INDW vs BANW: স্পিনের ফাঁদে নাজেহাল বাংলাদেশ, ৯৫ রানের পুঁজি নিয়েও ম্যাচ জিতল ভারত
INDW vs BANW 2nd T20: ভারতের হয়ে শেফালি ভার্মা ও দীপ্তি শর্মা, উভয়েই তিনটি করে উইকেট নেন।
ঢাকা: মাত্র ৯৫ রানের পুঁজি নিয়েও অনবদ্য বোলিংয়ে ভর করে বাংলাদেশের বিরুদ্ধে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ (INDW vs BANW 2nd T20) জিতে নিল ভারত। টিম ইন্ডিয়ার স্পিনারদের ফাঁদে সম্পূর্ণ ব্যর্থ বাংলাদেশ ব্যাটিং লাইন আপ। ভারতের হয়ে শেফালি ভার্মা (Shafali Verma) ও দীপ্তি শর্মা (Deepti Sharma), উভয়েই তিনটি করে উইকেট নেন। অধিনায়ক নিগার সুলতানা বাদে অন্য কোনও বাংলাদেশি ব্যাটার দুই অঙ্কের রানও করতে পারলেন না। হরমনপ্রীতরাই প্রথম টি-টোয়েন্টি ম্যাচ জিতেছিলেন। এই ম্যাচেও ভারতীয় দল জয় পাওয়ায় তাঁরা তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজও নিজেদের নামে করে ফেলল।
৯৫ রান ডিফেন্ড করতে নেমে ভারতের শুরুটা ভালই হয়। ম্যাচের মাত্র দ্বিতীয় ওভারেই মিন্নু মানি শামিমা সুলতানাকে পাঁচ রানে সাজঘরে ফেরত পাঠান। পরের ওভারেই দীপ্তি শর্মা ভারতকে ম্যাচের দ্বিতীয় সাফল্য এনে দেন। পরপর দুই উইকেট হারানোর পর বাংলাদেশের রানের গতি একেবারেই কমে যায়। তবে তাতে উইকেট পরার গতি কমেনি। নিরন্তর ব্যবধানে উইকেট হারাতে থাকে বাংলাদেশ। জীবনদান পাওয়ার একমাত্র সুলতানাই বাংলাদেশের হয়ে লড়াইটা চালিয়ে যান। বাংলাদেশকে কার্যত একাই জয়ের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন সুলতানা। তবে তিনি আউট হওয়াতেই সবকিছু বদলে যায়।
১৯তম ওভারে ৫৫ বলে ৩৮ রান করে সাজঘরে ফেরেন সুলতানা। শেষ ওভারে বাংলাদেশের জয়ের জন্য ১০ রানের প্রয়োজন ছিল। তবে শেফালি মাত্র এক রান খরচ করে জোড়া উইকেট তুলে নেন। ৮৭ রানেই অল আউট হয়ে যায় বাংলাদেশ।
প্রথম ইনিংস
এদিন টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন হরমনপ্রীত। গত ম্যাচের অপরিবর্তিত দল নিয়েই মাঠে নেমেছিল ভারত। বাংলাদেশ নিজেদের একাদশে একটি বদল ঘটিয়েছিল। সালমা খাতুনের বদলে ওপার বাংলার দলে সুযোগ পেয়েছিলেন ফাহিমা খাতুন। ব্যাটিংয়ে নেমে ভারতের দুই ওপেনার শেফালি ও স্মৃতি শুরুটা কিন্তু মন্দ করেনি। ইনিংসের তৃতীয় ওভারে শেফালি মারুফা আখতারের বিরুদ্ধে নাগাড়ে চারটি চার মারেন। পঞ্চম ওভারে নাহিদা আখতার বাংলাদেশকে প্রথম সাফল্য এনে দেন।
স্মৃতিকে আউট করেন তিনি। ১৩ রানে সাজঘরে ফেরেন ভারতের তারকা ওপেনার। পাওয়ার প্লের শেষে ওভারে সুলতানা খাতুন পরপর বলে সেট শেফালি ও হরমনপ্রীতকে ফেরান। ভারতী অধিনায়ক তো নিজের খাতাই খুলকে পারেননি। এরপর সাজঘরে ফেরেন ইয়াস্তিকা ভাটিয়া। তিনি ১১ রানে আউট হন। মাত্র ১৫ রানের ব্যবধানে চার উইকেট হারিয়ে প্রবল চাপে পড়ে যায় ভারত। তারপর আর সেই চাপ কাটিয়ে উঠতে পারেননি জেমাইমারা। ৫০ রানের গণ্ডি পার করতেই ভারতের ৯.২ ওভার লেগে যায়।
জেমাইমা ব্যাট হাতে চূড়ান্ত ব্যর্থ। ২১ বলে মাত্র ৮ রান করেন তিনি। হরলীন দেওল ২১ বলে ৬ রান করেন। দীপ্তি শর্মা ১০ রান করেন, অমনজোৎ কৌর করেন ১৪ রান। বাংলাদেশের হয়ে চার ওভারে ২১ রানের বিনিময়ে তিন উইকেট নেওয়া সুলতানা খাতুনই সফলতম বোলার। ফাহিমা খাতুন ১৬ রানের বিনিময়ে দুই উইকেট নেন।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
https://t.me/abpanandaofficial
আরও পড়ুন: হেয়ার থিনিং কী? কেন এই সমস্যা দেখা দেয়?