(Source: ECI | ABP NEWS)
Smriti Mandhana: মিতালিকে টেক্কা দিয়ে বিশ্বকাপ ফাইনালে নতুন রেকর্ডের মালকিন স্মৃতি
INDW vs SAW: চলতি টুর্নামেন্টে এখনও পর্যন্ত ব্যাট হাতে দুর্দান্ত ফর্মে ছিলেন স্মৃতি। টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহকও তিনিই। ৪৩৪ রান ঝুলিতে পুরেছেন বিশ্বকাপের মঞ্চে।

নবি মুম্বই: মহিলা ওয়ান ডে বিশ্বকাপ ফাইনালের মঞ্চে ৪৫ রানের ইনিংস খেললেন স্মৃতি মন্ধানা (Smriti Mandhana)। অল্পের জন্য অর্ধশতরান মিস করলেও টুর্নামেন্টের ইতিহাসে সর্বকালের সেরা রেকর্ড গড়ে ফেললেন বাঁহাতি তারকা ওপেনার। টেক্কা দিলেন প্রাক্তন ক্যাপ্টেন মিতালি রাজ। বিশ্বকাপের ফাইনালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে রবিবার ম্য়াচ খেলতে নেমেই নজির গড়লেন স্মৃতি।
চলতি টুর্নামেন্টে এখনও পর্যন্ত ব্যাট হাতে দুর্দান্ত ফর্মে ছিলেন স্মৃতি। টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহকও তিনিই। ৪৩৪ রান ঝুলিতে পুরেছেন বিশ্বকাপের মঞ্চে। কোনও এক মহিলা বিশ্বকাপের মরশুমে ভারতীয় ব্যাটারদের মধ্যে সর্বাধিক রানের মালকিন এতদিন ছিলেন মিতালি রাজই। তিনি ২০১৭ সালে ৪০৯ রান করেছিলেন। এবার তাঁকে টেক্কা দিয়ে শীর্ষে উঠে এলেন স্মৃতি। ওয়ান ডে ফর্ম্য়াটে ভারতীয় মহিলা ব্যাটারদের মধ্য়ে সর্বাধিক ১৩টি শতরানও রয়েছে স্মৃতির ঝুলিতে। এই তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন পুণম রাউত। তিনি ২০১৭ বিশ্বকাপে ৩৮১ রান করেছিলেন। সে বছরই হরমনপ্রীত কৌর আট ইনিংসে ৩৫৯ রান করেছিলেন। তিনি চতুর্থ স্থানে আছেন। ২০২২ সালে বিশ্বকাপে স্মৃতি মন্ধানা ৩২৭ রান করেছিলেন।
টস জিতে ফিল্ডিং নিলেন প্রোটিয়া ক্যাপ্টেন
মহিলা ওয়ান ডে বিশ্বকাপ ফাইনালের মঞ্চে টস জিতে প্রথমে ফিল্ডিং নিলেন দক্ষিণ আফ্রিকার ক্যাপ্টেন লরা ওলভার্দাট। নবি মুম্বইয়ের ডি ওয়াই পাতিল স্টেডিয়ামের পিচ সাধারণত ব্যাটারদের জন্য স্বর্গরাজ্য। কিন্তু ক্রমাগত বৃষ্টি হয়েছে গত কয়েক ঘণ্টাই এই মাঠে। ফলে টস জিতে ফিল্ডিং নিতে দু বার ভাবেননি প্রোটিয়া ক্যাপ্টেন। মহিলাদের ওয়ান ডে ফর্ম্যাটে এখানে এখনও পর্যন্ত চারটি ম্য়াচ হয়েছে। তার মধ্য়ে প্রথমে ব্যাটিং করতে নামা দলের পাল্লাই ভারী থাকে। তবে রবিবারের পিচ অন্য়রকম ব্যবহার করবে। কারণ ডি ওয়াই পাতিল স্টেডিয়ামের ২২ গজে পেস ও বাউন্স রয়েছে। চলতি মহিলা ওয়ান ডে বিশ্বকাপের অন্য়তম সেরা ভেন্যু এটি। নতুন বলে এই মাঠে পেস বোলাররা সুবিধে পাবেন। হাওয়ায় স্যুইং করানোর সম্ভাবনা থাকছে। এখনও পর্যন্ত আমি ৪৫ উইকেট পড়েছে এই পিচে। সেখানে ২৯ উইকেট নিয়েছেন পেসাররাই। এখনও পর্যন্ত চলতি বিশ্বকাপের মঞ্চে তিনবার ব্যাটিং শিবির তিনশো বা তার বেশি রান বোর্ডে তুলতে পেরেছ।
এদিন খেলা শুরুর আগে দীর্ঘ সময় বৃষ্টি হয়। ফলে টস ও ম্য়াচের শুরুও পিছিয়ে যায় অনেকটাই। এখন দেখার প্রথমে ব্যাটিং করতে নেমে কত রান বোর্ডে তুলতে পারে ভারতীয় মহিলা ক্রিকেট দল।




















