দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়ের মাঝেই কোচ গৌতম গম্ভীর এবং প্রধান নির্বাচক অজিত আগরকরকে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনার জন্য ডাকা হয়েছে।
Indian Cricket Team: দক্ষিণ আফ্রিকা সিরিজ়ের মাঝেই গম্ভীর, আগরকরকে বিশেষ বৈঠকের জন্য ডেকে পাঠাল বিসিসিআই!
Team India: আসন্ন বুধবারই বোর্ডের সঙ্গে গম্ভীর, আগরকরদের এই বৈঠক আয়োজিত হওয়ার কথা। একাধিক বোর্ড কর্তাও সেখানে উপস্থিত থাকবেন।

নয়াদিল্লি: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে হাড্ডাহাড্ডি ম্য়াচে জয় দিয়ে ওয়ান ডে সিরিজ় শুরু করেছে ভারতীয় দল। তবে সেই ম্যাচের পরেই সিরিজ়ের মাঝেই হঠাৎ ডাক পড়ল ভারতীয় দলের প্রধান কোচ গৌতম গম্ভীর (Gautam Gambhir) ও প্রধান নির্বাচক অজিত আগরকরের (Ajit Agarkar)। বুধবারই, বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনার জন্য এই বৈঠক ডাকা হয়েছে বলে খবর।
বিরাট কোহলি এবং রোহিত শর্মা, দুই তারকা দুরন্তভাবে ওয়ান ডেতে পারফর্ম করছেন। কোহলি প্রোটিয়াদের বিরুদ্ধে প্রথম ম্যাচে শতরান হাঁকিয়েছেন, রোহিত করেছেন হাফসেঞ্চুরি। ঠিক তার আগের ম্যাচে অজ়িদের বিরুদ্ধে রোহিতের ব্যাট থেকে এসেছিল সেঞ্চুরি, কোহলি খেলেছিলেন অর্ধশতরানের ইনিংস। এমন পরিস্থিতিতেই ভারতীয় দলের ভবিষ্যৎ নিয়ে আলোচনার জন্য জরুরি ভিত্তিতে কোচ ও প্রধান নির্বাচককে ডেকে পাঠানো হয়েছে বলে রিপোর্ট দাবি করা হচ্ছে।
এই বৈঠকে বসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া, সহ-সচিব প্রভতেজ সিংহ ভাটিয়ারাও গম্ভীর এবং আগরকরের সঙ্গে উপস্থিত থাকবেন বলে শোনা যাচ্ছে। তবে নবনির্বাচিত বোর্ড সভাপতি মিথুন মানহাসের উপস্থিতি নিয়ে এখনও কোনও আপডেট পাওয়া যায়নি। এক বিসিসিআই আধিকারিক জানান দলের নির্বাচনে যাতে ধারাবাহিকতা বজায় থাকে, সেই বিষয়টা জানানোর পাশাপাশি এক চোখ যেন ভবিষ্যতেও রাখা হয়, সেটি নিশ্চিত করতেই এই বৈঠক ডাকা হয়েছে। এই বৈঠকে প্রোটিয়াদের বিরুদ্ধে ঘরের মাঠে টেস্ট সিরিজ় পরাজয় নিয়েও আলোচনা হবে। ম্যানেজমেন্টের মনোভাব বুঝে কিছু কিছু বিষয়ে ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্যও এই বৈঠক।
নাম প্রকাশে অনিচ্ছুক ওই বিসিসিআই আধিকারিক জানান, 'ঘরোয়া টেস্ট মরশুমে মাঠ এবং মাঠের বাইরে ভারতের পরিকল্পনা নিয়ে অনেক সময়ই ধোঁয়াশা তৈরি হয়েছে। আমরা স্পষ্ট কী ভাবা হচ্ছে সেটা জানতে চাই এবং সেই অনুযায়ী ভবিষ্যৎ পরিকল্পনাও তৈর করতে আগ্রহী, বিশেষ করে যেখানে পরবর্তী টেস্ট সিরিজ় প্রায় আট মাস পরে খেলা হবে। এছাড়া ভারতীয় দল পরবর্তী টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের খেতাব ডিফেন্ড করার জন্য ফেভারিট হিসাবে মাঠে নামবে। পাশাপাশি পরবর্তী ৫০ ওভারের বিশ্বকাপেরও তারা শক্তিশালী দাবিদার। তাই এই বিষয়ে যা সিদ্ধান্ত নেওয়ার তা আমরা যত দ্রুত সম্ভব নিয়ে নিতে চাই।'
বুধবার দিন এই বৈঠক হওয়ার কথা, আবার বুধবারই নিউ রায়পুর প্রোটিয়াদের বিরুদ্ধে দ্বিতীয় ওয়ান ডে ম্যাচ খেলতে নামবে ভারত। তাই এই বৈঠকে কোনও ক্রিকেটারদের উপস্থিত থাকার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে।
Frequently Asked Questions
ভারতীয় দলের প্রধান কোচ এবং প্রধান নির্বাচককে কেন হঠাৎ ডাকা হয়েছে?
এই বৈঠকে কাদের উপস্থিত থাকার কথা রয়েছে?
বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া, সহ-সচিব প্রভতেজ সিংহ ভাটিয়ারা গম্ভীর এবং আগরকরের সঙ্গে উপস্থিত থাকবেন বলে শোনা যাচ্ছে।
এই বৈঠকের মূল আলোচ্য বিষয় কী?
দল নির্বাচনে ধারাবাহিকতা বজায় রাখা, ভবিষ্যৎ পরিকল্পনা তৈরি করা এবং প্রোটিয়াদের বিরুদ্ধে ঘরের মাঠে টেস্ট সিরিজ় পরাজয় নিয়ে আলোচনা করা হবে।
ভারতীয় দলের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কেন আলোচনা করা হবে?
পরবর্তী টেস্ট সিরিজ় আট মাস পরে, টি-টোয়েন্টি বিশ্বকাপে খেতাব রক্ষা এবং ৫০ ওভারের বিশ্বকাপে শক্তিশালী দাবিদার হিসাবে দল যাতে মাঠে নামে, সেই বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার জন্য এই আলোচনা।




















