ICC Test Player 2024: একের পর এক হার ভারতের, তবু টেস্টে বছরের সেরা প্লেয়ার নির্বাচিত হলেন বুমরা
Jasprit Bumrah: গোটা বছরে টেস্ট ফর্ম্য়াটে একেবারেই ভাল পারফর্ম করতে পারেনি ভারতীয় ক্রিকেট দল। কিন্তু নিজে বল হাতে অনবদ্য পারফর্ম করেছেন বুমরা।

মুম্বই: আইসিসির সেরা টেস্ট প্লেয়ার নির্বাচিত হলেন জসপ্রীত বুমরা। লাল বলের ফর্ম্য়াটে গত বছরের সেরা প্লেয়ার হিসেবে আইসিসি বেছে নিয়েছে বুমরাকে। গোটা বছরে টেস্ট ফর্ম্য়াটে একেবারেই ভাল পারফর্ম করতে পারেনি ভারতীয় ক্রিকেট দল। কিন্তু নিজে বল হাতে অনবদ্য পারফর্ম করেছেন বুমরা। যার পুরস্কার পেলেন তারকা ডানহাতি পেসার। পিঠের ব্যথা সারিয়ে দীর্ঘদিন পরে ২০২৩ ওয়ান ডে বিশ্বকাপে প্রত্যাবর্তন করেছিলেন বুমরা। এরপর থেকে ফের নিজের জাত চিনিয়ে এসেছেন। বিশ্বকাপে দুর্দান্ত পারফর্মার ছিলেন। গত বছর টেস্ট ফর্ম্য়াটে দেশের জার্সিতে সর্বাধিক উইকেট নিয়েছেন। তিনি বিশ্বের বোলারদের মধ্যে সবার ওপরে ছিলেন ২০২৪ সালে টেস্ট ফর্ম্য়াটে। ৭১ উইকেট নিয়েছিলেন বুমরা গত বছর। তালিকায় দ্বিতীয় স্থানে ছিলেন ইংল্যান্ডের গাস অ্য়াটকিনসন। তিনি ১১ ম্য়াচে ৫২ উইকেট নিয়েছিলেন তিনি।
গোটা বছরে মোট ৩৫৭ ওভার বল করেছিলেন বুমরা। ২.৯৬ গড়ে বোলিং করেছেন তিনি। গত বর্ডার গাওস্কর ট্রফিতেও সর্বাধিক উইকেটের মালিক হয়েছিলেন। দেশের ক্রিকেটের ইতিহাসে চতুর্থ বোলার হিসেবে ৭০ বা তার বেশি উইকেট নিয়েছেন। বুমরার আগে রবিচন্দ্রন অশ্বিন, অনিল কুম্বলে ও কপিল দেবের পর এক ক্যালেন্ডার বর্ষে টেস্টে ৭০ উইকেট বা তার বেশি উইকেট নিয়েছিলেন।
View this post on Instagram
চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে পারবেন বুমরা?
ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজে ও চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে বুমরাকে দলে রাখা হয়েছে। কিন্তু তিনি আদৌ কি মাঠে নামতে পারবেন? সম্প্রতি এক রিপোর্টে জানা গিয়েছে যে বুমরা যদি পুরো ফিট হয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে নামতে পারেন, তবে তা 'মিরাক্যাল' হবে।
অস্ট্রেলিয়া সফর শেষ হওয়ার পরই নিউজিল্যান্ডের প্রখ্যাত অর্থোপেডিক সার্জেন রোয়ান স্কাউটেনের সঙ্গে দেখা করে আলোচনা সেরেছিলেন বুমরা। কথা ছিল চ্যাম্পিয়ন্স ট্রফির আগে পরবর্তী চিকিৎসার জন্য নিউজিল্যান্ডে পাড়ি দিতে পারেন বুমরা। আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে চ্যাম্পিয়ন্স ট্রফি। এই পরিস্থিতিতে বিসিসিআইও ব্যাক আপ প্ল্যান তৈরি রেখেছে। বুমরাকে কতটা পাওয়া যাবে টুর্নামেন্টের শুরু থেকে, তা নিয়ে তাঁরাও সন্দিহান। এমনকী পুরো ফিট হিসেবে আদৌ চ্যাম্পিয়ন্স ট্রফিতে নামতেই পারবেন কি না, তা নিয়েও সংশয় রয়েছে বোর্ডের ও নির্বাচকদের।




















