IND vs WI: রাহুলের দুরন্ত সেঞ্চুরি, গিলের অর্ধশতরান, দ্বিতীয় দিনের প্রথম সেশনেও ভারতের দাপট অব্যাহত
KL Rahul: ১৯০ বলে নিজের কেরিয়ারের ১১তম টেস্ট শতরান পূরণ করেন কেএল রাহুল।

আমদাবাদ: গত কাল আগাগোড়া দাপট দেখিয়েছিল ভারত। আমদাবাদে ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে (India vs West Indies) দ্বিতীয় দিনের প্রথম সেশনেও সেই দাপট অব্যাহত রইল। গত রাতের স্কোরের সঙ্গে ২৯ ওভারে মাত্র এক উইকেট হারিয়ে আরও ৯৭ রান যোগ করল ভারত। কেএল রাহুল (KL Rahul) ভারতের মাটিতে নিজের দ্বিতীয় টেস্ট শতরান হাঁকালেন। শুভমন গিলও (Shubman Gill) অর্ধশতরান করেন। সেশন শেষে ভারতের স্কোর তিন উইকেটের বিনিময়ে ২১৮ রান। ভারতীয় দল আপাতত ৫৬ রানে এগিয়ে রয়েছে।
দিনের শুরুটা ১২১ রানে দুই উইকেট থেকে করে ভারত। দিনের প্রথম ওভারেই জেডন সিলসের বিরুদ্ধে জোড়া বাউন্ডারি মারেন রাহুল। পরের কয়েক ওভারে ভারতীয় দলের ব্যাটারদের তেমন রান করার সুযোগ দেয়নি ওয়েস্ট ইন্ডিজ়়। ধীরে ধীরে ১৫০ রানের গণ্ডি পার করে ভারত। তবে ১৫০-র গণ্ডি পার করার পরেই গিল ও রাহুল, উভয়ই রান করার গতি বাড়ান। চার মেরেই ভারতকে লিড এনে দেন অধিনায়ক গিল। ৯৪ বলে নিজের অর্ধশতরানও পূরণ করেন তিনি। তবে অর্ধশতরানের পরই স্লিপে সহজ ক্যাচ দিয়ে ফেরেন গিল। রস্টন চেজ় ৯৮ রানের পার্টনারশিপ ভাঙেন।
গিল আউট হওয়ার পর ধ্রুব জুরেল সেট রাহুলকে সঙ্গ দিতে ক্রিজে নামেন। দেখতে দেখতেই ২০০ রানের গণ্ডি পার করে ফেলে ভারত। রাহুলও নিজের স্বপ্নের ফর্ম অব্যাহত রাখেন। ইংল্যান্ডে তিনি দলের হয়ে দ্বিতীয় সর্বাধিক রান করেন। সেই দুরন্ত সফরের পর ঘরোয়া মরশুমের প্রথম ম্যাচেই কেরিয়ারের ১১তম টেস্ট শতরান পূরণ করে ফেলেন। সেই ২০১৬ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে ১৯৯ রানের ইনিংস খেলেছিলেন, তার নয় বছর পর আবারও দেশের মাটিতে শতরান হাঁকালেন রাহুল। শেষ হয় প্রথম সেশনের খেলা।
📸📸
— BCCI (@BCCI) October 3, 2025
A special knock calls for a special celebration 😍
Describe KL Rahul's knock so far 👇
Updates ▶ https://t.co/MNXdZcelkD#TeamIndia | #INDvWI | @IDFCFIRSTBank | @klrahul pic.twitter.com/yX2OK3TVno
আপাতত রাহুল ১০০ ও জুরেল ১৪ রানে ক্রিজে উপস্থিত রয়েছেন। ভারতীয় সমর্থকরা এবং রাহুল নিজেও চাইবেন তিনি যেন লাঞ্চের পরে আরও বড় রান করেন এবং দলকেও এগিয়ে নিয়ে যান। আপাতত ম্যাচের যা পরিস্থিতি তাতে ভারতীয় দল যে অনেকটাই এগিয়ে রয়েছে, তা কিন্তু বলাই বাহুল্য।




















