NCC Cricket: আইপিএলের মাঝেই মহিলাদের জমজমাট টি-টোয়েন্টি, চ্যাম্পিয়ন মা সারদা দল
Womens Cricket: বাংলার হয়ে খেলেননি, এরকম ১৩০ জন ক্রিকেটার এই টুর্নামেন্টে নিজেদের প্রতিভা চেনানোর সুযোগ পেয়েছিলেন।
কলকাতা: আইপিএলের (IPL 2024) মরশুমেই বাংলায় মহিলাদের জমজমাট ক্রিকেট টুর্নামেন্ট। সেটাও টি-টোয়েন্টি ফর্ম্যাটে। যে টুর্নামেন্টের আয়োজক ন্যাশনাল ক্রিকেট ক্লাব (NCC)। বৃহস্পতিবার হয়ে গেল নৈশালোকের ফাইনাল। চ্যাম্পিয়ন হল মা সারদা দল।
এনসিসি উদীয়মান মহিলাদের টুর্নামেন্টের ফাইনালে রানি রাসমণি দলকে ৯ উইকেটে হারাল মা সারদা ক্রিকেট দল। ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রাক্তন প্রেসিডেন্ট জগমোহন ডালমিয়ার স্ত্রী, প্রয়াত চন্দ্রলেখা ডালমিয়ার সম্মানে আয়োজিত এই টুর্নামেন্ট শুরু হয়েছিল ১২ মার্চ। সারা বাংলা থেকে অংশ নিয়েছিল ৮ দল। বৃহস্পতিবার হাওড়ার গুলমোহর মাঠে হয়ে গেল ফাইনাল।
বাংলার হয়ে খেলেননি, এরকম ১৩০ জন ক্রিকেটার এই টুর্নামেন্টে নিজেদের প্রতিভা চেনানোর সুযোগ পেয়েছিলেন। টুর্নামেন্টের লিগ পর্বের খেলা হয়েছিল ময়দানের রাজস্থান ক্লাবের মাঠে। ফাইনাল হল হাওড়ার গুলমোহর মাঠে।
ফাইনালে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় রানি রাসমণি দল। তবে শুরু থেকেই ছিল মা সারদার বোলারদের দাপট। এক প্রান্ত থেকে পেসার আর অন্য প্রান্ত থেকে স্পিনার দিয়ে আক্রমণ সাজান মা সারদা দলের অধিনায়ক মেঘনা ঘোষ। শুরুতেই রান আউট হয়ে যান রাধিকা সোনার। তারপর থেকেই একের পর এক ডট বল। চাপ বাড়তে থাকে রানি রাসমনি দলের ওপর।
রানি রাসমণি দলের ব্যাটিং বিপর্যয় হয়। কোনও ক্রিকেটারই দুই অঙ্কের রান বোর্ডে তুলতে পারেননি। মাত্র ৫৭ রানে গুটিয়ে যায় তাদের ইনিংস। মা সারদা দলের হয়ে সেরা বোলার দেবারতি গুহ। ৪ ওভারে মাত্র ৬ রান খরচ করে ৪ উইকেট নেন তিনি। দুটি করে উইকেট পান আজৃজা সরকার ও রেমনদিনা খাতুন।
রান তাড়া করতে নেমে শুরু থেকেই দাপট দেখান মা সারদার ব্যাটাররা। সময়িতা অধিকারী ম্যাচের একমাত্র ছক্কাটি মারেন। ৩৮ বলে অপরাজিত ৩৭ রানের ইনিংস খেলেন তিনি। মাত্র ১১.২ ওভারে লক্ষ্যপূরণ করে নেয় মা সারদা দল। দেবারতি ম্যাচের সেরা হয়েছেন।
ফাইনাল উপলক্ষ্যে হাজির ছিলেন আইপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য অভিষেক ডালমিয়া, সিএবি প্রেসিডেন্ট স্নেহাশিস গঙ্গোপাধ্যায়, যুগ্ম সচিব দেবব্রত দাস, প্রাক্তন ক্রিকেটার মিঠু মুখোপাধ্যায় প্রমুখ।
আরও পড়ুন: জঙ্গলে লেপার্ড ঝাঁপিয়ে পড়ল প্রাক্তন ক্রিকেটারের ওপর, অল্পের জন্য প্রাণে বাঁচলেন
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।