Jasprit Bumrah: বুম বুমের ৪০০! ষষ্ঠ ভারতীয় ফাস্ট বোলার হিসাবে বিশেষ কীর্তি যশপ্রীত বুমরার
Jasprit Bumrah 400 Wickets: ইতিমধ্যেই তারকা ভারতীয় ফাস্ট বোলার বুমরা টেস্টে ১৬২টি, ওয়ান ডেতে ১৪৯টি এবং টি-টোয়েন্টিতে ৮৯টি উইকেট নিয়েছেন।
চেন্নাই: বর্তমান বিশ্বের সেরা ফাস্ট বোলার কে? প্রশ্নটি করা হলে অনেকের জবাবই হবে যশপ্রীত বুমরা (Jasprit Bumrah)। বলের রং, জার্সির রং বদল হলেও, বুমরার দক্ষতা সবসময়ই সমান থাকে। সীমিত ওভারের ক্রিকেটে তাঁর নিখুঁত ইয়র্কার প্রতিপক্ষের উইকেট ভাঙে, টেস্টে তাঁর আউটস্যুইং আবার প্রতিপক্ষকে বিপাকে ফেলে। সেই বুমরাই এবার দুরন্ত কৃতিত্ব গড়লেন। চেন্নাইয়ে বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্টে (IND vs BAN 1st Test) হাসুন মামুদকে আউট করেই নিজের আন্তর্জাতিক কেরিয়ারের ৪০০তম উইকেটটি নিয়ে নিলেন বুমরা।
মাত্র ষষ্ঠ ভারতীয় হিসাবে ৪০০ উইকেটের এই মাইলফলক পার করলেন তারকা ভারতীয় ফাস্ট বোলার। ইতিমধ্যেই ৩০ বছর বয়সি ফাস্ট বোলার টেস্টে ১৬২টি, ওয়ান ডেতে ১৪৯টি এবং টি-টোয়েন্টিতে ৮৯টি উইকেট নিয়েছেন। সব ফর্ম্যাট মিলিয়ে বুমরার বোলিং গড় ২১.০১। তারকা ফাস্ট বোলারের স্ট্রাইক রেট ৩৩.২৮। ১৯ রানের বিনিময়ে ছয় উইকেট বুমরার কেরিয়ারের সেরা বোলিং।
𝟒𝟎𝟎 𝐰𝐢𝐜𝐤𝐞𝐭𝐬 𝐟𝐨𝐫 𝐈𝐧𝐝𝐢𝐚 💥💥
— BCCI (@BCCI) September 20, 2024
A milestone to savour! @Jaspritbumrah93 has picked up his 400th wicket for #TeamIndia.
Hasan Mahmud is caught in the slips and Bangladesh are now 112-8.#INDvBAN @IDFCFIRSTBank pic.twitter.com/HwzUaAMOBt
চেন্নাইয়ে দ্বিতীয় দিনের শুরুতে ভারতীয় দল খুব বেশিক্ষণ ব্যাট করতে পারেনি। গত রাতের স্কোরের সঙ্গে মাত্র ৩৭ রান যোগ করেই অল আউট হয়ে যায় টিম ইন্ডিয়া। বাংলাদেশকে চাপে ফেলতে তাই শুরুতই উইকেটের প্রয়োজন ছিল। নিরাশ করেননি বুমরা। ম্যাচের ঠিক প্রথম ওভারেই শাদমানকে বোল্ড করে সাজঘরে ফেরান বুমরাই। তাঁর বলেই বাংলাদেশের অভিজ্ঞ মিজল অর্ডার ব্যাটার মুশফিকুর রহিমও আউট হন। বুমরা এরপর হাসান মামুদকে আউট করে নিজের কেরিয়ারের ৪০০ তম আন্তর্জাতিক উইকেটটি নিয়ে ফেললেন।
বাংলাদেশ লিটন দাস ও শাকিব আল হাসানের অর্ধশতরানের পার্টনারশিপের সুবাদে কোনওক্রমে ম্যাচে ফেরার লড়াই চালাচ্ছিল। তবে ফের একবার বিপাকে পড়ে ওপার বাংলার দল। ২১ রানের ব্যবধানেই তিন উইকেট হারায় তারা। হাসানের উইকেট পড়তেই চা বিরতির ঘোষণা করেন আম্পায়ার। বর্তমানে বাংলাদেশের স্কোর আট উইকেটে ১১২।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: বিশ্বজয়ী ভারতীয় কোচেরা এবার রাজস্থানে, ফের দ্রাবিড়ের সঙ্গে জুটি বাঁধছেন বিক্রম রাঠৌর