Indian Cricket: দৌড়ে সবার আগে রয়েছেন তিনিই, গিলই কি টেস্টে ভারতের পরবর্তী অধিনায়ক?
Subhman Gill: সাদা বলের ফর্ম্য়াটে একটি সিরিজে দেশের অধিনায়ক হিসেবে দায়িত্ব সামলেছিলেন গিল। কিন্তু পূর্ণ সময়ের জন্য অধিনায়ক হিসেবে এই প্রথমবার হয়ত নিযুক্ত হবেন গিল।

মুম্বই: ভারতীয় ক্রিকেট দলের (Indian Cricket Team) টেস্ট ফর্ম্য়াটে পরবর্তী অধিনায়ক কে? কার নেতৃত্বে আসন্ন ইংল্যান্ড সফরে খেলতে যাবে টিম ইন্ডিয়া? এই প্রশ্নের উত্তর মিলবে আর কিছুদিনের মধ্যেই। তবে আপাতত যা খবর, তাতে শুভমন গিলই (Subhman Gill) হয়ত টেস্টে ভারতের নতুন অধিনায়ক নির্বাচিত হতে চলেছেন। এই মুহূর্তে আইপিএলে গুজরাত টাইটান্সের নেতৃত্ব দিতে দেখা যাচ্ছে গিলকে। এর আগে সাদা বলের ফর্ম্য়াটে একটি সিরিজে দেশের অধিনায়ক হিসেবে দায়িত্ব সামলেছিলেন গিল। কিন্তু পূর্ণ সময়ের জন্য অধিনায়ক হিসেবে এই প্রথমবার হয়ত নিযুক্ত হবেন হয়ত গিল। গিলের সহ অধিনায়ক হওয়ার দৌড় অবশ্য বুমরা নন, এগিয়ে রয়েছেন ঋষভ পন্থ।
বোর্ড সূত্রের খবর, ইতিমধ্য়েই গিলের সঙ্গে নির্বাচক কমিটির প্রধান অজিত আগরকর ও হেডকোচ গৌতম গম্ভীর কথা বলেছেন। আপাতত যা খবর, তাতে গিলকেই অধিনায়ক হিসেবে দেখা যেতে পারে আসন্ন ইংল্যান্ড সফরে। পন্থের বিদেশের মাটিতে ব্যাটিং রেকর্ড বেশ ঈর্ষণীয়। সীমিত ওবারের ফর্ম্য়াটে জাতীয় দলের জার্সিতে ফর্ম কিছুটা প্রশ্নের মুখে ঠেলে দিয়েছে পন্থকে। কিন্তু টেস্টে পন্থই এই মুহূর্তে দেশের সেরা উইকেট কিপার ব্যাটার। এই পরিস্থিতিতে বুমরার আগে তিনিই রয়েছে। এছাড়া বুমরার চোটও তাঁর বিরুদ্ধে গিয়েছে। নির্বাচকমণ্ডলী এমন একজনকে চাইছেন যিনি পাঁচ ম্য়াচের সিরিজে সব ম্য়াচেই খেলবেন। বুমরার ফিটনেস ইস্যু রয়েইছে। তাঁকে সব ম্য়াচে হয়ত পাওয়া যাবে না। তাই গিলকেই অধিনায়ক হিসেবে দেখছেন নির্বাচকরা। কে এল রাহুলও দৌড়ে ছিলেন। কিন্তু তাঁর বয়স বাড়ছে। আর টেস্ট ফর্ম্য়াটে নিজের জায়গা সেভাবে পাকা করতে পারেননি কর্ণাটকী ব্যাটার। এছাড়া ওয়ান ডে ফর্ম্য়াটে রোহিতের ডেপুটি হিসেবে দায়িত্ব সামলাচ্ছেন এই মুহূর্তে গিল।
এদিকে ওপেনিংয়ে রোহিত শর্মার পরিবর্ত হিসেবে দলে সুযোগ পেতে পারেন সাই সুদর্শন। আইপিএলে দারুণ ফর্মে রয়েছএন গুজরাত টাইটান্সের এই তরুণ প্লেয়ার। আইপিএল স্থগিত হওয়ার আগে পর্যন্ত এবারের টুর্নামেন্টে ১১ ইনিংসে এখনও পর্যন্ত ৫০৯ রান করেছেন সাই। অরেঞ্জ ক্যাপ পাওয়ার দৌড়ে প্রথম দিকে রয়েছেন। গত বছর ইন্ডিয়া এ স্কোয়াডে সুযোগ পেয়েছিলেন সাই। সেখানে অস্ট্রেলিয়া এ দলের বিরুদ্ধে সেঞ্চুুরি হাঁকিয়েছিলেন। বিসিসিআই সূত্র বলছে দেবদত্ত পড়িক্কলও দৌড়ে ছিলেন এই বিষয়ে। কিন্তু সাইকেই পারফরম্য়ান্সের নিরিখে প্রাধান্য দিচ্ছে বোর্ড। সেক্ষেত্রে যশস্বী জয়সওয়ালের সঙ্গে ওপেনে দেখা যেতে পারে গুজরাত ওপেনারকেই।




















