Lionel Messi Accident: অল্পের জন্য দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেন মেসি?
Lionel Messi: সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এক ভিডিও ভাইরাল হয়েছে। সেই ভিডিওতে পুলিশ এসকর্ট করে নিয়ে যাওয়া একটি গাড়িকে সিগন্যাল ভেঙে এগিয়ে যেতে দেখা যায়। যেই গাড়িটি মেসির বলে দাবি করা হচ্ছে।
মায়ামি: সদ্যই প্রথমবার ইন্টার মায়ামির (Inter Miami) জার্সি গায়ে লিওনেল মেসি (Lionel Messi) প্রকাশ্যে এসেছেন। এখনও অবশ্য নতুন ক্লাবের জার্সি গায়ে নিজের অভিষেক ঘটাননি আর্জেন্তাইন তারকা। তবে যুক্তরাষ্ট্রে মাঠে নামার আগেই বড় গাড়ি দুর্ঘটনার কবলে পড়তে পারতেন মেসি। তবে অল্পের জন্য রক্ষা পান তিনি।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এক ভিডিও ভাইরাল হয়েছে। সেই ভিডিওতে পুলিশ এসকর্ট করে নিয়ে যাওয়া একটি গাড়িকে সিগন্যাল ভেঙে এগিয়ে যেতে দেখা যায়। অল্পের জন্য অপরদিকে আসা একাধিক গাড়ির সঙ্গে সংঘর্ষ এড়াতে সক্ষম হয় সেই গাড়ি। একাধিক রিপোর্ট অনুযায়ী উক্ত গাড়িটি মেসির বলে দাবি করা হচ্ছে। তবে মেসির হাতে গাড়ির স্টিয়ারিং ছিল না কি না, সেই নিয়ে কোনও কিছু জানা যায়নি। এই গাড়ি দুর্ঘটনা নিয়ে সরকারিভাবে এখনও কোনও বিবৃতি পাওয়া যায়নি। তবে তাতে জল্পনা-কল্পনা কমছে না।
ভিডিওতে দেখা যাচ্ছে ওই গাড়িকে অনুসরণ করে এক ব্যক্তি পিছন পিছন ফুটছেন। সেই কারণেই গাড়িচালক হয়তো সিগন্যাল খেয়াল করেননি বলে অনুমান করছেন অনেকে। তবে সৌভাগ্যবশত সিগন্যাল ভেঙে ওই গাড়িটি এগিয়ে গেলেও, বাকি গাড়িগুলি তৎপরতার সঙ্গে ব্রেক কষে দেওয়ায় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়।
You haven’t posted the full video. Before this clip a fan was approaching messi’s car to take a pic. He obviously didn’t see the red light as he was probably distracted by than fan. Fans need to be careful n not approach him atleast while driving. Thankfully accident didnt happen pic.twitter.com/f7taiqyYRq
— Meenal (@mbu2617) July 14, 2023
প্রসঙ্গত, মেসিকে ইন্টার মায়ামিতে এক বিশেষ বার্তায় স্বাগত জানালেন দলের অন্যতম কর্ণধার ডেভিড বেকহ্য়ামও। তিনি সোশ্যাল মিডিয়ায় লেখেন, 'আমাদের গল্পের পরবর্তী অধ্যায় শুরু হতে চলেছে। ১০ বছর আগে আমি যখন এই সফরটা শুরু করেছিলাম, তখন আমার স্বপ্ন ছিল বিশ্বের সেরা খেলোয়াড়দের মায়ামিতে নিয়ে আসব। আমি যেমন এলএ গ্যালাক্সিতে যোগ দিয়ে এই দেশে ফুটবলের জনপ্রিয়তা বাড়ানোর লক্ষ্য নিয়ে এসেছিলাম, সেই লক্ষ্য নিয়ে আমাদের প্রিয় খেলাকে আরও জনপ্রিয় করে তোলার লক্ষ্যে থাকা খেলোয়াড়দের নেব। আজ সেই স্বপ্নপূরণ হল।'
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
https://t.me/abpanandaofficial
আরও পড়ুন: বর্ষার মরশুমে বিভিন্ন সংক্রমণ থেকে দূরে থাকার জন্য প্রতিদিনের জীবনে মেনে চলুন সহজ কিছু নিয়ম