Rohit Sharma: অস্ট্রেলিয়া সফরে নেই রোহিত? পরিবারে কি আসতে চলেছে নতুন সদস্য?
IND vs AUS: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের আগে রোহিতের নেতৃত্বেই ঘরের মাঠে নিউজিল্য়ান্ডের বিরুদ্ধে তিন ম্য়াচের টেস্ট সিরিজে খেলতে নামবে টিম ইন্ডিয়া।
মুম্বই: শর্মা জি-র পরিবারে কি এবার আসতে চলেছেন আরও এক নতুন সদস্য? হ্যাঁ, তেমনই শোনা যাচ্ছে কানাঘুষো। বর্ডার-গাওস্কর ট্রফির প্রথম দুটো টেস্টের যে কোনও একটি টেস্টে হয়ত নাও খেলতে পারেন হিটম্য়ান। সূত্রের খবর, রোহিতের স্ত্রী রীতিকা হয়ত সন্তানসম্ভবা। সংবাদসংস্থা পিটিআই সূত্রে খবর, রোহিত শর্মা নাকি বোর্ডের কাছে আর্জিও জানিয়েছেন যে পারথে আগামী ২২ নভেম্বর থেকে শুরু হতে চলা আগামী ২২ নভেম্বর প্রথম টেস্টে নাও খেলতে পারেন তিনি। কারণটা ব্যক্তিগত জানিয়েছেন হিটম্য়ান। আর এরপরই রোহিতের দ্বিতীয়বার বাবা হওয়ার সম্ভাবনা আরও জোরালো হয়ে উঠেছে।
এই সম্ভাবনা আরও শক্তিশালী হয়েছে কারণ বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজে রোহিতের ডেপুটি কাউকে ঘোষণা করা হয়নি। কিন্তু আসন্ন অস্ট্রেলিয়া সিরিজের জন্য বুমরাকে সহ অধিনায়ক হিসেবে বেছে নেওয়া হয়েছে। রোহিত কোনও ম্য়াচে না খেললে কে দলের নেতৃত্ব দেবেন, এই বিষয়ে আগে থেকেই পরিষ্কার থাকতে চেয়েছে বোর্ড ও টিম ম্য়ানেজমেন্ট। কিছুদিন আগেই সোশ্য়াল মিডিয়ায় রীতিকার সন্তানসম্ভবা হওয়ার বিষয়টি বেশি করে ভাইরাল হয়েছিল, কারণ রীতিকার বেবি বাম্প বোঝা যাচ্ছিল বেশ ভালভাবে। তাহলে কি সম্ভাবনাই সত্যি হতে চলেছে?
তবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের আগে রোহিতের নেতৃত্বেই ঘরের মাঠে নিউজিল্য়ান্ডের বিরুদ্ধে তিন ম্য়াচের টেস্ট সিরিজে খেলতে নামবে টিম ইন্ডিয়া। গতকাল শুক্রবার বিসিসিআই ১৫ সদস্যের ভারতীয় স্কোয়াড ঘোষণা করেছে, সেখানে রোহিতই অধিনায়ক।
নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিন টেস্ট ম্যাচের সিরিজের জন্য নির্বাচিত ভারতীয় দল
রোহিত শর্মা (অধিনায়ক), যশপ্রীত বুমরা (সহ অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, শুভমন গিল, বিরাট কোহলি, কে এল রাহুল, সরফরাজ খান, ঋষভ পন্থ (উইকেটকিপার), ধ্রুব জুরেল (উইকেটকিপার), আর অশ্বিন, রবীন্দ্র জাডেজা, অক্ষর পটেল, কুলদীপ যাদব, মহম্মদ সিরাজ ও আকাশ দীপ।
রিজার্ভে থাকছেন: হর্ষিত রানা, নীতীশ কুমার রেড্ডি, ময়ঙ্ক যাদব ও প্রসিদ্ধ কৃষ্ণ
নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে বেঙ্গালুরুতে মুখোমুখি হবে ভারতীয় দল। সেই ম্য়াচটি হবে ১৬ থেকে ২০ অক্টোবর পর্যন্ত। এরপর দ্বিতীয় টেস্টটি পুণেতে শুরু হবে ২৪ অক্টোবর থেকে। চলবে ২৮ অক্টোবর পর্যন্ত। তৃতীয় তথা শেষ টেস্টটি মুম্বইয়ের ওয়াংখেড়েতে ১ থেকে ৫ নভেম্বর পর্যন্ত খেলা হবে।
আরও পড়ুন: টি-টোয়েন্টি সিরিজেও মিরাজদের ক্লিন স্যুইপ করবে ভারত? আজ কখন, কোথায় দেখবেন ম্য়াচ?