিলক যখন ফিরছেন তখন তাঁর নাম ১০০ রান। ২৪১ বলে ১১টি বাউন্ডারি ও ৩টি ছক্কা হাঁকান।
দেশের জার্সিতে ২৫টি ওয়ান ডে ম্য়াচ ও ৪টি টি-টোয়েন্টি ম্য়াচ খেলেছেন ভারত। এবার কাউন্টি চ্যাম্পিয়নশিপে শতরান হাঁকিয়ে টেস্ট স্কোয়াডে নিজের জায়গা পাকা করার লড়াই করছেন তিলক। ১৮টি প্রথম শ্রণির ম্য়াচে ১২০৪ রান করেছেন তিলক। গড় ছিল ৫০।
এসেক্সের বিরুদ্ধে খেলা ছাড়াও তিলক খেলতে নামবেন ওরকেস্টারশায়ার, নটিংহ্যামশায়ারের বিরুদ্ধও। আগামী ১ আগস্ট বা তার আগেই নিজের প্রথম কাউন্টি খেলার জন্য ইংল্যান্ড সফর শেষ করবেন তিলক।
হ্যাম্পশায়ারের ডিরেক্টর অফ ক্রিকেট জাইলস হোয়াইট জানিয়েছেন, ''তিলক একজন অসাধারণ প্রতিভা। ইতিমধ্য়েই আন্তর্জাতিক ক্রিকেটে ও আইপিএলের মঞ্চে প্রভাব ফেলেছে ও। আমরা তাকিয়ে আছি যে এই গ্রীষ্মে হ্যাম্পাশায়ারের জার্সিতে কী করতে পারে ও, তা দেখার জন্য।'' এখনও পর্যন্ত ৭ ম্য়াচে ৮২ পয়েন্ট ঝুলিতে পুরে নিয়েছে হ্যাম্পশায়ার। তারা দুটো জিতেছে, দুটো ম্য়াচ হেরেছে। তিনটি ম্য়াচ ড্র হয়েছে।
কালো আর্মব্যান্ড পরে মাঠে নামলেন ভারত-ইংল্য়ান্ড দু দলের ক্রিকেটাররা
আপাতত ইংল্যান্ডের মাটিতেই ভারতীয় দল টেস্ট ম্যাচ খেলছে। সেই ইংল্যান্ডের মাটিতেই সোমবার প্রয়াত হয়েছেন এক প্রাক্তন ভারতীয় ক্রিকেটার। তিনি দিলীপ দোশি। তারকা স্পিনারের মৃত্যুতে শোকজ্ঞাপন করতে এবং তাঁকে শ্রদ্ধার্ঘ্য় জানাতেই আজ দুই দলই মাঠে কালো আর্মব্যান্ড পরে মাঠে নেমেছে। ভারতীয় বোর্ডের তরফে এই বিষয়ে সোশ্যাল মিডিয়ায় এক বিবৃতিতে জানানো হয়, 'দুই দলই প্রাক্তন ভারতীয় ক্রিকেটার দিলীপ দোশি (Dilip Doshi), যিনি সোমবার প্রয়াত হয়েছেন, তাঁর স্মৃতিতে কালো আর্মব্যান্ড পরেছে। দুই দলই পঞ্চম দিনের খেলা শুরুর আগে এক মিনিটের নীরবতাও পালন করে।'




















