IND vs ENG 3rd Test: ইংল্যান্ডের বিরুদ্ধে কেন স্পিন সহায়ক পিচে ম্যাচ হচ্ছে না? জবাব দিলেন ভারতীয় স্পিনার কুলদীপ
Kuldeep Yadav: ভাল ক্রিকেট ম্যাচের জন্য 'ব়্যাঙ্ক টার্নার'-র থেকে ভাল পিচের প্রয়োজনীয়তা বেশি বলেই দাবি কুলদীপ যাদবের।
রাজকোট: ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে হারের পর দ্বিতীয় টেস্টে দুরন্ত জয় পেয়ে সিরিজ়ে সমতায় ফিরে এসেছে ভারতীয় দল (Indian Cricket Team)। এই সিরিজ়ের আগে বারংবার চর্চার কেন্দ্রে উঠে এসেছে ভারতের স্পিনসহায়ক পিচ। তবে এখনও পর্যন্ত এই সিরিজ়ে অন্তত প্রথম সেশন থেকেই বল ঘুরতে দেখা যায়নি। কেন এই সিরিজ়েই তথাকথিত 'ব়্যাঙ্ক টার্নার' দেখা যাচ্ছে না?
সাম্প্রতিক সময়ে ভারতের মাটিতে স্পিন সহায়ক পিচে আর অশ্বিন, রবীন্দ্র জাডেজা, অক্ষর পটেলদের ঘাতক বোলিংয়ে প্রতিপক্ষরা কার্যত উড়ে গিয়েছেন। লাল বলের ক্রিকেটে ভারত দেশের মাটিতে বিশেষ করে নিজেদের দাপট দেখিয়েছে। কিন্তু ইংল্যান্ডের বিরুদ্ধে এই সিরিজ়ে এখনও পর্যন্ত তেমনটা দেখা যায়নি। সিরিজ় শুরুর আগে ১০.৬৬ গড়ে ১৫ উইকেট নিয়ে বুমরা ভারতের সর্বোচ্চ উইকেটসংগ্রাহক হবেন, এমনটা হয়তই কেউ ভেবেছিলেন।
এই বিষয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টেস্টের (IND vs ENG 3rd Test) দিন দু'য়েক আগে কুলদীপ যাদবকে (Kuldeep Yadav) প্রশ্ন করা হলে তিনি জানান যে আগের সিরিজ়গুলি প্রসঙ্গে তিনি কিছু বলতে পারবেন না, তবে ভাল খেলার জন্য ভাল পিচের প্রয়োজনীয়। কূুলদীপ বলেন, 'আমি বেশি কিছু বলতে পারব না। আমি শুরু থেকেই ঘূর্ণি পিচে ম্যাচ খেলিনি। আমি তো ঘরের মাঠে গত সিরিজ়ে (ফেব্রুয়ারি-মার্চ মাসে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে) খেলিনি। তাই দলের চিন্তাভাবনায় কেমন কী বদল হয়েছে, সেই বিষয়ে আমি বলতে পারব না। সেটা টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্ত। তবে আমরা তো সকলেই ভাল ক্রিকেট ম্যাচ দেখতে চাই। ভাল ক্রিকেটের জন্য ভাল পিচ হওয়াটা তো প্রয়োজনীয়।'
তিনি আরও যোগ করেন, 'আমি তো খেলার সুযোগ পেলেই খুশি। পাটা পিচ বা স্পিন সহায়ক, ২২ গজ যেমনই হোক না কেন তাতে আমার খুব একটা সমস্যা নেই। আমাদের তো ব্যাটিংটাও ভাল, শুধু স্পিন বোলিংটাই তো শেষ কথা নয়। সবকিছুই তো গুরুত্বপূর্ণ। গত ম্যাচে তো ফাস্ট বোলাররা আমাদের হয়ে কেমন পারফর্ম করেছে, তা সবাই দেখেছে। তাই ভাল উইকেট ভাল ক্রিকেটের জন্য গুরুত্বপূর্ণ। তবে এর ফলে ভবিষ্যতে যে আর ঘূর্ণি সহায়ক পিচ দেখাই যাবে না এমনটা নয়। স্পিন সহায়ক পিচে খেলা হতে দেখা যেতেই পারে।'
রাজকোটের পিচও পুরো স্পিনসহায়ক হবে না বলে আগে থেকেই জানিয়ে দিচ্ছেন কুলদীপ। '(রাজকোটের পিচ) প্রথম থেকেই বল ঘুরবে, এমনটা হবে না। পিচটা ভাল পিচ। তবে ব্যাটাররা মদত পাবেন মানে আমি বলছি না যে ব্যাটাররা ৭০০-৮০০ রান তুলতে পারবেন। তবে স্পিন সহায়ক পিচের থেকে ব্যাটররা তুলনামূলক ব্যাটিং করার জন্য ভাল পিচ পাবেন। আশা করছি পরের দিকে স্পিনররাও যেন হালকা মদত পায়।' বলেন ভারতের তারকা স্পিন বোলার।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে
আরও পড়ুন: 'কোহলি খেলছে না বলে গোটা সিরিজের লজ্জা', বলছেন ইংল্যান্ডের কিংবদন্তি ক্রিকেটার