Bengal Cricket: নতুন মরশুমের জন্য বাংলা ক্রিকেট দলের সম্ভাব্য ৫০ প্লেয়ারের নাম ঘোষণা, রয়েছেন অভিজ্ঞ শামিও
Bengal Criket Squad: এই পরিস্থিতিতেও শামিকে দলে রেখেছে বাংলা ক্রিকেট বোর্ড। ঘরোয়া টুর্নামেন্টে শামির উপস্থিতি দলের বোলিং লাইন আপে নিঃসন্দেহে বাড়তি ভারসাম্য যোগ করবে।

কলকাতা: ২০২৫-২০২৬ মরশুমের জন্য বাংলা ক্রিকেটের সম্ভাব্য স্কোয়াড ঘোষণা করা হল। মোট ৫০ জনের নাম প্রাথমিক তালিকায় রয়েছে। যাঁরা আগামী মরশুমে দলের হয়ে দেশের বিভিন্ন ঘরোয়া টুর্নামেন্টে বাংলার হয়ে প্রতিনিধিত্ব করবেন। দলে রয়েছেন তারকা অভিজ্ঞ পেসার মহম্মদ শামি। তাঁর চোট আঘাত একটা ইস্যু। দেশের জার্সিতে দীর্ঘদিন ধরেই খেলছেন না। আইপিএলে খেললেও ছন্দে ছিলেন না। এই পরিস্থিতিতেও শামিকে দলে রেখেছে বাংলা ক্রিকেট বোর্ড। ঘরোয়া টুর্নামেন্টে শামির উপস্থিতি দলের বোলিং লাইন আপে নিঃসন্দেহে বাড়তি ভারসাম্য যোগ করবে। ঈশান পোড়েল, মহম্মদ কাইফরা রয়েছেন পেস বোলিং বিভাগে।
এছাড়া অভিমন্যু ঈশ্বরণ, অনুষ্টুপ মজুমদার, সুদীপ চট্টোপাধ্যায়ের মত সিনিয়র ক্রিকেটাররা রয়েছেন। উইকেট কিপার হিসেবে অভিষেক পোড়েলের সঙ্গে শাকির হাবিব গাঁধীকে নেওয়া হয়েছে। এছাড়া ঋত্বিক চট্টোপাধ্যায়, আমির গনি, করণ লালের মত ক্রিকেটাররাও রয়েছেন।

ম্য়াঞ্চেস্টার টেস্টের আগে অর্শদীপ সিংহের চোট। প্রস্তুতির পর দলের সহকারী কোচ রায়ান টেন দুশখাতে সাংবাদিক বৈঠকে বলেছেন, ''অর্শদীপ নেটে বোলিং করেছিল। সেই সময় একটি বলে ধরার সময় হঠাৎ করেই আঙুলে লাগে তাঁর। কিছুটা ক্ষত তৈরি হয়েছে। এই মুহূর্তে অর্শদীপ বিসিসিআইয়ের মেডিক্যাল টিমের তত্বাবধানে রয়েছে। যদি সেলাই করতে হয়, তবে আগামী দিনে সেটাই আমাদের প্রথম লক্ষ্য থাকবে। যত দ্রুত ও সুস্থ হয়ে উঠবে, ততই ভাল।''
টি-টোয়েন্টি ফর্ম্য়াটে অর্শদীপ দলের অটোমেটিক চয়েস। ওয়ান ডে ফর্ম্য়াটেও অভিষেক হয়েছে, কিন্তু এখনও দলে নিজের জমি শক্ত করতে পারেননি। তবে টেস্ট ফর্ম্য়াটে এখনও অভিষেক হয়নি তরুণ পঞ্জাব পেসারের। এই মুহূর্তে ইংল্যান্ডে জসপ্রীত বুমরা, মহম্মদ সিরাজ ছাড়া যে দুজন পেসার খেলছেন একাদশে, তাঁরা হলেন প্রসিদ্ধ কৃষ্ণ ও আকাশ দীপ। তাই অর্শদীপের বাকি দুটো টেস্টে সুযোগ পাওয়ার সম্ভাবনাও কমই বলা চলে।
টেস্ট ফর্ম্য়াটে এখনও পর্যন্ত ভারত ও ইংল্যান্ড মোট ১৩৯ বার মুখোমুখি হয়েছে। তার মধ্য়ে ৫৩ বার জয় ছিনিয়ে নিয়েছে ইংল্য়ান্ড। ৩৬ বার জয় ছিনিয়ে নিয়েছে ভারতীয় দল। যদিও ৫০টি ম্য়াচের কোনও ফল বেরোয়নি। ড্র হয়েছে। ম্য়াঞ্চেস্টারে এখনও পর্য়ন্ত দুটো দল মোট ৯ বার মুখোমুখি হয়েছে টেস্টে। তার মধ্য়ে ইংল্য়ান্ড ৪ বার জয় ছিনিয়ে নিয়েছে। বাকি পাঁচটি ম্য়াচ ড্র হয়েছে। একটি ম্য়াচেও জিততে পারেনি ভারত।




















