Rohit Sharma: সিডনি টেস্টে তাঁকে বাদ দিয়েছিলেন গম্ভীর-আগরকর? নিজেই সত্যিটা প্রকাশ করলেন রোহিত
Indian Cricket Team: বর্ডার-গাওস্কর ট্রফিতে সিডনি টেস্টে তাঁকে ভারতীয় একাদশে না দেখে তোলপাড় পড়ে গিয়েছিল।

মুম্বই: বর্ডার-গাওস্কর ট্রফিতে সিডনি টেস্টে তাঁকে ভারতীয় একাদশে না দেখে তোলপাড় পড়ে গিয়েছিল। বিতর্ক তৈরি হয়েছিল, রোহিত শর্মাকে (Rohit Sharma) কি বাদ দিয়ে দিলেন টিম ইন্ডিয়ার কোচ গৌতম গম্ভীর (Gautam Gambhir) কিংবা প্রধান নির্বাচক অজিত আগরকর?
সেই ঘটনার প্রায় চার মাস বাদে মুখ খুললেন খোদ রোহিতই। ভারতীয় টেস্ট দলের অধিনায়ক রোহিত শর্মা জানিয়েছেন, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিডনিতে বছরের শুরুতে যে টেস্ট ম্যাচ থেকে তাঁকে বাদ দেওয়া হয়েছিল, সেটা সর্বসম্মতিক্রমে নয়! এবং এ ব্যাপারে প্রধান কোচ গৌতম গম্ভীর ও প্রধান নির্বাচক অজিত আগরকরের সঙ্গে তাঁর ‘বচসা’ হয়েছিল। বর্ডার-গাওস্কর ট্রফির সময় অ্যাডিলেড, ব্রিসবেন ও মেলবোর্নে খেলা রোহিত পরপর পাঁচ ইনিংসে ব্যর্থ হয়েছিলেন। মেলবোর্নে খেলা সিরিজের চতুর্থ টেস্ট ম্যাচে শুভমন গিলকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।
একটি পডকাস্ট শোয়ে অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক মাইকেল ক্লার্কের সঙ্গে কথা বলেন রোহিত। সেখানেই রোহিত বলেছেন, 'আমরা যেমন করেই হোক গিলকে চূড়ান্ত একাদশে রাখতে চেয়েছিলাম। ও খুব ভাল খেলোয়াড়। ও আগের টেস্ট ম্যাচে খেলতে পারেনি।' এরপরই রোহিত বলেন, 'সিডনি টেস্ট নিয়ে বলব, আমি নিজের কাছে সৎ থাকতে চেয়েছিলাম। আমি একেবারেই ভাল ব্যাটিং করতে পারছিলাম না। ঠিকঠাক ব্যাটে-বলে হচ্ছিল না। আমাদের টিমের বেশ কয়েকজন ব্যাটারের পরিস্থিতিও একইরকম ছিল। শুধু সেই কারণের জন্য নিজেকে একাদশে রাখতে চাইনি। কোচ-নির্বাচকের সঙ্গেও কথা বলি। ওরা রাজি হয়েছিল। আবার কোথাও গিয়ে রাজি ছিলও না। সিদ্ধান্ত নিয়ে মতবিরোধও হয়েছিল।'
টিমকে প্রাধান্য দেওয়ার জন্য পরিচিত ভারতীয় অধিনায়কের যুক্তি ছিল সহজ। রোহিত বলেছেন, 'আপনি টিমকে প্রাধান্য দেওয়ার চেষ্টা করেন, আপনি শুধু দেখেন টিমের কী প্রয়োজন এবং সেই অনুযায়ী সিদ্ধান্ত নেন। কখনও কখনও এটা কাজ করবে, কখনও কখনও করবে না। এমনটাই হয়। আপনি যতই সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করুন না কেন, তার ফলে সফলতার কোনও গ্যারান্টি থাকে না।'
রোহিত আরও বলেছেন, 'আমি অ্যাডিলেডে ভাল খেলিনি। আমি ভেবেছিলাম আমার ইনিংসের শুরুটা করা উচিত ছিল। আমি যা করি এবং সেখানে ব্যর্থ হলেও পছন্দ করব। এটাই আমার জায়গা, এটাই আমার অবস্থান। আমি সেখানে গিয়ে ব্যাটিং করতে খুশি হব, সফলতা পাই কি না, সেটা আলাদা ব্যাপার। কিন্তু আমি টিমের জন্য আমার স্বাভাবিক জায়গায় খেলব।'
রোহিত স্বীকার করেছেন যে তাঁকে নিজেকে বাদ দিতে হয়েছিল কারণ একই সময়ে টিমের অনেক খেলোয়াড় ফর্মে ছিল না। তার মধ্যে তারকা ব্যাটার বিরাট কোহলিও ছিলেন। পারথে প্রথম টেস্টে তাঁর সেঞ্চুরি ছাড়া কোহলি পুরো সিরিজ জুড়ে বলার মতো কিছু করেননি। রোহিত বলেছেন, 'সিরিজের শেষ টেস্টে আমাকে নিজের সঙ্গে সৎ হতে হয়েছিল। আমি বলকে ভালভাবে মারতে পারছিলাম না। আমি শুধুমাত্র দলে নিজেকে রাখতে চাইনি কারণ আমরা অন্য খেলোয়াড়দের বাদ দিয়েছিলাম যারা দলে ঢোকার দাবিদার ছিল।'
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
