KL Rahul: 'ক্রিকেট যাঁরা বোঝেন না, তাঁরাও জ্ঞান দেন', আইপিএল নিয়ে বিস্ফোরক বার্তা রাহুলের
IPL 2026: পাঞ্জাব কিংসের জার্সিতে প্রথমবার নেতৃত্বভার সামলেছিলেন রাহুল। প্রীতি জিন্টার সঙ্গে তাঁর সম্পর্ক খারাপ ছিল না কখনওই।

নয়াদিল্লি: আইপিএল নিয়ে এবার বিস্ফোরক মন্তব্য শোনা গেল কে এল রাহুলের মুখে। লখনউ সুপার জায়ান্টসের অধিনায়ক থাকার সময়ে ফ্র্যাঞ্চাইজি মালিকদের সঙ্গে ঝামেলায় জড়িয়েছিলেন তিনি। এরপরের মরশুমেই দল বদলে ফেলেন রাহুল। দিল্লি ক্যাপিটালসের জার্সিতে গত মরশুম থেকেই খেলে এসেছেন তিনি। আগামী মরশুমেও কে এলকে দেখা যাবে দিল্লি ক্যাপিটালসের জার্সিতে। ২০১৩ সালে আরসিবির জার্সিতে আইপিএল অভিযান শুরু করা রাহুল এখনও পর্যন্ত চারটি ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলেছেন। তবে নতুন মরশুম শুরুর আগে আইপিএল নিয়ে মুখ খুললেন কে এল। তিনি বলে দিচ্ছেন যে জাতীয় দলের নেতৃত্ব দেওয়ার থেকেও আইপিএলে নেতৃত্বে দেওয়া অনেক বেশি চ্যালেঞ্জের।
এক সাক্ষাৎকারে রাহুল বলছেন, ''আইপিএলে অধিনায়ক হিসেবে আমার সবচেয়ে কঠিন লেগেছে অসংখ্য মিটিং করা, অসংখ্য রিভিউ করা এবং মালিকপক্ষকে সবকিছু ব্যাখ্যা করা। আমি বুঝতে পেরেছি, আইপিএল শেষে আমি মানসিক ও শারীরিক ভাবে অনেক বেশি ক্লান্ত হয়ে পড়ি— এটি ১০ মাস আন্তর্জাতিক ক্রিকেট খেলার চেয়েও কঠিন।''
রাহুল আরও বলেন, ''কোচ ও অধিনায়ককে ফ্র্যাঞ্চাইজির মালিকরা অসংখ্য প্রশ্ন করতে থাকেন। মাঝে মাঝে মনে হয় যে জিজ্ঞাসাবাদ চলছে কোনও তদন্তের। যাঁদের খেলা সম্পর্কে কোনও জ্ঞান নেই, খেলা সম্পর্কে কিছুই জানেন না, বোঝেন না, তাঁদের কাছেও জবাবদিহি করতে হয়। কেন তিনি একাদশে খেললেন? কেন প্রতিপক্ষ ২০০ রান করল, আর আমরা ১২০-ও করতে পারলাম না? এমন হাজারো প্রশ্নের মুখে পড়তে হয়।''
পাঞ্জাব কিংসের জার্সিতে প্রথমবার নেতৃত্বভার সামলেছিলেন রাহুল। প্রীতি জিন্টার সঙ্গে তাঁর সম্পর্ক খারাপ ছিল না কখনওই। কিন্তু লখনউ সুপারজায়ান্টসে আসার পর সেখানে ফ্র্যাঞ্চাইজি মালিক সঞ্জীব গোয়েঙ্কা একটি ম্য়াচের শেষে যেভাবে মাঠেই রাহুলকে ভর্ৎসনা করেছিলেন, তাতে ক্ষোভ প্রকাশ করেছিলেন অনেক প্রাক্তন ক্রিকেটার ও ক্রিকেটপ্রেমীরা। পরের মরশুমেই লখনউ ফ্র্যাঞ্চাইজি ছেড়ে বেরিয়ে গিয়েছিলেন রাহুল। পরে তাঁকে দলে নেয় দিল্লি ক্য়াপিটালস।
রাজস্থান রয়্যালসের হেডকোচের দায়িত্ব ফিরে পেলেন কুমার সাঙ্গাকারা। নতুন দায়িত্ব পাওয়ার পর কুমার সাঙ্গাকারা বলছেন, ''রাজস্থান রয়্যালসের মত দুর্দান্ত একটা দলের হেডকোচ হিসেবে ফের ফিরতে পেরে সম্মানিত বোধ করছি। এমন প্রতিভাবান একটা দলের সঙ্গে ফের কাজ করতে পেরে খুশি হচ্ছি।''
সাঙ্গাকে নতুন দায়িত্বে আসীন করার পর রয়্যালসের মালিক ফ্র্যাঞ্চাইজির মালিক মনোজ বাদালে জানিয়েছেন, ''কুমারকে সাঙ্গাকারাকে কোচের পদে ফিরিয়ে আমরা উচ্ছ্বসিত৷ এই মুহূর্তে দলের কাকে প্রয়োজন সে ব্য়াপারে পর্যালোচনার পর চেনা মুখের ওপরই আস্থা রাখার সিদ্ধান্ত নিয়েছি আমরা৷ তাঁর নেতৃত্বদানের ক্ষমতা এবং রয়্য়ালস সংস্কৃতির সঙ্গে বোঝাপড়া ও স্থিতিশীলতার মধ্যে দলে ভারসাম্য আনবে বলেই আমাদের বিশ্বাস৷"




















