Gambhir on Rohit-Virat: রোহিত, বিরাটদের জন্য কী অপেক্ষা করে রয়েছে? তারকাদ্বয়ের ভবিষ্যৎ নিয়ে মুখ খুললেন কোচ গম্ভীর
Indian Cricket Team: সিডনি টেস্টের পর রোহিত ও বিরাটের সঙ্গে ভারতীয় নির্বাচকরা কথা বলবেন বলেই খবর।
সিডনি: বর্ডার-গাওস্কর ট্রফিতে (Border-Gavaskar Trophy) মুখ থুবড়ে পড়েছে ভারতীয় দল (Indian Cricket Team)। সিডনিতেও পরাজিত হয়ে এক দশক পর খুইয়েছে ট্রফি। গোটা সিরিজ়ে দুই তারকার চূড়ান্ত ব্যর্থতা বারংবার দলকে ডুবিয়েছে। সেই দুই তারকা আবার দলের সবথেকে অভিজ্ঞ দুই ক্রিকেটার, বিরাট কোহলি (Virat Kohli) ও রোহিত শর্মা (Rohit sharma)। গোটা সিরিজ়েই তাঁদের পারফরম্যান্স হতাশাজনক বললেও কম বলা হয়। এই পারফরম্যান্সের পর দুই তারকারই ভবিষ্যৎ নিয়ে জোর জল্পনা।
সিরিজ় হারের পর সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন ভারতীয় দলের কোচ গৌতম গম্ভীর (Gautam Gambhir)। স্বাভাবিকভাবেই তাঁকে এই নিয়ে প্রশ্ন করা হয়। গম্ভীর কিন্তু সিরিজ়ে ব্যর্থ হলেও রোহিত ও বিরাটের পাশেই দাঁড়িয়ে তাঁদের ওপর আস্থা দেখান। তিনি বলেন, 'কোনও ক্রিকেটারের ভবিষ্যৎ নিয়ে আমি কিছু বলতে পারব না। ওদের মধ্যে এখনও খিদেটা রয়েছে, প্যাসন রয়েছে। ওরা দুইজনেই মানসিকভাবে খুবই শক্তিশালী। আশা করছি জাতীয় দলকে এগিয়ে নিয়ে যেতে ওরা অগ্রণী ভূমিকা পালন করবে। ওরা যাই সিদ্ধান্ত নিক, সেটা সর্বদা দলের স্বার্থেই হবে।'
যখন বিরাট, রোহিতের কেরিয়ারই প্রশ্নচিহ্নের মুখে, সেইসময় দাঁড়িয়ে দুই মহাতারকাকে ছন্দে ফিরতে ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটে খেলার পরামর্শ দিচ্ছেন ভারতীয় প্রাক্তনী সঞ্জয় মঞ্জরেকর। তিনি বলেন, 'আমার মনে হয় কোহলির কোথাও টেকনিক্যালি সমস্যা হচ্ছে। ও সবসময়ই নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করে। নিজেকে সময় দেয়। ওর ফিটনেস নিয়ে কিছু বলার নেই। উইকেটের মাঝেই এখনও যথেষ্ট দ্রুত। কিন্তু আমার তবুও মনে হয় টেকনিক্যালি কোনও সমস্য়া হচ্ছে ওর। যার জন্য আত্মবিশ্বাসেও আঘাত দিচ্ছে।'
তিনি আরও যোগ করেন, 'আমার মনে হয় ইংল্যান্ডের বিরুদ্ধে পরবর্তী টেস্ট সিরিজে বিরাটের জন্য একেবারেই সহজ হবে না। বল অফস্টাম্পের বাইরে স্যুইং করবে। কিন্তু যদি রোহিত ও বিরাট দুজনেই খেলা চালিয়ে যেতে চায়, তবে আমি ওঁদের কাউন্টি ক্রিকেট খেলতে দেখতে চাই। সেখানে পারফর্ম করে নির্বাচকদের আস্থা ফের অর্জন করতে পারবেন তাঁরা। তবে অবসর ইস্যুটা একেবারেই ব্যক্তিগত প্রত্যেক ক্রিকেটারের। আমি আলাদা করে কিছু বলতে চাই না।'
রোহিত ও বিরাটের নাম করে গৌতম গম্ভীরও কিন্তু তারকা ক্রিকেটারদের ঘরোয়া ক্রিকেট খেলার পরামর্শ দিয়েছেন। রোহিতরা তা করবেন কি না, এবার সেটাই দেখার বিষয়।
আরও পড়ুন: স্যাম কনস্টাসকে ভয় দেখাচ্ছে ভারত, দাবি অজ়ি কোচ ম্যাকডোনাল্ডোর