Bangladesh: অশান্ত বাংলাদেশ। হিন্দুবিরোধী সেই রোষানল থেকে ঋত্বিক ঘটকের পৈতৃক ভিটেও রেহাই পায়নি।
ABP Ananda Live: অন্তর্বর্তী সরকার নামেই ক্ষমতায় আছে। কিন্তু বাংলাদেশজুড়ে দাপিয়ে বেড়াচ্ছে কট্টরপন্থী মৌলবাদীরা। হিন্দুবিরোধী সেই রোষানল থেকে ঋত্বিক ঘটকের পৈতৃক ভিটেও রেহাই পায়নি। রাজশাহীর মিয়াপাড়ার বাড়িতেই শৈশব থেকে যৌবনের একটা সময় কাটিয়েছেন, ঋত্বিক ঘটক, সেই বাড়িই ভেঙে দেওয়া হচ্ছে! সুনীল গঙ্গোপাধ্য়ায়, সুচিত্রা সেন, বা জ্যোতি বসুর মতো বহু কৃতী বাঙালিদের পৈত্রিক বাড়িগুলো রক্ষা পাবে কিনা, সেই আশঙ্কাটা দানা বাঁধতে শুরু করেছে অনেকের মনেই।
'হিন্দুদের একতাবদ্ধ হওয়া সর্বাগ্রে প্রয়োজন', বার্তা কার্তিক মহারাজের, বাংলাদেশে বিপন্ন হিন্দুরা, প্রতিবাদে কলকাতায় পথে সনাতনী সমাজ । 'চিন্ময়কৃষ্ণ দাসকে মুক্তি না দিলে আন্দোলন আরও জোরদার হবে', 'বাংলাদেশে আলু-পেঁয়াজ রফতানি বন্ধ করুক ভারত' । কেন নীরব ভারত সরকার? প্রশ্ন কার্তিক মহারাজের । ১৫ ডিসেম্বর শিলিগুড়িতে লক্ষ কণ্ঠে গীতাপাঠ' । 'হিন্দুদের রক্ষা করতে বিজেপি, তৃণমূল, বাম, কংগ্রেস সবাই এগিয়ে আসুক' । রাজনৈতিক বিভেদ ভুলে হিন্দুদের পাশে দাঁড়ান, আহ্বান কার্তিক মহারাজের । কেন্দ্র হিন্দুদের পাশে না দাঁড়ালে সব বর্ডার বন্ধ করে দেব' । রানি রাসমণি অ্যাভিনিউয়ের মঞ্চ থেকে হুঁশিয়ারি কার্তিক মহারাজের