BCCI Award: বিসিসিআইয়ের বাছাই করা বর্ষসেরা আন্তর্জাতিক ক্রিকেটার বুমরা, স্মৃতি, বিশেষ পুরস্কার অশ্বিনের
Jasprit Bumrah And Smriti Mandhana: আইসিসিও সম্মানিত করেছিলেন বুমরাকে। সেরা টেস্ট ক্রিকেটার নির্বাচিত হয়েছিলেন বুমরা। ২০২৪ সালে আন্তর্জাতিক ক্রিকেটে টেস্ট ফর্ম্য়াটে সর্বাধিক ৭১ উইকেট নিয়েছিলেন

মুম্বই: ২০২৩-২৪ মরশুমের জন্য সেরা আন্তর্জাতিক ক্রিকেটারের সম্মান পেলেন জসপ্রীত বুমরা। বিসিসিআইয়ের তরফে এই সম্মান দেওয়া হল তারকা ডানহাতি পেসারকে। পলি উমরিগড় অ্য়াওয়ার্ড পেলেন ডানহাতি পেসার। এই নিয়ে তৃতীয়বার। এর আগে ২০১৭-২০১৮ ও ২০২০-২১ মরশুমেও এই সম্মানে বুমরাকে সম্মানিত করেছিল বিসিসিআই। মহিলাদের ক্রিকেটে এই সম্মান পেলেন স্মৃতি মন্ধানা।
View this post on Instagram
কিছুদিন আগেই আইসিসিও সম্মানিত করেছিলেন বুমরাকে। সেরা টেস্ট ক্রিকেটার নির্বাচিত হয়েছিলেন বুমরা। ২০২৪ সালে আন্তর্জাতিক ক্রিকেটে টেস্ট ফর্ম্য়াটে সর্বাধিক ৭১ উইকেট নিয়েছিলেন তিনি। টি-টোয়েন্টি বিশ্বকাপে মোট ১৫ উইকেট নিয়েছিলেন। ফাইনালে ম্য়াচ জেতানো বোলিং পারফরম্য়ান্স ছিল। আইসিসি অন্যদিকে স্মৃতিকে বছরের সেরা ওয়ান ডে ক্রিকেটার হিসেবে বেছে নিয়েছিল। বিসিসিআইয়ের তরফেও মহিলা ক্রিকেটে সেরা আন্তর্জাতিক ক্রিকেটারের তকমা পেলেন বাঁহাতি ভারতীয় ওপেনার। মোট ৭৪৩ রান করেছেন ২০২৩-২৪ মরশুমে গত বছর। ওয়ান ডে ফর্ম্য়াটে সর্বাধিক ৪টি শতরান এসেছে তাঁর ব্যাট থেকে।
View this post on Instagram
বিসিসিআইয়ের তরফে বিশেষ সম্মান দেওয়া হল রবিচন্দ্রন অশ্বিনকে। গত বর্ডার গাওস্কর ট্রফি চলাকালিন আচমকাই অবসর নেন অশ্বিন। ব্রিসবেন টেস্টের পরই ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন। অনিল কুম্বলের পর দেশের জার্সিতে দ্বিতীয় সর্বাধিক ৫৩৭ টেস্ট উইকেট তাঁর ঝুলিতে। বিসিসিআই অশ্বিনকে বিশেষ সম্মানে সম্মানিত করেছে। গত বছরের সেরা অভিষেকের পুরস্কার পেলেন পুরুষদের ক্রিকেটে সরফরাজ খান ও মহিলা ক্রিকেটে আশা শোভানা। দীপ্তি ওয়ান ডে ফর্ম্য়াটে সর্বাধিক উইকেট শিকারির পুরস্কার পেয়েছেন। এছাড়াও ঘরোয়া ক্রিকেটে নজরকাড়া পারফরম্য়ান্সের জন্য পুরস্কার পেলেন শশাঙ্ক সিংহ, তনুষ কোটিয়ানরা।
এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রোহিত শর্মার নেতৃত্বাধীন টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী ভারতীয় দলের সদস্যরাও। তাঁদেরও পুরস্কৃত করা হয়। রোহিত ও হার্দিক টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের বিভিন্ন স্মরণীয় মুহূর্ত তুলে ধরেন সবার সামনে। এদিন বিসিসিআইয়ের তরফে কর্নেল সি কে নাইডু লাইফটাইম অ্য়াচিভমেন্ট পুরস্কারে সম্মানিত করা হয় কিংবদন্তি সচিন তেন্ডুলকরকে।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
