Jasprit Bumrah: কিউয়ি সার্জনের অধীনেই কি অস্ত্রোপচার হবে বুমরার? আদৌ খেলবেন চ্যাম্পিয়ন্স ট্রফি?
Champions Trophy: ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজে বুমরাকে বিশ্রাম দেওয়া হবে। তবে চ্যাম্পিয়ন্স ট্রফির ১৫ সদস্যের দলে বুমরাকে রাখার ব্যাপারে ভাবনা চিন্তা করছে বোর্ড।
মুম্বই: আদৌ কি জসপ্রীত বুমরা চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে পারবেন? সম্ভাবনা কিন্তু ধীরে ধীরে জটিল হচ্ছে। বর্ডার গাওস্কর ট্রফির শেষ টেস্টে সিডনিতে খেলার সময়ই পিঠের ব্যথায় মাঠ ছেড়েছিলেন। তড়িঘড়ি তাঁকে হাসপাতালে স্ক্যানের জন্য় নিয়ে যাওয়া হয়। স্ক্যানের পর ফের ফিরে আসেন মাঠে। দ্বিতীয় ইনিংসে আর বল করতে পারেননি বুমরা। যদিও সিডনিতে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমেছিলেন বুমরা। তবে ভারত বনাম অস্ট্রেলিয়া সিরিজের পরই আপাতত ন্যাশনাল ক্রিকেট অ্য়াকাডেমিতে রিহ্যাব সারছেন বুমরা।
এরইমধ্যে এক সর্বভারতীয় সংবাদপত্রের দাবি, এরমধ্যেই নিউজিল্য়ান্ডের প্রখ্যাত শল্য চিকিৎসক রোয়ান স্কাউটেনের সঙ্গে নিজের চোট নিয়ে আলোচনা সারছেন বুমরা। বিসিসিআইয়ের নির্বাচক ও টিম ম্য়ানেজমেন্টের সঙ্গেও আলোচনা সারছেন রোয়ান। প্রয়োজনে ফের অস্ত্রোপচারও করা হচে পারে। সূত্রের খবর, ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজে বুমরাকে বিশ্রাম দেওয়া হবে। তবে চ্যাম্পিয়ন্স ট্রফির ১৫ সদস্যের দলে বুমরাকে রাখার ব্যাপারে ভাবনা চিন্তা করছে বোর্ড। সেক্ষেত্রে যদি বড় কোনও সমস্য়া না হয়, তবে তাঁকে খেলানো হবে।
বুমরা এখনও পর্যন্ত ৪৫টি টেস্ট ম্যাচ খেলে ২০৫টি উইকেট নিয়েছেন। দ্রুততম ফাস্ট বোলার ও দ্বিতীয় দ্রুততম ভারতীয় বোলার হিসাবে তিনি দু'শো উইকেটের গণ্ডি পার করেছেন। তবে বল হাতে তাঁর রেকর্ড অনবদ্য হলেও, অধিনায়কত্বের রেকর্ড খুব একটা আহামরি নয়। তিনি টিম ইন্ডিয়াকে মোট তিনটি টেস্টে নেতৃত্ব দিয়ে দুইটিতেই হেরেছে। চ্যাম্পিয়ন্স ট্রফিতেও বল হাতে বুমরাকে দেখা যাবে কি না তা এখনই বলা সম্ভব নয়। আপাতত ন্যাশনাল ক্রিকেট অ্য়াকাডেমিতে রিহ্যাবে রয়েছেন তিনি। যদি গ্রেড ১ চোট হয়, তবে অন্তত ২-৩ সপ্তাহ লেগে যাবে। গ্রেড ২ চোট হলে সময় লাগবে ৬-৮ সপ্তাহ। আর যদি গ্রেড ৩ চোট হয়, তবে ৩ মাস পর্যন্ত সময় লাগতে পারে পুরো ফিট হয়ে উঠতে।
টি-টোয়েন্টি ফর্ম্য়াটের পর টেস্ট ফর্ম্য়াটেও নেতৃত্বগুণে নির্বাচকদের আস্থা অর্জন করেছেন জসপ্রীত বুমরা। তাই আপাতত বুমরাকেই সহ অধিনায়ক হিসেবে ভাবছে টিম ম্য়ানেজমেন্ট। বিসিসিআইয়ের তরফে মোটমুটি এটাও নিশ্চিত হয়ে গিয়েছে যে রোহিতই অধিনায়ক হিসেবে খেলতে নামবেন চ্যাম্পিয়ন্স ট্রফিতে। আগামী ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে চ্যাম্পিয়ন্স ট্রফি। আগামী ২০ ফেব্রুয়ারি ভারতের প্রথম ম্য়াচ বাংলাদেশের বিরুদ্ধে। তার আগে সুস্থ হয়ে উঠবেন তো বুমরা? সেটাই এখন লাখ টাকার প্রশ্ন।