Gautam Gambhir: বারবার সমালোচনা, ভারতীয় ক্রিকেট দলের কোচ হিসেবে সত্যিই কি ব্যর্থ গম্ভীর?
Indian Cricket Team Coach: ওয়ান ডে ফর্ম্য়াটে প্রথমবার কোচ হিসেবে গম্ভীরের অ্য়াসাইনমেন্ট ছিল শ্রীলঙ্কা সিরিজ। দ্বীপরাষ্ট্রে গিয়ে লঙ্কা ব্রিগেডের বিরুদ্ধে ০-২ ব্যবধানে সিরিজ হেরেছিল ভারত।

রাইপুর: ভারতীয় দলের কোচ হওয়ার পর থেকেই সমালোচনায় বারবার বিদ্ধ হতে হয়েছে। টেস্ট ফর্ম্যাটে ভারতীয় দলের শোচনীয় হালের জন্য গম্ভীরের কোচিংকেই দায়ী করছেন। আইপিএলে অধিনায়ক হিসেবে ও মেন্টর হিসেবে সাফল্য পেয়েছিলেন কেকেআরের জার্সিতে। এরপরই জাতীয় দলের কোচ হিসেবে নিযুক্ত হয়েছিলেন গৌতম গম্ভীর। গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের জয়ের পরই কোচের পদ থেকে দায়িত্ব ছেড়েছিলেন রাহুল দ্রাবিড়। তাঁরই স্থলাভিষিক্ত হয়েছিলেন গৌতম গম্ভীর। এক নজরে দেখে নেওয়া যাক কোচ হিসেবে তিনি কতটা সফল, কতটা ব্যর্থ--
ওয়ান ডে ফর্ম্য়াটে প্রথমবার কোচ হিসেবে গম্ভীরের অ্য়াসাইনমেন্ট ছিল শ্রীলঙ্কা সিরিজ। দ্বীপরাষ্ট্রে গিয়ে লঙ্কা ব্রিগেডের বিরুদ্ধে ০-২ ব্যবধানে সিরিজ হেরেছিল ভারত। যদিও এই ফর্ম্যাটেই চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে ভারতীয় দল চলতি বছর গম্ভীরের কোচিংয়ে। এখনও পর্যন্ত মোট ১৬ ম্যাচের মধ্যে ভারতীয় দল ১০টি জয় ছিনিয়ে নিয়েছে গম্ভীরের কোচিংয়ে। ৫টি ম্য়াচ হেরেছে ভারত। জয়ের শতকরা হার ৬২.৫০%।
টি-টোয়েন্টি ফর্ম্য়াটে শ্রীলঙ্কার মাটিতে তাঁদের হোয়াইটওয়াশ করেছিল ভারতীয় দল। রোহিত শর্মা ও বিরাট কোহলি অবসর নেওয়ার পর এটিই ছিল ভারতের প্রথম টি-টোয়েন্টি সিরিজ। এই ফর্ম্য়াটে ১৯ ম্য়াচের মধ্য়ে মাত্র ২টো ম্য়াচ হেরেছে ভারতীয় দল। মোট ২২ ম্য়াচের মধ্য়ে ২টো হার ছাড়া ২০টি ম্য়াচেই জিতেছে সূর্যকুমার যাদবের নেতৃত্বাধীন ভারতীয় টি-টোয়েন্টি দল। জয়ের শতকরা হার ৯০.৯০%।
টেস্ট ফর্ম্যাটেই গম্ভীরের কােচ হিসেবে রেকর্ড সবচেয়ে বাজে। ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধে হোয়াইটওয়াশ হতে হয়েছিল ভারতকে। ০-৩ ব্যবধানে হেরেছিল তারা। এরপর বর্ডার গাওস্কর ট্রফিতেও হারতে হয়। ইংল্যান্ডের বিরুদ্ধে বিরাট, রোহিতহীন ভারতীয় দল ২-২ ড্র করেছিল। ঘরের মাঠে ক্যারিবিয়ানদের বিরুদ্ধে ২ ম্য়াচের সিরিজে জয় ছিনিয়ে নিয়েছিল ভারত। এরপর ঘরের মাঠে প্রোটিয়াদের বিরুদ্ধে ০-২ ব্য়বধানে হারতে হয় ভারতকে। সব মিলিয়ে মোট ১৯ টেস্ট ভারতীয় দল গম্ভীরের কোচিংয়ে খেলেছে। তার মধ্যে ৭ ম্যাচে জয় ও ১০ ম্য়াচে হারতে হয়েছে। ড্র করতে পেরেছে ২ ম্যাচ। জয়ের শতকরা হার ৩৬.৮৪ %।
এদিকে, রাইপুরে দ্বিতীয় ওয়ান ডে ম্যাচে ভারতের হারের পর কাঠগড়ায় তোলা হচ্ছে ফিল্ডিংকে। বিশেষ করে যেভাবে যশস্বী জয়সওয়াল বাউন্ডারি লাইনে দাঁড়িয়ে এইডেন মারক্রামের ক্যাচ ফেললেন, সমালোচনার ঝড় উঠেছে। মারক্রাম তখন ৫৩ রানে ব্যাট করছিলেন। নতুন জীবন পেয়ে সেই মারক্রাম ৯৮ বলে ১১০ রান করে দলের ম্যাচ জয়ের মঞ্চ তৈরি করে দেন। সেই ভিতের ওপর দাঁড়িয়ে ম্যাথু ব্রিৎজকে, ডেওয়াল্ড ব্রেভিস ও করবিন বস্ক দক্ষিণ আফ্রিকাকে ম্যাচ জেতালেন।




















