Bengaluru Stampede: বেঙ্গালুরুতে পদপিষ্ট হয়ে ১১ জনের মৃত্যুর ঘটনায় বিরাটদেরই কাঠগড়ায় তুলল কর্ণাটক সরকার
IPL 2025: কর্ণাটক সরকার নাকি আদালতের কাছে রিপোর্ট গোপন রাখার অনুরোধ জানানো হয়েছিল। কিন্তু আদালত জানিয়ে দিয়েছে যে এই রিপোর্ট গোপন রাখার কোনও মানেই হয় না।

বেঙ্গালুরু: আরসিবির (RCB) আইপিএল (IPL 2025) জয়ের সেলিব্রেশনে পদপিষ্ট (Bengaluru Stampede Case) হয়ে মৃত্যু হয়েছিল ১১ জনের। যে ঘটনায় এবার আরসিবি (Royal Challengers Bengaluru) শিবিরকেই কাঠগড়ায় তুলেছে কর্ণাটক সরকার। আগেই কর্ণাটক সরকারের তদন্ত রিপোর্ট জমা পড়েছিল। এবার আদালতের নির্দেশে তা জনসমক্ষে প্রকাশ করা হয়েছ। সেখানে বিরাট কোহলি ও তাঁর দলকে কাঠগড়ায় তুলে জানানো হয়েছে যে আরসিবি সরকারের থেকে কোনও অনুমতি নেয়নি। এমনকী পুলিশের সঙ্গে নিরাপত্তা সংক্রান্ত কোনও অনুমতি না নিয়েই নাকি সমর্থকদের আমন্ত্রণ জানানো হয়েছিল। যার জেরে পদপিষ্ট হওয়ার ঘটনা ঘটে।
কর্ণাটক সরকার নাকি আদালতের কাছে রিপোর্ট গোপন রাখার অনুরোধ জানানো হয়েছিল। কিন্তু আদালত জানিয়ে দিয়েছে যে এই রিপোর্ট গোপন রাখার কোনও মানেই হয় না। দলের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করা হয়, যা ভাইরাল হয়ে যায়। এর ফলে অনিয়ন্ত্রিত ভিড় উপচে পড়ে স্টেডিয়ামের সামনে। এ ছাড়াও, স্টেডিয়ামে বিনামূল্যে প্রবেশের ঘোষণা পরিস্থিতি আরও জটিল করে তোলে। উল্লেখ্য, সোশ্যাল মিডিয়ায় যে পোস্ট করা হয়েছিল বিজয় মিছিলের জন্য। সেই পোস্টে লেখা হয়েছিল, ''সবাই বিজয় উৎসবে স্বাগত। বিনামূল্যে স্টেডিয়ামে ঢুকতে পারবেন সকলে। বিজয় মিছিল শুরু হবে বিধান সৌধ থেকে এবং শেষ হবে চিন্নাস্বামী স্টেডিয়ামে। তার পর সেখানেই সেলিব্রেশন হবে।''
রিপোর্টে উল্লেখ করা হয়েছে যে অনুষ্ঠানের আয়োজক ডি এন এ নেটওয়ার্কস প্রাইভেট লিমিটেড পুলিশকে শুধু ৩ জুন ভিক্ট্রি প্যারেড হওয়ার কথা জানিয়েছিল। কিন্তু প্রয়োজনীয় কোনও অনুমতি আর নেওয়া হয়নি। প্রথমে বিনামূল্যে প্রবেশের অনুমতি থাকলেও অনুষ্ঠান শুরুর আগে পাস বাধ্যতামূলক, এমনটাই জানিয়ে দেয় আয়োজকরা। আর তাতেই সমস্যা বাড়ে।
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুর ১৮ বছর পর আইপিএল খেতাব জেতায় স্বাভাবিকভাবেই উচ্ছ্বাসে ভেসেছিল গোটা বেঙ্গালুরু শহর। বিরাট কোহলিদের বিজয়োৎসবে সামিল হতে লক্ষ লক্ষ মানুষ ভিড় জমান। সেই ভিড় সামলাতে না পেরে শেষমেশ চিন্নাস্বামীর বাইরে পদপিষ্ট হয়ে মৃত্যু হয় ১১ জন সমর্থকের। এই ঘটনার পরে বিসিসিআই শোকপ্রকাশ করলেও, কোনও দায়বদ্ধতা নেয়নি। কারণ সেলিব্রেশন বা সেই সংক্রান্ত কিছু নিয়ন্ত্রণ করার বিষয়ে বিসিসিআইয়ের পূর্বনির্ধারিত কোনও নির্দেশিকা ছিল না। তবে বেঙ্গালুরুর ঘটনার পরেই এহেন পরিস্থিতি যেন আর না হয়, সেটা এড়াতে তৎপর ভারতীয় বোর্ড।




















