Smriti Mandhana Birthday: সদ্য ২৮ পেরিয়েছেন, ভারতীয় মহিলা ক্রিকেট তারকা স্মৃতির সম্পত্তির পরিমাণ কত জানেন?
Smriti Mandhana Update: তারকা ক্রিকেটারের সম্পত্তির পরিমাণ শুনলে কিন্তু আপনারও চোখ কপালে উঠবে। অনেক পুরুষ ক্রিকেটারের থেকেই বেশি আয় করেন স্টাইলিস্ট এই সুন্দরী ভারতীয় ব্যাটার।

মুম্বই: বর্তমান সময়ের ভারতীয় মহিলা ক্রিকেটের (Indian Womens Cricket) অন্যতম সেরা তারকা ক্রিকেটারের নাম স্মৃতি মন্ধানা (Smriti Mandhana)। জাতীয় দলে হরমনপ্রীত কৌরের ডেপুটিও তিনি। বাঁহাতি স্মৃতি গত ১৮ জুলাই তাঁর ২৮ তম জন্মদিন উদযাপন করেছেন। অসংখ্য ভক্তরা তাঁকে শুভেচ্ছাও জানিয়েছেন। এই মুহূর্তে ভারতীয় মহিলা ক্রিকেট দল ইংল্যান্ডে ওয়ান ডে সিরিজ খেলছে (INDW vs ENGW)। যেই সিরিজে খেলছেন স্মৃতিও। টুর্নামেন্টের ফাঁকে নিজের জন্মদিনের কেকও কেটেছেন স্মৃতি।
তারকা ক্রিকেটারের সম্পত্তির পরিমাণ শুনলে কিন্তু আপনারও চোখ কপালে উঠবে। অনেক পুরুষ ক্রিকেটারের থেকেই বেশি আয় করেন স্টাইলিস্ট এই সুন্দরী ভারতীয় ব্যাটার। রিপোর্ট অনুসারে, স্মৃতি মন্ধানার মোট সম্পত্তির পরিমাণ প্রায় ৩২ থেকে ৩৩ কোটি টাকা। তার বার্ষিক আয় ৫ থেকে ৬ কোটি টাকার মধ্যে বলে মনে করা হচ্ছে। এর অর্থ হল মন্ধানা এখন কেবল মাঠেই নয়, আয়ের দিক থেকেও তাক লাগিয়ে দেওয়ার মত।
View this post on Instagram
বিসিসিআই, ডব্লিউপিএল চুক্তি, ম্যাচ ফি (টেস্ট, ওয়ানডে, টি-টোয়েন্টি) ব্র্যান্ড এনডোর্সমেন্ট, স্পনসরশিপ চুক্তি থেকে আয় করছেন স্মৃতি। এখনও পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেটে মোট ২৬৩টি আন্তর্জাতিক ম্য়াচ খেলেছেন বাঁহাতি ভারতীয় তরুণী ক্রিকেটার। ৭ টি টেস্টে, ১০৩টি ওয়ান ডে ও ১৫৩টি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্য়াচ খেলেছেন।
এদিকে, তিন ম্য়াচের ওয়ান ডে সিরিজের প্রথম ম্য়াচে জয় ছিনিয়ে নিয়েছিল ভারতীয় মহিলা ক্রিকেট দল। এদিন দ্বিতীয় ম্য়াচে জয় ছিনিয়ে নিল ইংল্যান্ড শিবির। বৃষ্টিবিঘ্নিত প্রথম ওয়ান ডে ম্য়াচে ২৯ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৪৩ রান বোর্ডে তুলে নিয়েছিল হরমনপ্রীত কৌরের দল। জবাবে রান তাড়া করতে নামে যখন ইংল্যান্ড শিবির, তখন ১৮.৪ ওভারে ইংল্যান্ডের স্কোর যখন ১০২, তখন ফের বৃষ্টি নামে। এরপর লক্ষ্যমাত্রা কমে দাঁড়ায় ২৪ ওভারে ১১৫। যা ২১ ওভারের মধ্য়েই তুলে নেয় ইংল্যান্ড শিবির।
View this post on Instagram




















