Hardik on Pollard Retirement: আইপিএল থেকে অবসর নিয়েছেন বন্ধু পোলার্ড, পাণ্ড্যর পোস্টে আবেগের বিস্ফোরণ
Kieron Pollard: ২০১০ সালে মুম্বই ইন্ডিয়ান্সে যোগ দিয়েছিলেন পোলার্ড। নিজের গোটা আইপিএল কেরিয়ারে মুম্বইয়ের জার্সি পরেই মাঠে নেমেছেন তিনি।
মুম্বই: ১৩ বছর মুম্বই ইন্ডিয়ান্সের জার্সিতে আইপিএলের (IPL) মঞ্চ মাতিয়েছেন পোলার্ড। তবে আর নয়। মঙ্গলবার (১৫ নভেম্বর) নিজের আইপিএল কেরিয়ারে ইতি টেনেছেন কায়রন পোলার্ড (Kieron Pollard)। ২০১০ সালে মুম্বই ইন্ডিয়ান্সে যোগ দিয়েছিলেন পোলার্ড। নিজের গোটা আইপিএল কেরিয়ারে মুম্বইয়ের জার্সি পরেই মাঠে নেমেছেন তিনি। পল্টনদের হয়ে পাঁচটি আইপিএল খেতাব জয়ের পাশাপাশি দুইটি চ্যাম্পিয়ন্স লিগ ট্রফিও জিতেছেন পোলার্ড। এমন এক কিংবদন্তির বিদায়ে স্বাভাবিকভাবেই শুভেচ্ছার ঢল নেমে এসেছে।
আবেগের বিস্ফোরণ
পোলার্ডকে তাঁর দুর্দান্ত কেরিয়ারের জন্য শুভেচ্ছা জানিয়েছেন তাঁর প্রাক্তন পল্টন সতীর্থরা। এই তালিকায় যশপ্রীত বুমরা (Jasprit Bumrah), হার্দিক পাণ্ড্যও (Hardik Pandya) সামিল। হার্দিক এক আবেগঘন সোশ্যাল মিডিয়া পোস্টে লেখেন, 'পলি, আমি তোমার থেকে ভাল মেন্টর এবং বন্ধু পাব না। মাঠে তোমার সঙ্গে খেলতে পারাটা এখনও পর্যন্ত আমার কেরিয়ারের অন্যতম সেরা অভিজ্ঞতা। তোমার নতুন ভূমিকার জন্য তোমায় অনেক শুভেচ্ছা। তোমাকে আমি যতটা চিনি, তাতে আমার কোনও সন্দেহ নেই যে তুমি তোমার নতুন ভূমিকাতেও পরবর্তী প্রজন্মের নির্ভীক ক্রিকেটারদের উদ্বুদ্ধ করবে। সব কিছুর জন্য তোমায় অনেক ধন্যবাদ, শীঘ্রই দেখা হবে।'
Knowing you the way I do, there is no doubt in my mind that you will succeed in your new role and continue to inspire another generation of fearless cricketers. Thank you for everything my brother, good luck and see you soon ❤️ 👊 @KieronPollard55 pic.twitter.com/YVbREp3FPr
— hardik pandya (@hardikpandya7) November 16, 2022
বুমরার পোস্ট
হার্দিকের মতোই পোলার্ডের আরেক প্রাক্তন মুম্বই সতীর্থ বুমরাও আবেগে ভেসেছেন। তিনি লেখেন, 'তুমি যে আর মাঠে আমাদের সঙ্গে খেলতে নামবে না, সেটা মেনে নিতে আরও কিছুটা সময় লাগবে। তবে নেটে আমাদের খুনসুটি কিন্তু বহাল থাকবে। এক অসাধারণ কেরিয়ারের জন্য তোমায় অনেক অভিনন্দন। তোমার নতুন ইনিংসের জন্য অনেক শুভেচ্ছা রইল।'
It'll take some used to you not being on the field out there with us, but I'll still enjoy our banter in the nets. Congratulations on an incredible career Polly and all the best for your new innings 👏 @KieronPollard55 pic.twitter.com/7NgaatvJko
— Jasprit Bumrah (@Jaspritbumrah93) November 15, 2022
পোলার্ড আইপিএল থেকে অবসর নিলেও, অন্যান্য লিগে খেলবেন বলেই জানিয়েছেন। তবে দলের চাহিদা অনুসারেই তিনি এই সিদ্ধান্ত বলে জানান পোলার্ড। অবশ্য খেলোয়াড় হিসাবে ইতি টানার সঙ্গে সঙ্গেই তাঁকে নতুন ভূমিকায় নিযুক্ত করল মুম্বই ইন্ডিয়ান্স। এবার থেকে মুম্বই ইন্ডিয়ান্সের ব্যাটিং কোচের দায়িত্ব পালন করতে দেখা যাবে পোলার্ডকে।
আরও পড়ুন: সিএসকেতেই রয়ে গেলেন জাডেজা, ধোনির সঙ্গে ছবি পোস্ট করে দিলেন ইঙ্গিতপূর্ণ বার্তা