Jasprit Bumrah: অস্ট্রেলিয়া সিরিজে দুর্দান্ত পারফরম্য়ান্সের পুরস্কার, ডিসেম্বরের সেরা প্লেয়ার হলেন বুমরা
ডিসেম্বরে বর্ডার গাওস্কর ট্রফির তিনটি টেস্ট খেলেছিলেন বুমরা। সেই তিন টেস্টে মো ২২ উইকেট নিয়েছিলেন তারকা ভারতীয় পেসার। ১৪.২২ গড়ে এই উইকেটগুলো নিয়েছিলেন বুমরা।
দুবাই: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজে ভারত ১-৩ ব্যবধানে হারলেও একমাত্র সফল ছিলেন জসপ্রীত বুমরা (Jasprit Bumrah)। তারকা পেসার দুরন্ত পারফর্ম করেছিলেন পাঁচ ম্য়াচের সিরিজে। ৩২ উইকেটও ঝুলিতে পুরে নিয়েছিলেন বুমরা। এবার আইসিসির ডিসেম্বর মাসের সেরা প্লেয়ার নির্বাচিত হলেন ভারতীয় পেসার। সেরা প্লেয়ারের জন্য মনোনীত হয়েছিলেন প্যাট কামিন্স ও ডেন পিটারসন। বাকি দুজনকে টেক্কা দিয়ে সেরা প্লেয়ার নির্বাচিত হলেন বুমরা।
ডিসেম্বরে বর্ডার গাওস্কর ট্রফির তিনটি টেস্ট খেলেছিলেন বুমরা। সেই তিন টেস্টে মোট ২২ উইকেট নিয়েছিলেন তারকা ভারতীয় পেসার। ১৪.২২ গড়ে এই উইকেটগুলো নিয়েছিলেন বুমরা। অ্য়াডিলেডে প্রথম ইনিংসে বুমরা ৪ উইকেট তুলে নিয়েছিলেন। ব্রিসবেন টেস্টেও প্রথম ইনিংসে একাই অজি ব্যাটিং লাইন আপের ভাঙন ধরিয়েছিলেন। নিজে ৬ উইকেট তুলে নেন তিনি। দ্বিতীয় ইনিংসে তুলে নেন ৩ উইকেট। মোট ৯ উইকেট ঝুলিতে। বর্ডার-গাভাসকর সিরিজে উল্লেখযোগ্য মাইলস্টোন ছুঁয়ে ফেলেন। টেস্টে ২০০ উইকেট সম্পূর্ণ করেন দেশের এক নম্বর বোলার। সিরিজ হারের পর হতাশ গলায় বুমরা জানিয়েছিলেন, ''অবশ্যই এই সিরিজ হার আমাদের কাছে হতাশাজনক। কিন্তু কিছু কিছু সময় খেলাকে ও প্রতিপক্ষের কৃতিত্বকে সম্মান দিতেই হয়। শরীরের সঙ্গে লড়াই করা সম্ভব নয়। আমি নিজের জন্যও হতাশ। হয়ত সিরিজের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় আমি মাঠে দলের হয়ে যোগদান করতে পারিনি। উইকেট তুলতে পারিনি। প্রথম ইনিংসে দ্বিতীয় স্পেলের পরই একটু অস্বস্তি অনুভব করছিলাম।''
সিডনি টেস্টের শেষে অবশ্য চোট পান বুমরা। পিঠের ব্যথায় মাঠ ছাড়েন। স্ক্যানও করানো হয় ম্য়াচের ফাঁকেই। অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসে আর বল হাতে নামতে পারেননি। বিসিসিআই সূত্র বলছে বুমরার চোট অতটা গুরুতর নয়। চ্যাম্পিয়ন্স ট্রফির আগেই সুস্থ হয়ে উঠবেন তিনি। পাকিস্তান এবার চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক দেশ হলেও ভারতের ম্য়াচগুলো হাইব্রিড মডেলেই খেলা হবে। সেক্ষেত্রে ভারত যদি নক আউট পর্বে জায়গা করে নেয়, তবে দুবাইকে একটি ম্য়াচ খেলবে ভারতীয় দল। যদি ভারত ফাইনালেও জায়গা করে নেয় সেক্ষেত্রেও দুবাইয়ে ফাইনাল ম্য়াচ আয়োজন হবে।