Smriti Mandhana: ভালবাসা কি জমে ক্ষীর? স্মৃতির সাফল্যে ইনস্টাগ্রামে স্টোরিতে শুভেচ্ছাবার্তা পলাশের
Smriti Mandhana And Palash Muchhal: ঠিক যেমন নিউজিল্য়ান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজে ভারতীয় মহিলা ক্রিকেট দলের নির্ণায়ক ম্য়াচে শতরান হাঁকিয়েছিলেন। রেকর্ডও গড়েছিলেন।
মুম্বই: তাঁরা আদৌ সম্পর্কে আছেন কি না তা নিয়ে কোনওদিনই প্রকাশ্যে কিছু বলেননি। কিন্তু স্মৃতি মন্ধানার (Smriti Mandhana) ২২ গজে সাফল্য পাওয়া মানেই বলিউডের মিউজিক কম্পোজার পলাশ মুচ্ছলের (Palash Mucchal) সোশ্য়াল মিডিয়া পোস্ট নজর কাড়বেই আপনার। ঠিক যেমন নিউজিল্য়ান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজে ভারতীয় মহিলা ক্রিকেট দলের নির্ণায়ক ম্য়াচে শতরান হাঁকিয়েছিলেন। রেকর্ডও গড়েছিলেন। আর নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে সেই ছবি পোস্ট করে শুভেচ্ছাবার্তা পাঠিয়েছেন পলাশ মুচ্ছল।
কিউয়িদের বিরুদ্ধে তৃতীয় ওয়ান ডে ম্য়াচে ১২২ বলে ১০০ রানের ইনিংস খেলেছিলেন। এই শতরান করার সঙ্গে সঙ্গেই ভারতীয় মহিলা ক্রিকেটারদের মধ্যে ওয়ান ডে ফর্ম্য়াটে সর্বাধিক সেঞ্চুরি হাঁকানোর নজির গড়েছেন স্মৃতি। মিতালি রাজের সঙ্গে যুগ্মভাবে শীর্ষে আছেন তিনি। সেই শতরানের সেলিব্রেশনের ছবি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে দিয়েছিলেন পলাশ।
এর আগেও চলতি বছরের শুরুতে দুজনের একটি কেক কাটার ছবি ভাইরাল হয়েছিল। নিজের ইনস্টাগ্রামে সেই ছবি পোস্ট করে 5 লিখেছিলেন পলাশ। অনেকেই আন্দাজ করেছিলেন যে চুপিচুপি হয়ত নিজেদের সম্পর্কের পাঁচ বছর কাটিয়ে ফেললেন দুজনে। সূত্রের খবর, দিদি বলিউড গায়িকা পলক মুচ্ছলের সামনেই নাকি কোনও এক অনুষ্ঠানে স্মৃতিকে প্রেম নিবেদন করেছিলেন পলাশ। এরপর থেকেই দুজনের সম্পর্কের শুরু।
View this post on Instagram
কিউয়িদের বিরুদ্ধে শেষ ওয়ান ডে ম্য়াচে ২৩৩ রান তাড়া করতে নেমে ভারতীয় দলের অধিনায়ক হরমনপ্রীত ও সহ-অধিনায়ক স্মৃতি, দুইজনে মিলে তৃতীয় উইকেটে ১১৭ রানের পার্টনারশিপ গড়ে দলের জয় সুনিশ্চিত করেন। এই ম্যাচেই নিজের কেরিয়ারের অষ্টম ওয়ান ডে শতরান হাঁকান স্মৃতি মান্ধানা। এই সেঞ্চুরির সুবাদেই ইতিহাসের পাতায় নিজের নাম তুললেন ভারতীয় টপ অর্ডার ব্যাটার। মিতালি রাজকে পিছনে ফেলে স্মৃতি বর্তমানে ভারতীয় মহিলাদের হয়ে ৫০ ওভারের ক্রিকেটে সর্বাধিক শতরান হাঁকানোর মালকিন।
স্মৃতি ছাড়াও অধিনায়ক হরমনপ্রীত অপরাজিত থেকে দলের জয় সুনিশ্চিত করেন। তিনি শতাধিক স্ট্রাইক রেটে ৬৮ বলে ৭০ রানের ইনিংস খেলেন। অল্প রানেই ভারতীয় দল ওপেনার শেফালি বর্মাকে হারালেও, ইয়াস্তিকা ভাটিয়াও ৩৫ রানের ইনিংস খেলেন। তিনি ও স্মৃতি ভারতীয় ইনিংসকে স্থিরতা প্রদান করেন। তারপরে হরমনপ্রীত ও স্মৃতির পার্টনারশিপ দলের জয় সুনিশ্চিত করে ফেলেন।