IND vs ENG: প্রথম টেস্টের দু দিন আগেই পড়ল ডাক, ভারতীয় দলে ঢুকে পড়লেন হর্ষিত রানা
Harshit Rana: গত নভেম্বরে পারথে বর্ডার গাওস্কর ট্রফিতে টেস্ট ফর্ম্য়াটে ভারতীয় দলের জার্সিতে অভিষেক হয়েছিল রানার। প্রথম ম্য়াচেই চার উইকেট তুলে নিয়েছিলেন।

হেডিংলে: আসন্ন ইংল্যান্ড সফরের জন্য প্রথম টেস্টের আগে ভারতীয় দলে ঢুকে পড়লেন হর্ষিত রানা। কেকেআরের জার্সিতে আইপিএল খেলা এই তরুণ পেসার ভারতীয় এ দলের হয়ে খেলতে ইংল্যান্ডে উড়ে গিয়েছিলেন। তবে তাঁকে প্রথম টেস্টের আগে ব্যাক আপ পেসার হিসেবে দলের সঙ্গে যুক্ত করা হল। ভারতীয় ক্রিকেট দলের পক্ষ থেকে বিবৃতি দিয়ে এই কথা জানানো হয়েছে।
গত নভেম্বরে পারথে বর্ডার গাওস্কর ট্রফিতে টেস্ট ফর্ম্য়াটে ভারতীয় দলের জার্সিতে অভিষেক হয়েছিল রানার। প্রথম ম্য়াচেই চার উইকেট তুলে নিয়েছিলেন। সেই ম্য়াচে ভারত ২৯৫ রানের বিশাল ব্যবধানে জয় ছিনিয়েও নিয়েছিল।
ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে ভারতীয় এ দলের জার্সিতে খেলতে নেমে প্রথম প্রস্তুতি ম্য়াচে একটি উইকেট নেওয়ার সঙ্গে সঙ্গে ব্য়াট হাতেও গুরুত্বপূর্ণ অবদান রাখেন। রেহান আহমেদকে দুটো ছক্কাও হাঁকান তিনি।
এখনও পর্যন্ত হর্ষিত দেশের জার্সিতে পাঁচটি ওয়ান ডে ম্য়াচ খেলেছেন। ঝুলিতে পুরেছেন ১০ উইকেট। ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি ম্য়াচে তিন উইকেট নিয়েছিলেন। এছাড়া হর্ষিত রানা চ্যাম্পিয়ন্স ট্রফিজয়ী ভারতীয় দলের সদস্য়ও ছিলেন। ২০২৪ আইপিএলে ভাল পারফরম্য়ান্স করেছিলেন রানা। তখন কেকেআরের মেন্টর ছিলেন গৌতম গম্ভীর। তাঁর নজরে পড়ে যান রানা। গম্ভীরও জাতীয় দলের কোচ হয়ে আসার পর রানাকে সুযোগ দিয়েছিলেন। তবে গত আইপিএলে একেবারেই ভাল খেলতে পারেননি রানা। যার জন্য ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতীয় দলের স্কোয়াড থেকে বাদ পড়ে যান রানা। তবে এবার প্রথম টেস্টের আগে তাঁকে ফের জাতীয় দলে ফেরানো হল ব্যাক আপ পেসার হিসেবে।
সূত্রের খবর, বিসিসিআই-এর একটি সূত্র জানিয়েছে যে, অজিত আগরকর প্রধান নির্বাচক পদে বহাল থাকতে পারেন। তাঁর মেয়াদ বাড়ানো যেতে পারে, তবে বোর্ড এটি নিশ্চিত করার জন্য সম্পূর্ণ প্রক্রিয়া অনুসরণ করবে। অজিত আগরকরকে জুলাই ২০২৩-এ প্রধান নির্বাচক হিসেবে বেছে নেওয়া হয়েছিল। এরপর তিনি বেশ ভাল কাজ করেছেন। তাঁর প্রধান নির্বাচক থাকাকালীন ভারতীয় দল ২০২৪ টি-২০ বিশ্বকাপ এবং চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫-এর খেতাব জিতেছে। একই সময়ে ভারতীয় দল ২০২৩ ওয়ান ডে বিশ্বকাপেরও ফাইনাল খেলেছিল। খবর অনুযায়ী, তিনি অনেক বিষয়ে ভারতীয় টিম ম্যানেজমেন্টের সঙ্গে ভিন্নমত পোষণ করেছেন এবং এমনও দাবি করা হয়েছে যে, রোহিত শর্মা এবং বিরাট কোহলির টেস্ট অবসর নেওয়ার পেছনে তাঁর হাত ছিল।




















