Gautam Gambhir: পহেলগাঁও হামলার আবহেই 'হুমকি মেল', তড়িঘড়ি মামলা দায়ের করলেন ভারতীয় কোচ গৌতম গম্ভীর
Gambhir receives threat: 'আইএসআইএস কাশ্মীর'-র তরফে গৌতম গম্ভীরকে এই হুমকিমূলক বার্তা পাঠানো হয়েছে।

নয়াদিল্লি: দিন কয়েক আগেই কাশ্মীরের পহেলগাঁও হামলায় কেঁপে গিয়েছে গোটা দেশ। চারিদিকে শোরগোল। এরই মাঝেই মেলের মাধ্যমে জীবননাশের হুমকি পেলেন বর্তমান ভারতীয় ক্রিকেট দলের কোচ তথা প্রাক্তন বিজেপি সাংসদ গৌতম গম্ভীর (Gautam Gambhir)।
ভারতীয় কোচ গম্ভীরকে মেল মারফত একাধিক হুমকিমূলক বার্তা পাঠানো হয়েছে। এই ঘটনার পরেই তড়িঘড়ি পুলিশে গম্ভীরের প্রতিনিধির তরফে অভিযোগ জানানো হয়। 'আইএসআইএস কাশ্মীর'-র তরফে গম্ভীরকে এই হুমকিমূলক বার্তা পাঠানো হয়েছে বলে খবর। বুধবার দিনই উক্ত হুমকিমূলক বার্তার ছবিসহ মেল মারফত দিল্লি পুলিশকে অভিযোগ জানানো হয়েছে। গম্ভীর এবং তাঁর পরিবারের সুরক্ষা যত দ্রুত সম্ভব সুনিশ্চিত করার জন্য পুলিশকে অনুরোধও করা হয়েছে।
২২ এপ্রিল, মঙ্গলবার, বিকেল ও সন্ধে বেলায় গম্ভীর দুইটি হুমকিমূলক মেল পান। তাতে ইংরেজিতে লেখা, 'আইকিলইউ' অর্থাৎ 'তোমায় আমি মেরে ফেলব'। সদ্যই জঙ্গি নাশকতায় রক্তাক্ত হয়েছে ভূস্বর্গ। তারপরেই গোটা দেশেই নিরাপত্তা আঁটসাট করা হয়েছে। এরই মাঝেই দেশের শীর্ষস্তরের এক ব্যক্তিত্বের এহেন হুমকিমূলক বার্তা পাওয়া যে স্বাভাবিকভাবেই উদ্বেগ আরও বাড়াচ্ছে, তা বলাই বাহুল্য। বর্তমান পরিস্থিতিতে যে ধরনের হুমকি দেওয়া হয়েছে তাতে দিল্লি পুলিশ নিঃসন্দেহেই কোনরকম ঝুঁকি নিতে চাইবে না। দ্রুত পুলিশেরর তরফে গভীরে তদন্তসহ যা যা করণীয়, সেইসব পদক্ষেপ নেওয়া হবে আশা করা যায়।
তবে গম্ভীর কিন্তু এমন ধরনের হুমকিমূলক বার্তা যে এই প্রথমবার পেলেন, তেমনটা নয়। ২০২১ সালের নভেম্বের মাসে বিজেপির সাংসদ থাকাকালীনও গম্ভীরকে এমন হুমকিবার্তা পাঠানো হয়েছিল। এবার ফের তিনি হুমকির মুখে পড়লেন। প্রসঙ্গত, কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হানায় ২৭-র বেশি মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। কাশ্মীরে ভয়াবহ জঙ্গি হামলার ঘটনায় তীব্র নিন্দা করেছে ক্রিকেটমহলও। এর মধ্যে গৌতম গম্ভীরও রয়েছেন। তিনি নিজের সোশ্যাল মিডিয়ায় লিখেছিলেন, 'ক্ষতিগ্রস্তদের পরিবারের জন্য প্রার্থনা করছি। যারা এই ঘটনার জন্য দায়ী, তাদেরকে এর মূল্য চোকাতেই হবে। ভারত প্রত্যাঘাত করবে।'
Praying for the families of the deceased. Those responsible for this will pay. India will strike. #Pahalgam
— Gautam Gambhir (@GautamGambhir) April 22, 2025
গতকাল কাশ্মীর ঘটনায় নিহতদের উদ্দেশে সানরাইজার্স ও মুম্বই ইন্ডিয়ান্সের তরফেও আইপিএলের ম্যাচে শুরুর আগেও এক মিনিটের নীরবতা পালন করা হয়েছে। কালো আর্মব্যান্ড পরে ক্রিকেটাররা মাঠে নামেন। গোটা ক্রিকেটমহলের তরফেই এই ঘটনায় শোকজ্ঞাপন করা হয়েছে।




















