INDW vs SLW: বাড়ছে চাপ, শ্রীলঙ্কার বিরুদ্ধে মহাগুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামছে ভারত, কোথায় দেখবেন খেলা?
Women's T20 World Cup 2024: কিউয়িদের বিরুদ্ধে অস্ট্রেলিয়ার দুরন্ত জয়ের পর ভারতীয় দলের ওপর চাপ আরও বৃদ্ধি পেয়েছে।
দুবাই: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে হারের পর পাকিস্তানকে হারালেও ভারতীয় দলের মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপের (Women's T20 World Cup 2024) সেমিফাইনালে পৌঁছনোর সম্ভাবনা খুব একটা উজ্জ্বল হয়নি। কিউয়িদের বিরুদ্ধে অস্ট্রেলিয়ার দুরন্ত জয়ের পর ভারতীয় দলের ওপর চাপ আরও বৃদ্ধি পেয়েছে। এমন পরিস্থিতিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে ভারতের জয় (INDW vs SLW) পাওয়াটা আরও গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে।
কিউয়িদের বিরুদ্ধে গত বারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া ম্যাচ জিতে লিগ তালিকায় একেবারে শীর্ষে পৌঁছে গিয়েছে। এর ফলে কিউয়িদের কাছে হারা ভারতকে সেমিফাইনালে পৌঁছতে হলে শুধু যে শ্রীলঙ্কাকে হারাতেই হবে, তা নয়। দ্বীপরাষ্ট্রকে বড় ব্যবধানে পরাজিত করার অত্যন্ত প্রয়োজনীয়। হরমনপ্রীত কৌরের নেতৃত্বাধীন ভারতীয় দল আপাতত লিগ তালিকায় চারে। কিন্তু দলের মাথাব্যথার সবথেকে বড় কারণ হল -১.৬৬৭ নেট রান রেট। এই নেট রান রেট ঠিক করতেই লঙ্কানদের বিরুদ্ধে বড় ব্যবধানে জয়ের প্রয়োজন।
The Aussie lead the way but all five teams remain in the hunt for a semi-finals spot 👀
— ICC (@ICC) October 9, 2024
Full standings 📲 https://t.co/PPq2SOMD32#WhateverItTakes pic.twitter.com/zCS52nPhW7
শ্রীলঙ্কার বিরুদ্ধে ভারতীয় দলের রেকর্ডও বেশ ভাল। কিন্তু এই শ্রীলঙ্কার কাছেই কিন্তু এশিয়া কাপের ফাইনালে হেরে মহাদেশের সেরা হওয়ার স্বপ্ন চুরমার হয়েছিল ভারতের। তাই ওমেন ইন ব্লুকে সেয়ানে সেয়ানে টক্কর দিতে কিন্তু তাঁরা তৈরি। ভারতের জন্য এই ম্য়াচটা একদিকে যেমন সেমিফাইনালের দৌড়ে টিকে থাকার লড়াইয়ের ম্যাচ, অপরদিকে আবার এশিয়া কার ফাইনালে পরাজয়ের বদলারও ম্যাচ। তাই এক হাড্ডাহাড্ডি লড়াই হওয়ার পূর্ণ সম্ভাবনা কিন্তু রয়েইছে।
কারা মুখোমুখি হবে
টি-টোয়েন্টি বিশ্বকাপের তৃতীয় ম্য়াচে ভারত আজ শ্রীলঙ্কার মুখোমুখি হবে
কোথায় ম্যাচ?
ম্য়াচটি আয়োজিত হবে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে
কখন শুরু?
ম্যাচ শুরু হবে বুধবার, ৯ অক্টোবর, ভারতীয় সময় সন্ধে ৭.৩০ থেকে
কোথায় দেখবেন ম্যাচ?
স্টার স্পোর্টস নেটওয়ার্কে সরাসরি সম্প্রচার হবে টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত বনাম শ্রীলঙ্কার ম্য়াচটি
অনলাইনে কীভাবে দেখবেন ম্য়াচ?
টিভির সামনে বসার সুযোগ না থাকলেও কিন্তু চিন্তা নেই। ডিজনি+হটস্টারে অনলাইনে ২২ গজে দুই পড়শি দেশের লড়াই দেখা যাবে
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: রাজধানীতে বসবে ভারত-বাংলাদেশের দ্বিতীয় টি-টোয়েন্টির আসর, কেমন থাকবে পিচ, পরিবেশ?