IPL 2025: এ মরশুমেই ইতি! CSK শিবিরে যোগ দেওয়ার দিনেই বিশেষ টি-শার্টে বিদায়ীবার্তা দিলেন ধোনি?
MS Dhoni: সিএসকে শিবিরে যোগ দেওয়ার জন্য আজ, ২৬ ফেব্রুয়ারিই চেন্নাইয়ে পৌঁছে গিয়েছেন মহেন্দ্র সিংহ ধোনি।

চেন্নাই: বয়স ৪৩ পার করেছে। তবে শত জল্পনা সত্ত্বেও ফের একবার আইপিএলে (IPL 2025) চেন্নাই সুপার কিংসের (CSK) হলুদ জার্সি পরে এ মরশুমেও মাঠে নামতে চলেছেন মহেন্দ্র সিংহ ধোনি (MS Dhoni)। অবশ্য এবারই হয়তো তাঁর শেষ আইপিএল মরশুম হতে চলেছে।
অনেকেই বলবেন যে এই কথা তো প্রতিবারই বলা হয়, আর প্রতিবারই তা মিথ্যে প্রমাণিত হয়। তাহলে এবার কী এমন হল? রহস্যটা লুকিয়ে টি-শার্টে। হ্যাঁ, ঠিকই টি-শার্টেই লুকিয়ে আছে মাহির অবসরের ইঙ্গিত। ধোনির খেলার ধরণ হোক বা নেতৃত্ব দেওয়ার ধরণ, সবটাই আর পাঁচজনের থেকে ভিন্ন। তাঁর বিদায়বার্তা যে ভিন্নরকমই হবে, সেটাই স্বাভাবিক। অনেকেই মনে করছেন যে একদম ভিন্নভাবে নিজের বিদায়ী ইঙ্গিত দিয়ে দিলেন আইপিএলের সফলতম অধিনায়ক।
আজই মাহি চেন্নাই সুপার কিংসের অনুশীলন শিবিরে যোগ দেওয়ার জন্য চেন্নাইয়ে উড়ে এসেছেন। বুধবার, চেন্নাই বিমানবন্দর থেকে বেরোনোর সময় ধোনির টি-শার্ট সকলের নজরে পড়ে। সেই টি-শার্টেই বিশেষ ধরনের এক কোডে এই বিদায়ীবার্তা লেখা ছিল, যার নাম 'মর্স কোড'। পরবর্তীতে এটি ডিকোড করে দেখা যায় এর অর্থ 'One last time' অর্থাৎ শেষ একবার। যদিও তাঁর কোডে সামান্য ভুল ছিল বলেই দাবি করা হচ্ছে। তাঁর টি-শার্টে লেখা ছিল,
- --- -. .
- .-....- ... -
- - .. -- .
তবে ChatGPT অনুযায়ী 'Last'-র মর্ফড কোড, ' .-....- ... - ' বদলে ' .-.. .- ... - ' হওয়া উচিত ছিল। তবে এটুকু ভুলত্রুটি মার্জনা করলে, এই মর্স কোড কিন্তু ধোনির বিদায়েরই ইঙ্গিত দিচ্ছে। তিনি শেষ পর্যন্ত কী সিদ্ধান্ত নেন, সেটা অবশ্যই দেখার বিষয়। আজ চেন্নাই শিবিরে যোগ দিলেও অবশ্য মাহি নিজে রাঁচিতে আগেভাগেই নিজেকে ফিট করার কাজবাজ শুরু করে দিয়েছিলেন। সেখানেই প্রস্তুতি সারছিলেন তিনি। আসন্ন মরশুমের আইপিএলের জন্য তিনি বদল ঘটানোরও সিদ্ধান্ত নিয়েছেন। কী সেই সিদ্ধান্ত?
THA7A FOR A REASON! 🦁🔥 #Thala #DenComing #WhistlePodu 🦁💛 pic.twitter.com/VewJtZxVDr
— Chennai Super Kings (@ChennaiIPL) February 26, 2025
মরশুম শুরুর আগে চল্লিশোর্ধ্ব ধোনি নাকি নিজের ব্যাটের ওজন কমাতে চলেছেন। রিপোর্ট অনুযায়ী প্রাক্তন ভারতীয় অধিনায়ক তথা আইপিএলের সফলতম অধিনায়ক এ মরশুমের জন্য নিজের ব্যাটের ওজন অন্তত ১০ থেকে ২০ গ্রাম কমাচ্ছেন। অতীতে নিজের সেরা সময়ে ধোনি অত্যন্ত ভারী ব্যাটের ব্যবহার করতেন। তবে তার ওজন এবার কমতে চলেছে। এক সূত্র দাবি করেছেন ধোনিকে এ বারের আইপিএল মরশুমের জন্য মেরঠ থেকে যে ব্যাট সরবরাহ করা হচ্ছে তার ওজন ১২৩০ গ্রাম রাখা হয়েছে। এবার দেখার হালকা ব্যাটে মাহি প্রতিপক্ষের ওপর ভারী প্রহার করতে পারেন কি না।
আরও পড়ুন: অতীতে ছিলেন কোহলিদের দলের অংশ, আইপিএল শুরুর আগেই আরসিবি প্রাক্তনী যোগ দিলেন সিএসকেতে




















