IND vs ENG: ইংল্যান্ডে চার নম্বর পজিশনে বিরাটের জুতোয় পা গলাতে পারেন কারা?
Virat Kohli: আসন্ন ইংল্যান্ড সফরে টেস্ট সিরিজে ভারতীয় দলের কোন ব্যাটার বিরাট কোহলির ব্যাটিং পজিশন চার নম্বরে ব্যাটিং করতে পারেন?

মুম্বই: বিরাট কোহলি (Virat Kohli) টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়ার সঙ্গে সঙ্গেই প্রশ্ন উঠতে শুরু করেছে চার নম্বর পজিশন নিয়ে। এই পজিশনেই টেস্টে বছরের পর বছর ধরে ব্য়াটিং করে গিয়েছেন কোহলি। দেশের জার্সিতে একাধিক স্মরণীয় ইনিংস খেলেছেন। অজস্র রেকর্ড ভেঙেছে ও গড়েছেন। সেই চার নম্বর পজিশনে আসন্ন ইংল্যান্ড সফরে কাকে দেখা যাবে? তালিকায় রয়েছেন দলের অধিনায়ক শুভমন গিলও রয়েছেন।
ইংল্যান্ড সফরে চার নম্বর পজিশনে দেখা যেতে পারে যাঁদের - - -
শুভমন গিল: দেশের জার্সিতে এখনও পর্যন্ত ৩২টি টেস্ট খেলে ফেলেছেন শুভমন গিল। ২৫ বছর বয়স। ইতিমধ্যেই কানাঘুষো শোনা যাচ্ছে যে রোহিত শর্মা অবসর নেওয়ার পর শুভমন গিলই হয়ত ভারতীয় দলের পরবর্তী টেস্ট অধিনায়ক হওয়ার দৌড়ে সবার আগে। এখনও পর্যন্ত তাঁর টেস্ট কেরিয়ারে তিন নম্বর পজিশনেই ব্যাটিং করে এসেছেন গিল। কিন্তু অধিনায়ক হওয়ার পর দায়িত্ব বাড়বে। দলের স্বার্থে গুরুত্বপূর্ণ চার নম্বর স্লটে নামতে পারেন ডানহাতি ব্যাটার।
সাই সুদর্শন: এখনও পর্যন্ত টেস্ট ক্রিকেটে অভিষেক হয়নি। কিন্তু আইপিএলে ও ঘরোয়া ক্রিকেটে গত কয়েক মরশুমে যা পারফরম্য়ান্স, সেই নিরিখে আগামী ইংল্যান্ড সিরিজে দলে ঢুকে পড়বেন সাই সুদর্শন, একথা বলাই যায়। ২০২৩ সালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ান ডে অভিষেক হওয়ার পর থেকে এখনও পর্যন্ত মাত্র চারটি আন্তর্জাতিক ম্য়াচ খেলেছেন। আইপিএলে গুজরাত টাইটান্সের ওপেনার হিসেবে খেলছেন। অরেঞ্জ ক্যাপের দৌড়েও রয়েছেন এই মরশুমে। টেস্টে ইংল্যান্ডের মাটিতে চার নম্বর পজিশনে দেখা যেতে পারে তাঁকে।
কে এল রাহুল: এই মুহূর্তে ভারতীয় দলের সবচেয়ে অভিজ্ঞ ব্যাটার টেস্ট ফর্ম্য়াটে। সাম্প্রতিক সময়ে ক্রাইসিস ম্য়ান হিসেবেও নিজের পরিচিতি গড়ে তুলেছেন কে এল রাহুল। সাদা বলের ফর্ম্যাটে যে কোনও পজিশনেই খেলেন। তবে টেস্টে ধারাবাহিক নন। ইংল্যান্ডের মাটিতে অবশ্য রাহুলের ব্যাটে বড় রান চাইবেন নির্বাচকরা। চার নম্বর পজিশনে তাঁকেও দেখা যেতে পারে।
সরফরাজ খান: ঘরোয়া ক্রিকেটে ভুরিভুরি রান করার সৌজন্যে টেস্ট ফর্ম্য়াটে জাতীয় দলে সুযোগ পেয়েছিলেন গত বছর ইংল্য়ান্ডের বিরুদ্ধে। রাজকোটে ইংল্য়ান্ডের বিরুদ্ধে টেস্ট অভিষেক হয়েছিল গত বছর। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ২৭ বছরের ক্রিকেটার নিজের প্রথম টেস্ট সেঞ্চুরি হাঁকিয়েছিলেন। বর্ডার গাওস্কর ট্রফিতে অবশ্য রিজার্ভ বেঞ্চেই বসে কাটাতে হয়েছিল।
আরও পড়ুন: শেষবার কবে বিরাট, রোহতিকে ছাড়াই টেস্ট খেলতে নেমেছিল টিম ইন্ডিয়া?




















