Phil Salt Record: কেকেআর দলে রাখেনি, কুড়ির ফর্ম্য়াটে নতুন বিশ্বরেকর্ড গড়লেন ফিল সল্ট
ENG vs WI T20: পাঁচ ম্য়াচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে ওয়েস্ট ইন্ডিজে রয়েছে ইংল্যান্ড দল। সিরিজের প্রথম ম্য়াচেই শতরান হাঁকিয়েছিলেন সল্ট। বার্বাডোজের কিংস্টোন ওভালে ৫৪ বলে ১০৩ রানের ইনিংস খেলেন।
বার্বাডোজ: আইপিএলে (IPL 2024) কেকেআর (KKR) দল তাঁদের রিটেনশনের যে তালিকা প্রকাশ করেছে, তাতে নাম ছিল না তাঁর। ইংল্যান্ডের তরুণ উইকেট কিপার ব্যাটার ফিল সল্ট (Phil Salt) গত মরশুমে নাইট জার্সিতে একের পর এক ম্য়াচ জেতানো ইনিংস খেলেছিলেন। কিন্তু তবুও সল্টকে ধরে রাখেনি নাইট শিবির। তাঁকে নিলামের টেবিলে উঠতে দেখা যাবে। তার আগেই অবশ্য নিজের জাত চেনালেন ইংল্যান্ড তারকা। বিশ্বরেকর্ড গড়লেন। বিশ্বের যে কোনও একটি দলের বিরুদ্ধে টি-টোয়েন্টি ফর্ম্য়াটে তিনটি শতরান হাঁকানো একমাত্র ব্যাটার হলেন ফিল সল্ট।
পাঁচ ম্য়াচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে ওয়েস্ট ইন্ডিজে রয়েছে ইংল্যান্ড দল। সিরিজের প্রথম ম্য়াচেই শতরান হাঁকিয়েছিলেন সল্ট। বার্বাডোজের কিংস্টোন ওভালে ৫৪ বলে ১০৩ রানের ইনিংস খেলেন। ১৮৩ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে সল্টের শতরানের ইনিংসের সৌজন্যে ১৬.৫ ওভারে তা বোর্ডে তুলে নেয় ইংল্যান্ড। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সল্ট তাঁর প্রথম সেঞ্চুরি হাঁকিয়েছিলেন গত বছর ১৬ ডিসেম্বর। ৫৬ বলে অপরাজিত ১০৯ রানের ইনিংস খেলেছিলেন তিনি। দ্বিতীয় সেঞ্চুরিটি এসেছিল ১৯ ডিসেম্বর ২০২৩। সেদিন ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধ ৫৭ বলে ১১৯ রানের ইনিংস খেলেছিলেন তিনি। কোনও এক দেশের বিরুদ্ধে তিনটি টি-টোয়েন্টি সেঞ্চুরি বিশ্বে আর কোনও ব্যাটারের নেই।
পুরুষদের ক্রিকেটে টি-টোয়েন্টিতে সর্বাধিক সেঞ্চুরির মালিক রোহিত শর্মা। তিনি মোট ৫টি শতরান হাঁকিয়েছেন এই ফর্ম্য়াটে। গ্লেন ম্য়াক্সওয়েলও পাঁচটি শতরান হাঁকিয়েছেন এই ফর্ম্য়াটে। তালিকায় তৃতীয় স্থানে টি-টোয়েন্টিতে বর্তমানে ভারতীয় দলের অধিনায়ক সূর্যকুমার যাদব। তিনি চারটি শতরান করেছেন। তালিকায় চতুর্থ স্থানে উঠে এলেন ফিল সল্ট। যদিও তিনটি শতরান ঝুলিতে রয়েছে বাবর আজম, কলিম মুনরো, মুহাম্মদ ওয়াসিমেরও।
আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলির দলগঠনের জন্য মোট ১২০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে এ বারে। কেকেআর নিজেদের ছয় তারকাকে মোট ৫৭ কোটি টাকায় রিটেন করেছে। কলকাতা নাইট রাইডার্স যে প্লেয়ারদের রিটেইন করেছে সেই তালিকায় রয়েছেন আন্দ্রে রাসেল, রিঙ্কু সিংহ, সুনীল নারাইন। এছাড়াও দুজন আনক্যাপড প্লেয়ারকে রিটেইন করেছে নাইট শিবির। তাঁরা হলেন রামনদীপ সিংহ ও হর্ষিত রানা। দুজনেই আগের মরশুমে দুর্দান্ত পারফর্ম করেছিলেন কেকেআরের জার্সিতে। হর্ষিত তো জাতীয় দলেও ডাক পেয়েছেন। তবে উল্লেখযোগ্য বিষয় হল শ্রেয়স আইয়ারকে ছেড়ে দেওয়া। গত মরশুমে নাইটরা খেতাব জিতেছিল। শ্রেয়সের নেতৃত্বেই তৃতীয়বারের জন্য আইপিএল খেতাব জিতেছিল নাইট শিবির। ফিল সল্ট ও মিচেল স্টার্ককে ছেড়ে দিয়েছে তাঁরা। আশা করা যায় নিলামের টেবিল থেকে ফের দুজনকে দলে নিতে পারে নাইট ম্য়ানেজমেন্ট।