Ishan Kishan: ফিট হয়েও ঈশানের রঞ্জি না খেলার সিদ্ধান্তে ক্ষুব্ধ ভারতীয় বোর্ড, আসছে নয়া নোটিস?
BCCI: ঈশানের মতো কোনও ক্রিকেটার যাতে রঞ্জি ট্রফির ম্যাচ থেকে নিজেকে সরিয়ে রাখতে না পারেন, তা সুনিশ্চিত করতে বোর্ডের নয়া পদক্ষেপ।
![Ishan Kishan: ফিট হয়েও ঈশানের রঞ্জি না খেলার সিদ্ধান্তে ক্ষুব্ধ ভারতীয় বোর্ড, আসছে নয়া নোটিস? Ishan Kishan's decision not to participate in Ranji Trophy angers BCCI, board likely to issue notice Ishan Kishan: ফিট হয়েও ঈশানের রঞ্জি না খেলার সিদ্ধান্তে ক্ষুব্ধ ভারতীয় বোর্ড, আসছে নয়া নোটিস?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/02/12/e56ac906c954be81a73a546a7a02c7831707739752333507_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
মুম্বই: বিগত বেশ কয়েকদিন ধরে আলোচনার কেন্দ্রবিন্দুতে ঈশান কিষাণ (Ishan Kishan)। ভারতীয় দল থেকে তাঁর বাইরে থাকা এবং সম্ভাব্য প্রত্যাবর্তন নিয়ে কম কানাঘুষো শোনা যাচ্ছে না। গোটা বিষয় নিয়ে ভারতীয় বোর্ডও (BCCI) বেশ রুষ্ট এবং দ্রুতই বোর্ডের তরফে এক নোটিস দেওয়া হতে পারে যার দরুণ খেলোয়াড়রা রঞ্জি ট্রফি খেলতে বাধ্য হন।
গত নভেম্বর মাস থেকে ঈশান ভারতীয় দলের (Indian Cricket Team) বাইরে রয়েছেন। তিনি মানসিক স্বাস্থ্যজনিত কারণে দক্ষিণ আফ্রিকা সফর থেকেও নিজেকে সরিয়ে রেখেছেন। ঈশানের দলে না থাকা এবং প্রত্যাবর্তন ঘিরে বারংবার ভারতীয় দলের কোচ রাহুল দ্রাবিড়কে প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে। গত সপ্তাহে ভারত-ইংল্যান্ড দ্বিতীয় টেস্টের পরেও রাহুল দ্রাবিড়কে ঈশানের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি স্পষ্ট করে দেন যে তারকা কিপার-ব্যাটারকে অন্তত কিছু ম্যাচ খেলতে হবে, তারপরেই তিনি জাতীয় দলে প্রত্যাবর্তন ঘটাতে পারবেন।
ঈশান তাঁর মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়ক হার্দিক পাণ্ড্যর সঙ্গে অনুশীলন সারছেন বলে সম্প্রতি একাধিক রিপোর্ট দাবি করা হয়। তবে ঈশান কিষাণ ঝাড়খণ্ডের হয়ে রঞ্জি ম্যাচ খেলার জন্য আগ্রহ দেখাননি। গোটা ঘটনায় বিরক্ত বিসিসিআই এবার এক নোটিস জারি করতে চলেছে বলে খবর। সেই নোটিস অনুযায়ী আহত নন, এমন সকল ক্রিকেটারের রঞ্জি ট্রফিতে অংশগ্রহণ বাধ্যতামূলক। সেই ব়িপোর্টেই দাবি করা হয়েছে কয়েকজন ক্রিকেটার ইতিমধ্যেই 'আইপিএল মোড'-এ চলে গিয়েছেন, যা বোর্ড একেবারেই ভাল চোখে দেখছে না।
ঈশানের অনুপস্থিতিতে ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি টেস্ট সিরিজ়ে ভারতীয় দলে কিপার হিসাবে সুযোগ পেয়েছেন কেএস ভরত ও ধ্রুব জুরেল। খবর অনুযায়ী, তৃতীয় টেস্টে ভারতের হয়ে উইকেটের পিছনে দস্তানা হাতে কেএস ভরতের (KS Bharat) বদলে ধ্রুব জুরেলকে (Dhruv Jurel) দেখা যেতে পারে।
এই সিরিজ়েই প্রথমবার জাতীয় দলে সুযোগ পেয়েছেন জুরেল। তবে প্রথম দুই টেস্টে একাদশে সুযোগ পাননি তিনি। তাঁর বদলে কেএস ভারতের ওপরই আস্থা রেখেছিল ভারতীয় টিম ম্যানেজমেন্ট। তবে সাত টেস্টে সুযোগ পেলেও ভারত ব্যাট হাতে আহামরি কিছুই করতে না পারায় জাতীয় নির্বাচকরা হতাশ। সাত টেস্টে মাত্র ২০.০৯ গড়ে ২২১ রান করেছেন। এই সিরিজ়ের দুই টেস্টে তাঁর সংগ্রহ ৯২ রান।
সেখানে ব্যাট হাতে ধ্রুব জুরেলের রেকর্ড প্রথম শ্রেণির ক্রিকেটে বেশ ভাল। ২২ বছর বয়সি জুরেল ১৫টি প্রথম শ্রেণির ম্যাচে ৪৬.৪৭ গড়ে মোট ৭৯০ রান করেছেন। উত্তরপ্রদেশ তারকা ভারতীয় 'এ' দলের হয়েও রান পয়েছেন। গত মাসে ইংল্যান্ড লায়ান্সের বিরুদ্ধে তিনি আমদাবাদে ৫০ রানের ইনিংস খেলেন। ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকা 'এ' দলের বিরুদ্ধেও তিনি ৬৯ রানের ইনিংস খেলেছিলেন। তাই এবার জাতীয় দলের হয়ে তাঁকে পরখ করে দেখতে চান নির্বাচকরা।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে
আরও পড়ুন: তৃতীয় টেস্টের আগেই চাপে ইংল্যান্ড, গোটা সিরিজ় থেকেই ছিটকে গেলেন তারকা বোলার
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)