Jos Buttler: সাদা বলের ফর্ম্য়াটে ইংল্যান্ডের সর্বকালের সেরা ব্যাটারের নাম জানিয়ে দিলেন ম্য়াকালাম
Brendon McCullum on Jos Buttler: সাদা বলের ফর্ম্য়াটে জস বাটলার ইংল্য়ান্ডের অধিনায়ক। আর এই নেতৃত্বভার বাটলারের আরও বেশি করে ভাল পারফরম্যান্স বেরিয়ে আসতে সাহায্য করেছে।
লন্ডন: ইংল্য়ান্ডের কোচ ব্রেন্ডন ম্য়াকালাম জানিয়ে দিলেন সাদা বলের ফর্ম্য়াটে ইংল্যান্ডের সর্বকালের সেরা ব্যাটারের নাম। সামনেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ খেলতে নামবে ইংল্য়ান্ড। সেই সিরিজে ইংল্যান্ডের অধিনায়ক হতে চলেছেন ফিল সল্ট। জস বাটলারের চোটের জন্য় তিনি এই সিরিজে খেলতে পারবেন না। এবার বাটলারকেই ইংল্যান্ডের সর্বকালের সেরা সাদা বলের ফর্ম্য়াট ব্যাটার বললেন প্রাক্তন কিউয়ি তারকা।
স্কাই স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে ম্য়াকালাম বলেন, ''বাটলারের কেরিয়ার দুর্দান্ত। ও যদি আগামীকাল ক্রিকেট থেকে অবসরও নিয়ে নেয়, তবুও আন্তর্জাতিক ক্রিকেটে সাদা বলের ফর্ম্য়াটে ইংল্যান্ডের সর্বকালের সেরা ব্যাটার হবে বাটলারও। বাটলারকে আলাদা করে কিছু প্রমাণ করার নেই। ও যতবার মাঠে নামে, ততবারই নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করে। ইংল্যান্ডের জার্সিতে খেলতে নামার জন্য সারাক্ষণ মুখিয়ে থাকে ও। দেশের জার্সিতে খেলতে খুবই ভালবাসে।'' সাদা বলের ফর্ম্য়াটে জস বাটলার ইংল্য়ান্ডের অধিনায়ক। আর এই নেতৃত্বভার বাটলারের আরও বেশি করে ভাল পারফরম্যান্স বেরিয়ে আসতে সাহায্য করেছে। ম্য়াকালাম বলছেন, ''ওঁর নেতৃত্বে ইংল্যান্ডে অনেক তরুণ প্লেয়াররা উঠে এসেছে। ওঁ নিজে সামনে থেকে নেতৃত্ব দিয়ে দলকে সাফল্য এনে দিয়েছে সবসময়। আমি আশা করব দ্রুত বাটলার চোট সারিয়ে ফিরে আসবে।''
বর্ডার-গাওস্কর ট্রফি নিয়ে সতর্ক লিঁয়
ভারতের বিরুদ্ধে মাঠে নামার আগে নিজেদের প্রস্তুতিতে কোনও খামতি রাখতে চাইছেন না নাথান লিঁয়। তিনি কিন্তু বেছে নিয়েছেন তিন ভারতীয় ব্য়াটারকে। যাঁরা কঠিন চ্যালেঞ্জের মুখে ফেলতে পারে অজি বোলিং লাইন আপকে। ভারতের শক্তিশালী ব্যাটিং লাইন আপকে প্যাভিলিয়নের রাস্তা দেখানোর অন্যতম দায়িত্ব থাকবে এই তারকা অফস্পিনারের ওপর। সম্প্রতি স্টার স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে লিঁয় জানিয়েছেন যে ভারত অধিনায়ক রোহিত শর্মা, বিরাট কােহলি ও উইকেট কিপার ব্যাটার ঋষভ পন্থ এই তিনজনের থেকে সতর্ক থাকতে হবে অজি বোলিং অ্য়াটাককে। লিঁয় বলছেন, ''রোহিত শর্মা, বিরাট কোহলি, ঋষভ পন্থ এই তিন ব্যাটার ভারতের ব্যাটিং লাইন আপের প্রধান মুখ। কিন্তু এছাড়াও এরপর রয়েছেন গিল, জয়সওয়াল ও জাডেজা। তাই অবশ্যই শক্তিশালী ব্যাটিং লাইন আপ। তাই আমাদের বোলিং লাইন আপকে সজাগ থাকতেই হবে। বিশেষ করে এই রোহিত, বিরাট, পন্থকে ফেরাতেই হবে।''