Jasprit Bumrah: বর্ডার-গাওস্কর ট্রফি হেরেছে ভারত, তবে বুমরার মহিমায় মুগ্ধ হেড থেকে পন্টিং
Border-Gavaskar Trophy: যশপ্রীত বুমরা ১৫০-র অধিক ওভার বল করে ১৩.০৬ গড়ে এই সিরিজ়ে সর্বাধিক ৩২টি উইকেট নেন।
সিডনি: এক দশক পর বর্ডার-গাওস্কর ট্রফি (Border-Gavaskar Trophy) হাতছাড়া হয়েছে টিম ইন্ডিয়ার। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিডনিতে পরাজিত হয়ে ১-৩ স্কোরলাইনে সিরিজ় হাতছাড়া করেছে ভারতীয় দল। তবে টিম ইন্ডিয়া হারলেও, এই সিরিজ় চিরস্মরণীয় হয়ে থাকবে যশপ্রীত বুমরার (Jasprit Bumrah) অনবদ্য বোলিংয়ের জন্য। কার্যত একা হাতেই সিরিজ়ে ভারতকে টেনেছেন বুমরা। তাঁর এই পারফরম্যান্সে মুগ্ধ প্রতিপক্ষ শিবিরের তারকা থেকে কিংবদন্তিরা।
সিডনি টেস্টের দ্বিতীয় দিনে যশপ্রীত বুমরাকে স্ক্যান করাতে নিয়ে যাওয়া হয়। তাঁর ব্যাক স্প্যাজ়ম হয়েছে বলেই রিপোর্টে ধরা পড়ে। ফলে দ্বিতীয় ইনিংসে তিনি ব্যাট করলেও, বল করতে নামেননি। বুমরাকে বল করতে না দেখে যে অজ়ি শিবির কতটা স্বস্তি পেয়েছিল, তা ট্র্যাভিস হেড ও উসমান খাওয়াজার কথা শুনলেই স্পষ্ট বোঝা যায়। হেড যেমন বলেন, 'অন্তত ১৫ জন ওকে আজ মাঠে নামতে না দেখে স্বস্তি পেয়েছিল। খেলায় এমনটা হয়। তবে সত্যি বলতে সকলেই ওকে বলতে করতে দেখা উপভোগ করত।'
খাওয়াজাকে এই সিরিজ়ে ছয়বার আউট করেছেন বুমরা। তিনি সাফ জানিয়ে দিচ্ছেন বুমরা তাঁর খেলা কঠিনতম বোলার। 'আমরা ওকে মাঠে না দেখে ভেবেছিলাম যে এবার তাহলে জয়ের আশা রয়েছে। ওই আমার খেলা কঠিনতম বোলার।', বলেন অজ়ি ওপেনার। হেডের মতে এটাই তাঁর দেখা কোনও সিরিজ়ে কোনও ক্রিকেটারের সর্বসেরা পারফরম্যান্স। তিনি স্বীকার করে নেন, 'আমি টেস্ট সিরিজ়ে কোনও ক্রিকেটারকে এককভাবে এরম পারফর্ম করতে কোনওদিন দেখেনি। আমার মতে ওর এই সফরটা দুরন্ত কেটেছে।'
বুমরা ১৫০-র অধিক ওভার বল করে ১৩.০৬ গড়ে এই সিরিজ়ে সর্বাধিক ৩২টি উইকেট নেন। পন্টিংয়ের গলায়ও অনেকটা হেডের মতো একই সুর। তাঁর মতে এই সিরিজ়ের মতো ফাস্ট বোলিং তিনি আগে কোনওদিন দেখেননি। 'নিঃসন্দেহে এই সিরিজ়ের মতো ফাস্ট বোলিং এর আগে আমি দেখিনি। হ্যাঁ, পরিবেশ বোলিং সহায়ক ছিলই, তবে ও যখন বল করছিল, তখন যে ব্যাটারদের অনেক বেশি সমস্যায় পড়ছিল, তা বলাই বাহুল্য। অস্ট্রেলিয়ান ব্যাটিং অর্ডারে প্রতিভার অভাব ছিল না, তবে ও প্রত্যেককেই কোনও না কোনও সময়ে একেবারে বোকা বানিয়ে আউট করেছেষ' বলেন প্রাক্তন অজ়ি অধিনায়ক।
আরও পড়ুন: রোহিত, বিরাটদের জন্য কী অপেক্ষা করে রয়েছে? তারকাদ্বয়ের ভবিষ্যৎ নিয়ে মুখ খুললেন কোচ গম্ভীর