Curtis Campher Record: ৫ বলে ৫ উইকেট, ইতিহাস আইরিশ ক্রিকেটারের, পুরুষদের ক্রিকেটে এ নজির কারও নেই
Curtis Campher: এর আগে মেয়েদের ক্রিকেটে জিম্বাবোয়ের অলরাউন্ডার কেলিস এনধলোভুর ২০২৪ সালে ঘরোয়া টি-২০ টুর্নামেন্টে পাঁচ বলে পাঁচ উইকেট নিয়েছিলেন । তবে পুরুষদের ক্রিকেটে এই নজির প্রথম ।

ডাবলিন: টি-টোয়েন্টি ক্রিকেটে ইতিহাস গড়লেন আয়ারল্যান্ডের অলরাউন্ডার কার্টিস ক্যাম্ফার (Curtis Campher) । ছেলেদের পেশাদার ক্রিকেটে প্রথম খেলোয়াড় হিসেবে তিনি পরপর ৫ বলে ৫ উইকেট নিয়েছেন । যে নজির পুরুষদের ক্রিকেটে আর কারও নেই । আয়ারল্যান্ডের ইন্টার প্রোভিন্সিয়াল টি-২০ ট্রফিতে নর্থ-ওয়েস্ট ওয়ারিয়র্সের বিপক্ষে মুনস্টার রেডসের হয়ে তিনি এই কীর্তি গড়েছেন ।
The first recorded instance of a bowler taking five wickets in five balls in a men's professional game 🤯
— ESPNcricinfo (@ESPNcricinfo) July 10, 2025
Curtis Campher's burst in the Ireland provincial T20 trophy earns him a bit of history 🔥 pic.twitter.com/dj5MrL4e5w
Curtis Campher creates history, secures five wickets in five balls for first-time ever by a player in men's professional cricket
— ANI Digital (@ani_digital) July 10, 2025
Read @ANI Story | https://t.co/3pFwxZfIPm
#CurtisCampher #Ireland #cricket pic.twitter.com/UVWvm9oJ9q
১৮৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ওয়ারিয়র্স ৮৭ রানের মাথায় শেষ ৫ উইকেট হারিয়ে ৮৮ রানে অল আউট হয়ে যায় । ২.৩ ওভার বল করে ১৬ রানে ৫ উইকেট নেন আইরিশ বোলার কার্টিস । ইনিংসের ১২তম ওভারের পঞ্চম বলে জ্যারেড উইলসনকে বোল্ড করে স্বপ্নের ম্যাচ শুরু করেন তিনি । পরের বলে গ্রাহাম হিউমকে এলবিডব্লিউ করে দেন । ফিরতি ওভারের প্রথম বলে অ্যান্ডি ম্যাকব্রাইন ডিপ মিড উইকেটে ক্যাচ দিয়ে ফেরেন। হ্যাটট্রিক পূর্ণ করেন ক্যাম্ফার ।
█▓▒▒░░░HISTORY░░░▒▒▓█
— Cricket Ireland (@cricketireland) July 10, 2025
5⃣ WICKETS IN 5⃣ BALLS?
What have we just witnessed Curtis Campher 🤯
SCORE ➡ https://t.co/tHFkXqkmtp#IP2025 pic.twitter.com/UwSuhbvu9k
তবে সেখানেই থামেননি কার্টিস । ১০ নম্বর ব্যাটসম্যান রবি মিলার অফ স্টাম্পের বাইরের একটি ডেলিভারিতে উইকেটের পেছনে খোঁচা দেন । ওভারের তৃতীয় বলে ১১ নম্বর ব্যাটসম্যান জশ উইলসনকে বোল্ড করে পাঁচ বলে পাঁচ শিকার ধরেন কার্টিস ।
এর আগে মেয়েদের ক্রিকেটে জিম্বাবোয়ের অলরাউন্ডার কেলিস এনধলোভুর ২০২৪ সালে ঘরোয়া টি-২০ টুর্নামেন্টে পাঁচ বলে পাঁচ উইকেট নিয়েছিলেন । তবে পুরুষদের ক্রিকেটে এই নজির প্রথম ।
5 WICKETS IN 5 BALLS. 🤯
— Mufaddal Vohra (@mufaddal_vohra) July 10, 2025
- Curtis Campher becomes the first man to pick 5 wickets in 5 deliveries during a T20 match in Ireland. pic.twitter.com/CFYwAGcv63




















