IND vs ENG: আমার জন্য় অনেক করেছে স্টোকস, এবার আমার ফিরিয়ে দেওয়ার পালা: রুট
Joe Root On Ben Stokes: এবার স্টোকস নিজে অধিনায়ক। তাঁর নেতৃত্বে ইংল্য়ান্ড দল খেলতে নামবে ভারতের বিরুদ্ধে পাঁচ ম্য়াচের টেস্ট সিরিজ ঘরের মাঠে। যার শুরুটা হচ্ছে আগামী ২০ জুন থেকে হেডিংলে টেস্ট দিয়ে।

হেডিংলে: তিনি যখন অধিনায়ক ছিলেন। সেই সময় অর্থাৎ ২০১৭-২০২২ পর্যন্ত ইংল্যান্ডের সহ অধিনায়ক ছিলেন বেন স্টোকস (Ben Stokes)। জো রুটের (Joe Root) ডেপুটি থাকাকালিন তাঁর দলকে অনেক ম্যাচে খাদের কিনারা থেকে টেনে তুলেছিলেন বাঁহাতি অলরাউন্ডার একাই। অনেক হারতে বসা ম্য়াচ জিতে বেরিয়েছিল ইংল্যান্ড। এবার স্টোকস নিজে অধিনায়ক। তাঁর নেতৃত্বে ইংল্য়ান্ড দল খেলতে নামবে ভারতের (India vs England) বিরুদ্ধে পাঁচ ম্য়াচের টেস্ট সিরিজ (Test Series) ঘরের মাঠে। যার শুরুটা হচ্ছে আগামী ২০ জুন থেকে হেডিংলে টেস্ট দিয়ে। আসন্ন সিরিজে স্টোকসের জন্য এবার পারফর্ম করতে মরিয়া জো রুট।
এই মুহূর্তে দুরন্ত ফর্মে রয়েছেন জো রুট। ব্য়াট হাতে টেস্ট ফর্ম্য়াটে ইংল্যান্ডের সর্বাধিক রানের মালিক আসন্ন সিরিজেও মাইলফলক গড়তে পারেন। তার আগে ডানহাতি ব্যাটার বলছেন, ''আমি যখন ক্যাপ্টেন ছিলাম, তখন বেন দলের সহ অধিনায়ক ছিল। প্রচুর ম্য়াচ জিতিয়েছে। আমার জন্য অনেক করেছে ও। এবার আমার পালা। কিছু ফিরিয়ে দেওয়ার। অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ানোর পর এবার আমি বেন স্টোকসের দলের একজন সদস্য। আমি চাই ওর নেতৃত্বে ভাল খেলতে। সবসময় এটাই ওর মাথায় ঢোকাতে চাই যে আমি সবসময় ওর পাশে রয়েছি বিভিন্ন পরিস্থিতিতেই।"
রুট আরও বলেন, ''আমাকে রান করতেই হবে। আমাকে রান করেই খেলার তফাৎ গড়ে দিতে হবে। দলের প্রত্যেকের কাছে একটা শক্তিশালী বার্তা পৌঁছানো উচিৎ যে নিজেকে নিংড়ে দিতে হবে আসন্ন সিরিজে।''
ভারতের বিরুদ্ধে রুটের রেকর্ড বরাবরই ভাল। এই ফর্ম্য়াটে সর্বাধিক রানও রয়েছে তাঁর ব্যাটেই। স্টোকস নিঃসন্দেহে চাইবেন যে সেই রেড হট ফর্ম যাতে রুট ধরে রাখেন। আসন্ন টেস্ট সিরিজে আর ১৫৪ রান করলেই প্রথম ব্যাটার হিসেবে ভারতের বিরুদ্ধে টেস্টে ৩ হাজার রান করার মালিক হয়ে যাবেন জো রুট। ৩০ ম্য়াচ খেলতে নেমে রুট ভারতের বিরুদ্ধে এই ফর্ম্য়াটে ২৮৪৬ রান করেছেন ৫৮.০৮ গড়ে। ঝুলিতে রয়েছে ১০টি শতরানও। একমাত্র স্টিভ স্মিথের রুটের থেকে বেশি সেঞ্চুরি রয়েছে ভারতের বিরুদ্ধে।
এছাড়া আসন্ন সিরিজে ৫ ম্য়াচে ৩৭৩ রান করলেই পন্টিং, কালিস, দ্রাবিড়কে টেক্কা দিয়ে লাল বলের ফর্ম্য়াটে সবচেয়ে বেশি আন্তর্জাতিক রানের মালিক হয়ে যাবেন জো রুট। এই মুহূর্তে তালিকায় শীর্ষেই রয়েছেন সচিন তেন্ডুলকর।




















